দেরাদুন (উত্তরাখণ্ড), 28 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পিষে দিল তিন বাইক আরোহীকে (Truck Accident) ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ সোমবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের (Uttarkhand) চন্দ্রমণি এলাকায় ৷ অভিযোগ, স্থানীয় প্যাটেল নগর থানার পুলিশ দুর্ঘটনার অনেক পরে সেখানে পৌঁছায় ৷ এই ঘটনার পর সেখানে গাড়ির লম্বা লাইন পড়ে যায় ৷
যদিও পুলিশের দাবি, ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্য়েই তারা সেখানে হাজির হয় ৷ শুরু করে উদ্ধার কাজ ৷ পুলিশ জানিয়েছে, ট্রাকটি রাস্তার পাশের একটি দোকানেও ঢুকে যায় ৷ ওই দোকানের মালিকও ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন ৷ প্রথমে সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ পরে একজনের মৃত্যুর খবর পাওয়া যায় (Death due to Accident) ৷
বাকিরা এখনও চিকিৎসাধীন ৷ তবে তাঁদের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্রেক ফেল হওয়ার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে ৷ তবে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ তাই এই নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ ৷
আরও পড়ুন: প্রথমপক্ষের ছেলেকে নিয়ে স্বামীকে 10 টুকরো করলেন স্ত্রী ! ফের ঘটনাস্থল দিল্লি