ETV Bharat / bharat

Death in Brahmaputra: মায়ের পারলৌকিক ক্রিয়া করতে গিয়ে অসমের ব্রহ্মপুত্রে তলিয়ে গেলেন দুই ভাই

মায়ের জন্য পিণ্ডদান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দুই ভাইয়ের ৷ কিন্তু জলের স্রোতে ভেসে গেলেন তাঁরা ৷

ETV Bharat
ব্রহ্মপুত্র নদে তলিয়ে গেলেন দুই ভাই
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 12:28 PM IST

ডিব্রুগড়, 9 নভেম্বর: মায়ের আত্মার শান্তি কামনায় ব্রহ্মপুত্রে গিয়েছিলেন দুই ভাই ৷ কিন্তু তা করতে গিয়ে নদের স্রোতে ভেসে গেলেন দুই ভাই ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি বুধবার সকালে ঘটেছে অসমের ডিব্রুগড়ে ৷

কয়েক মাস আগেই দুই ভাই তাঁদের মাকে হারিয়েছেন ৷ তাই মায়ের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে ব্রহ্মপুত্র নদে গিয়েছিলেন দু'জন ৷ তাঁরা যদি জানতেন, শিয়রে এমন দুর্ঘটনা অপেক্ষা করছে ৷ মায়ের পিণ্ডদান করতে গিয়ে নদীর জলের তোড়ে ভেসে গেলেন দুই ভাই ৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় জাতীয় উদ্ধারকারী বাহিনী এসডিআরএফ ৷ উদ্ধারকারী দল দুই ভাইয়ের সন্ধানে তল্লাশি চালায় ৷ কিন্তু দুই ভাইয়ের কোনও চিহ্নই পাওয়া যায়নি ৷

জলে নেমে অনেক সময়ই এধরনের পরিণতি হয় ৷ মহালয়ার দিন অজয় নদে পিতৃতর্পণে নেমেছিলেন এক প্রৌঢ়া ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার বাসিন্দা ওই প্রৌঢ় শিবপুরের অজয় নদে গিয়ে তর্পণ করছিলেন ৷ তাঁর সঙ্গে 6 জন বন্ধুও ছিলেন ৷ এদিকে জলে নেমেই তিনি স্রোতে তলিয়ে যান ৷ মৃত্যু হয় প্রৌঢ়ের ৷

অক্টোবর মাসের প্রথম দিনে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে বীণা নদীতে স্নান করতে নেমেছিল কয়েকজন পড়ুয়া ৷ কিন্তু জলে নেমে তাঁরা খালে তলিয়ে যান ৷ সেপ্টেম্বর মাসে পুকুরে ডুবে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায় ৷ স্কুলে ফুটবল খেলার শেষে ওই ছাত্র পুকুরে স্নান করতে নেমেছিল ৷ এই মৃত্যুকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ দেখান ওই পড়ুয়ার বাবা-মা এবং এলাকাবাসী ৷

আরও পড়ুন: তর্পণ করতে নেমে অজয় নদে ডুবে মৃত্যু প্রৌঢ়ের

ডিব্রুগড়, 9 নভেম্বর: মায়ের আত্মার শান্তি কামনায় ব্রহ্মপুত্রে গিয়েছিলেন দুই ভাই ৷ কিন্তু তা করতে গিয়ে নদের স্রোতে ভেসে গেলেন দুই ভাই ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি বুধবার সকালে ঘটেছে অসমের ডিব্রুগড়ে ৷

কয়েক মাস আগেই দুই ভাই তাঁদের মাকে হারিয়েছেন ৷ তাই মায়ের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে ব্রহ্মপুত্র নদে গিয়েছিলেন দু'জন ৷ তাঁরা যদি জানতেন, শিয়রে এমন দুর্ঘটনা অপেক্ষা করছে ৷ মায়ের পিণ্ডদান করতে গিয়ে নদীর জলের তোড়ে ভেসে গেলেন দুই ভাই ৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় জাতীয় উদ্ধারকারী বাহিনী এসডিআরএফ ৷ উদ্ধারকারী দল দুই ভাইয়ের সন্ধানে তল্লাশি চালায় ৷ কিন্তু দুই ভাইয়ের কোনও চিহ্নই পাওয়া যায়নি ৷

জলে নেমে অনেক সময়ই এধরনের পরিণতি হয় ৷ মহালয়ার দিন অজয় নদে পিতৃতর্পণে নেমেছিলেন এক প্রৌঢ়া ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার বাসিন্দা ওই প্রৌঢ় শিবপুরের অজয় নদে গিয়ে তর্পণ করছিলেন ৷ তাঁর সঙ্গে 6 জন বন্ধুও ছিলেন ৷ এদিকে জলে নেমেই তিনি স্রোতে তলিয়ে যান ৷ মৃত্যু হয় প্রৌঢ়ের ৷

অক্টোবর মাসের প্রথম দিনে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে বীণা নদীতে স্নান করতে নেমেছিল কয়েকজন পড়ুয়া ৷ কিন্তু জলে নেমে তাঁরা খালে তলিয়ে যান ৷ সেপ্টেম্বর মাসে পুকুরে ডুবে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায় ৷ স্কুলে ফুটবল খেলার শেষে ওই ছাত্র পুকুরে স্নান করতে নেমেছিল ৷ এই মৃত্যুকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ দেখান ওই পড়ুয়ার বাবা-মা এবং এলাকাবাসী ৷

আরও পড়ুন: তর্পণ করতে নেমে অজয় নদে ডুবে মৃত্যু প্রৌঢ়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.