ETV Bharat / bharat

রাজস্থানে প্রায় রাতারাতি তৈরি 2 টি কোভিড কেয়ার সেন্টার

কোভিড কেয়ার সেন্টারগুলিতে গ্রামের সংক্রমিত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ পরিস্থিতি হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে, তার মোকাবিলা করার জন্য কিছু অক্সিজেন পরিষেবাযুক্ত বেডেরও ব্যবস্থা করা হয়েছে ৷

Covid care centres
ফাইল ছবি
author img

By

Published : May 9, 2021, 10:47 PM IST

জয়পুর, 9 মে : চারিদিকে মৃত্যু মিছিল ৷ অক্সিজেন নেই ৷ হাসপাতালে বেড নেই ৷ হাহাকার ৷ শ্মশানে, কবরস্থানে কান্নার রোল ৷ এরই মধ্যে কিছুটা আশার আলো দেখাল রাজস্থানের বারমের জেলা ৷ রাতারাতি তৈরি হয়ে গেল কোভিড কেয়ার সেন্টার ৷ মাত্র 48 ঘণ্টার মধ্যে মরুভূমির বুকে তৈরি হয়ে গেল দুটি কোভিড কেয়ার সেন্টার ৷

স্থানীয় কংগ্রেস বিধায়ক হরিশ চৌধুরী সহায়তায় অস্থায়ী বাঙ্কার এবং কনটেনারের মধ্যে তৈরি করে ফেলা হয়েছে কোভিড কেয়ার সেন্টারগুলি ৷ এই কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষও ৷ এর আগে তেল ও পেট্রল কম্পানিগুলির জন্য অস্থায়ী বেস তৈরি করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই 48 ঘণ্টার মধ্যে তৈরি করে ফেলেছেন দুটি কোভিড কেয়ার সেন্টার ৷

কোনও সরকারি সাহায্যও নেওয়া হয়নি এই কোভিড কেয়ার সেন্টারগুলি তৈরি করতে ৷ এখানে মোট 125 টি বেড রয়েছে ৷

আরও পড়ুন : কোভিড হাসপাতালে রবীন্দ্র জয়ন্তী, গান-মিষ্টিমুখে খুশি করোনা আক্রান্তরা

রাজস্থানের এই এলাকায় গ্রামের দিকেও সংক্রমণ ছড়াতে শুরু করেছে ৷ সেক্ষেত্রে এই কোভিড কেয়ার সেন্টারগুলিতে গ্রামের সংক্রমিত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ পরিস্থিতি হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে, তার মোকাবিলা করার জন্য কিছু অক্সিজেন পরিষেবাযুক্ত বেডেরও ব্যবস্থা করা হয়েছে ৷

একটি কোভিড কেয়ার সেন্টার তৈরি হয়েছে বায়তু এলাকায় ৷ বারমের শহর থেকে 100 কিলোমিটারেরও বেশি দূরে ৷ এখানে রয়েছে 100 টি বেড ৷ যার মধ্যে 30 টি অক্সিজেনযুক্ত বেড ৷

অন্যটি তৈরি করা হয়েছে সম্বরে ৷ এখানে রয়েছে 23 টি সাধারণ বেড ও 2 টি অক্সিজেন পরিষেবাযুক্ত বেড ৷

জয়পুর, 9 মে : চারিদিকে মৃত্যু মিছিল ৷ অক্সিজেন নেই ৷ হাসপাতালে বেড নেই ৷ হাহাকার ৷ শ্মশানে, কবরস্থানে কান্নার রোল ৷ এরই মধ্যে কিছুটা আশার আলো দেখাল রাজস্থানের বারমের জেলা ৷ রাতারাতি তৈরি হয়ে গেল কোভিড কেয়ার সেন্টার ৷ মাত্র 48 ঘণ্টার মধ্যে মরুভূমির বুকে তৈরি হয়ে গেল দুটি কোভিড কেয়ার সেন্টার ৷

স্থানীয় কংগ্রেস বিধায়ক হরিশ চৌধুরী সহায়তায় অস্থায়ী বাঙ্কার এবং কনটেনারের মধ্যে তৈরি করে ফেলা হয়েছে কোভিড কেয়ার সেন্টারগুলি ৷ এই কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষও ৷ এর আগে তেল ও পেট্রল কম্পানিগুলির জন্য অস্থায়ী বেস তৈরি করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই 48 ঘণ্টার মধ্যে তৈরি করে ফেলেছেন দুটি কোভিড কেয়ার সেন্টার ৷

কোনও সরকারি সাহায্যও নেওয়া হয়নি এই কোভিড কেয়ার সেন্টারগুলি তৈরি করতে ৷ এখানে মোট 125 টি বেড রয়েছে ৷

আরও পড়ুন : কোভিড হাসপাতালে রবীন্দ্র জয়ন্তী, গান-মিষ্টিমুখে খুশি করোনা আক্রান্তরা

রাজস্থানের এই এলাকায় গ্রামের দিকেও সংক্রমণ ছড়াতে শুরু করেছে ৷ সেক্ষেত্রে এই কোভিড কেয়ার সেন্টারগুলিতে গ্রামের সংক্রমিত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ পরিস্থিতি হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে, তার মোকাবিলা করার জন্য কিছু অক্সিজেন পরিষেবাযুক্ত বেডেরও ব্যবস্থা করা হয়েছে ৷

একটি কোভিড কেয়ার সেন্টার তৈরি হয়েছে বায়তু এলাকায় ৷ বারমের শহর থেকে 100 কিলোমিটারেরও বেশি দূরে ৷ এখানে রয়েছে 100 টি বেড ৷ যার মধ্যে 30 টি অক্সিজেনযুক্ত বেড ৷

অন্যটি তৈরি করা হয়েছে সম্বরে ৷ এখানে রয়েছে 23 টি সাধারণ বেড ও 2 টি অক্সিজেন পরিষেবাযুক্ত বেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.