নয়াদিল্লি, 13 জানুয়ারি: নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার গায়ে প্রস্রাব (Air India Urination Case) করার ঘটনায় অভিযুক্ত শংকর মিশ্র তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন ৷ তিনি দিল্লির আদালতে দাবি করেছেন যে, তিনি কোনও অপরাধ করেননি ৷ অভিযোগকারিণী নিজেই তাঁর নিজের আসনে প্রস্রাব করেছেন বলে দাবি করেছেন তিনি (Woman urinated on her own seat)৷
প্রবীণ আইনজীবী রমেশ গুপ্তার মাধ্যমে অভিযুক্ত শংকর মিশ্র তাঁর যে বক্তব্য পেশ করেছেন তাতে বলা হয়েছে, "অভিযোগকারিণীর আসনটি ব্লক করা ছিল । তাঁর (মিশ্র) পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না । মহিলার সংযমের ক্ষেত্রে সমস্যা রয়েছে । তিনি নিজেই নিজের গায়ে প্রস্রাব করেছিলেন । তিনি একজন কথক নৃত্যশিল্পী । 80 শতাংশ কথক নৃত্যশিল্পীর এই সমস্যা রয়েছে ।"
দিল্লি পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আইনজীবী রমেশ গুপ্তা দাবি করেছেন, এই কাজ অভিযোগকারিণী নিজেই করে থাকতে পারেন । তাঁর মতে, "তিনি (মহিলা) নিজেই প্রস্রাব করেছিলেন । বসার ব্যবস্থা এমন ছিল যে, কেউ তাঁর আসনে যেতে পারত না । অভিযোগকারিণীর পিছনে বসা যাত্রী এমন কোনও অভিযোগ করেননি ৷"
আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র
এ বিষয়ে অতিরিক্ত দায়রা জজ হরজ্যোত সিং ভাল্লা তাঁর পর্যবেক্ষণে করেছেন যে, "উড়ানের সময় একপাশ থেকে অন্য দিকে যাওয়া অসম্ভব নয় । দুঃখিত, তবে আমিও ভ্রমণ করেছি । যে কোনও সারি থেকে যে কেউ আসতে পারেন এবং যে কোনও আসনে যেতে পারেন ।"