ওয়াশিংটন, 4 মে : নাসা 2022 হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ জিতল ভারতীয় ছাত্রদের দু'টি গ্রুপ ৷ ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের একটি ভার্চুয়ালি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয় (Indian student groups in NASA 2022 Human Exploration Rover Challenge) ৷
58টি কলেজ এবং 33টি উচ্চ বিদ্যালয়-সহ মোট 91টি দল ওই চ্যালেঞ্জে অংশ নিয়েছিল ৷ সেখানেই পঞ্জাব এবং তামিলনাড়ুর ছাত্রদের ওই দু'টি গ্রুপ চ্যালেঞ্জটি জিতে নেয় ৷ পঞ্জাবের ডিসেন্ট চিলড্রেন মডেল প্রেসিডেন্সি স্কুল হাইস্কুল বিভাগে এসটিইএম এনগেজমেন্ট অ্যাওয়ার্ড জিতে নেয় । অন্যদিকে, তামিলনাড়ুর ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির দলটি সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ডে কলেজ/বিশ্ববিদ্যালয় বিভাগে জয়ী হয়েছে ৷
চ্যালেঞ্জটি ছিল, একটি মানব-চালিত রোভার ডিজাইন করে তা মেকানিজম অনুযায়ী তৈরি করতে হবে ৷ এবং তা সৌরজগতের পাওয়া পাথুরে নমুনাগুলির ওপর চালিয়ে পরীক্ষা করতে হবে ৷ একইসঙ্গে নমুনা পুনরুদ্ধার এবং বর্ণালী বিশ্লেষণ-সহ অন্যান্য অ্যাসাইনমেন্টগুলিও সম্পাদন করতে হবে ।
আরও পড়ুন : 10 বছরের সম্মানীয় ইউএই গোল্ডেন ভিসা পেলেন ভারতীয় ছাত্র
আলাবামার হন্টসভিলে মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে (Marshall Space Flight Centre) চ্যালেঞ্জটির অ্যাক্টিভিটি লিড অন্ড্রা ব্রুকস-ডেভেনপোর্ট বলেন, ‘‘এই বছর শিক্ষার্থীদের এমন একটি কোর্স ডিজাইন করতে বলা হয়েছিল যাতে নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান চ্যালেঞ্জ ছিল ৷’’