ETV Bharat / bharat

Fire in Mathura Hotel: মথুরার হোটেলে আগুন, প্রাণ গেল 2 কর্মচারী - Fire in Mathura Hotel

সাতসকালে মথুরার হোটেলে আগুন (Fire in Mathura Hotel) ৷ ঘটনায় প্রয়াত হয়েছেন হোটেলের দুই কর্মচারী (Two employees injured) ৷

Two employees injured at Fire in Mathura hotel
Two employees injured at Fire in Mathura hotel
author img

By

Published : Nov 3, 2022, 10:36 AM IST

মথুরা, 3 নভেম্বর: মথুরার একটি হোটেলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার (Major fire broke out at hotel in Mathura) ৷ এই ঘটনায় হোটেলের দুই কর্মচারীর মৃত্যু হয়েছেন (Two employees injured) ।

জানা গিয়েছে, ওই হোটেলের উপর তলা থেকেই আগুনের সূত্রপাত হয় ৷ যার ফলে দুই কর্মচারী আটকে পড়ে সেখানে । দমকল ও তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আহত অবস্থায় দুই কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে তাঁদের মৃত্যু হয় ।

আরও পড়ুন: গোয়ায় হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু নাবালকের

হোটেলের কর্মকর্তারা জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত চলছে (Fire in Mathura Hotel) ।

মথুরা, 3 নভেম্বর: মথুরার একটি হোটেলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার (Major fire broke out at hotel in Mathura) ৷ এই ঘটনায় হোটেলের দুই কর্মচারীর মৃত্যু হয়েছেন (Two employees injured) ।

জানা গিয়েছে, ওই হোটেলের উপর তলা থেকেই আগুনের সূত্রপাত হয় ৷ যার ফলে দুই কর্মচারী আটকে পড়ে সেখানে । দমকল ও তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আহত অবস্থায় দুই কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে তাঁদের মৃত্যু হয় ।

আরও পড়ুন: গোয়ায় হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু নাবালকের

হোটেলের কর্মকর্তারা জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত চলছে (Fire in Mathura Hotel) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.