নওশেরা, 31 অক্টোবর : উপত্যকায় ফের শহিদ হলেন দুই ভারতীয় সেনা ৷ জম্মুর রাজৌরি জেলার নাওশেরা সেক্টরে সন্ত্রাসবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে শনিবার প্রাণ গেল এক সেনা অফিসার এবং সেপাই পদাধিকারী এক ভারতীয় সেনার ৷
চিহ্নিতকরণের পর জানা যায় শহিদ দুই ভারতীয় সেনা কর্মীর মধ্যে একজন লেফটেন্যান্ট ঋষি কুমার এবং অন্যজন সেপাই মনজিৎ সিং ৷ ঘটনায় গুরুতর আহত আরও এক সেনা কর্মীর চিকিৎসা চলছে স্থানীয় সেনা হাসপাতালে ৷ শহিদ ঋষি কুমার এবং মনজিৎ সিং যথাক্রমে বিহার এবং পঞ্জাবের বাসিন্দা ছিলেন বলে ভারতীয় সেনা সূত্রে খবর ৷
নওশেরার কালাল এলাাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর শনিবার টহলদারির সময় ল্যান্ডমাইন বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনা ৷ এই নিয়ে গত তিন সপ্তাহে রাজৌরি জেলায় শহিদ হলেন 2 অফিসার-সহ 11 ভারতীয় সেনা ৷
আরও পড়ুন : 11 মাস পর দিল্লির গাজিপুর-টিকরি সীমানায় সরল ব্যারিকেড
ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড টুইটার মারফৎ শোকবার্তা জ্ঞাপন করে লিখেছে, "হোয়াইট নাইট কর্প-সহ সমগ্র ভারতীয় সেনা দুই বীর জওয়ান লেফটেন্যান্ট ঋষি কুমার এবং সেপাই মনজিৎ সিংকে সামরিক অভিবাদন জ্ঞাপন করছে তাঁদের আত্মত্যাগের জন্য ৷ একইসঙ্গে ওঁনাদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷" এর আগে গত 11 অক্টোবর রাজৌরির পুঞ্চ সেক্টেরে সন্ত্রাসদমন অভিযানে শহিদ হয়েছিলেন পাঁচজন ভারতীয় সেনা ৷