লাওয়েপোরা, 26 মার্চ : লাওয়েপোরার জঙ্গি হামলায় 2 জওয়ান শহিদ হওয়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ তারা ওই ঘটনায় জড়িত ছিল বলে জানা গেছে ৷ মূলত জঙ্গিদের সাহায্য় করার কাজ করেছিল তারা ৷ গ্রেফতার হওয়া দুজনের নাম মুজফ্ফর আহমেদ মীর এবং জাভেদ আহম্মেদ ৷ তাদের কাছে থাকা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
গতকাল কাশ্মীরের লাওয়েপোরা এলাকায় একটি সিআরপিএফ গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা ৷ গাড়িতে থাকা দুই জওয়ান শহিদ হন ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল এই ঘটনার সঙ্গে লস্কর-ই তৈবা জড়িত রয়েছে ৷ শুধু তাই নয় পুরো ঘটনার সঙ্গে জঙ্গিদের সাহায্য় করেছিল আরও কয়েকজন ৷ তাদের গ্রেফতার করা গেছে ৷
আরও পড়ুন- ডিমেনশিয়া, অ্যালঝাইমারের ঝুঁকি বাড়ায় মাঝবয়সের একাকীত্ব
ইন্সপেক্টর জেনেরাল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, "নাদিম আবরার ভাট পুরো ঘটনার সঙ্গে জড়িত ৷ সে লস্কর জঙ্গি ৷ পুরো ঘটনাটির আগে 24 তারিখ ওই এলাকাটি রেইকি করে দেখে মীর ও জাভেদ ৷ এর সঙ্গে আরও দুজন জঙ্গি ওই ঘটনার সঙ্গে জড়িত ৷"
বাজেয়াপ্ত করা গাড়িটি থেকে বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ পুরো ঘটনার তদন্ত চলছে ৷ হামলার সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে ৷