শ্রীহরিকোটা, 17 জানুয়ারি: 24 ঘণ্টার ব্যবধানে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে কর্তব্যরত 2 সিআইএসএফ জওয়ানের রহস্যমৃত্যু (Mysterious death of CISF jawan in Sriharikota) ৷ প্রাথমিক অনুমান, তাঁরা আত্মঘাতী হয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার রাতে এক জওয়ান গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷ সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যে সোমবার রাতে সিআইএসএফ-এর এসআই পদের এক আধিকারিক নিজেকে গুলি করেন বলে খবর ৷
কেন ওই দুই সিআইএসএফ জওয়ান আত্মহত্যা করেছেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ছত্তিশগড়ের সানকারা গ্রামের বাসিন্দা চিন্তামণি 2021 সালে সিআইএসএফ-এ যোগ দেন কনস্টেবল পদে ৷ প্রশিক্ষণ শেষে তিনি শ্রীহরিকোটা ইউনিটে যোগ দেন ৷ সম্প্রতি প্রায় 1 মাসের ছুটিতে গিয়েছিলেন ৷ গত 10 জানুয়ারি ফের কাজে যোগ দিয়েছিলেন ৷ রবিবার বেলা 1টার শিফটে হাজিরও হয়েছিলেন ৷
সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে সাড়ে 7 টার সময় কন্ট্রোলরুমে ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে তথ্যও দিয়েছিলেন ৷ এর পর কিউআরটি দল পেট্রোলিংয়ের সময় রাত সাড়ে 8টায় একটি গাছে চিন্তামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন ৷ বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন: অধস্তনের ছোড়া গুলিতে নিহত হেড কনস্টেবল ! আত্মসমর্পণ অভিযুক্তের
কনস্টেবল চিন্তামণির মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে আরও এক সিআইএসএফ জওয়ান নিজেকে গুলি করেন ৷ এই ঘটনাটিও শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারেই ঘটেছে ৷ 30 বছরের সাব-ইন্সপেক্টর বিকাশ সিং সোমবার সকাল 9টা থেকে 5টার ডিউটিতে ছিলেন ৷ কন্ট্রোলরুমের ফার্স্ট গেটে তাঁর ডিউটি পড়েছিল ৷ সোমবার রাতে আচমকাই গুলি চলার শব্দে তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে যান ৷ তাঁরা দেখেন বিকাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ সিংয়ের পরিবার স্ত্রী এবং 3 সন্তান রয়েছে ৷