ETV Bharat / bharat

Tripura: পরোক্ষে ধৃত দুই মহিলা সাংবাদিককে তৃণমূলের এজেন্ট বললেন ত্রিপুরার বিজেপি মন্ত্রী - TMC

বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা থেকে সাম্প্রদায়িক হিংসা এবং অশান্তির খবর সামনে আসছিল ৷ হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন মিলে সেখানে এক ডজনের বেশি মসজিদে ভাঙচুর চালানোর পাশাপাশি মুসলিম ব্যবসায়ীদের দোকান লুঠ এবং পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ৷ সব কিছু জেনেও পুলিশ-প্রশাসন নিস্ক্রিয় বলে দাবি স্থানীয়দের ৷

Tripuras BJP Minister Sushanta Chowdhury alleges arrested women journalists were political agent
জামিন পাওয়া দুই সাংবাদিককে রাজনৈতিক দলের এজেন্ট বললেন ত্রিপুরার মন্ত্রী ।
author img

By

Published : Nov 16, 2021, 4:58 PM IST

আগরতলা, 16 নভেম্বর: সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করতে যাওয়া দুই তরুণী সাংবাদিককে এবার রাজনৈতিক দলের এজেন্ট বলে দাগিয়ে দিলেন ত্রিপুরার মন্ত্রী । সরকারের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে তুলতেই ওই দুই তরুণী ত্রিপুরায় পা রেখেছিলেন বলে অভিযোগ তাঁর ।

এডিটর্স গিল্ড-সহ গোটা দেশের সমালোচনার মুখে পড়ে ওই দুই তরুণী সাংবাদিককেই কাঠগড়ায় দাঁড় করান ত্রিপুরার সংস্কৃতি মন্ত্রী সুস্নাত চৌধুরী । তিনি বলেন, ‘‘সাংবাদিক পরিচয় দিয়ে যে দু‘জন এসেছিলেন, ওঁরা আসলে একটি রাজনৈতিক দলের এজেন্ট ৷ রাজ্যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য ছিল ওঁদের ৷ একটি সম্প্রদায়ের মানুষকে সরকারের বিরুদ্ধে তাতিয়ে তুলতে চেয়েছিলেন ৷’’

আরও পড়ুন: Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির

সুস্নাত আরও বলেন, ‘‘একটি রাজনৈতিক দল এবং একটি সংস্থা মিলে কাজ করছে ৷ সেলসম্যান এবং সাংবাদিক সাজিয়ে তারা রাজ্যে অনেককে ঢুকিয়ে দিচ্ছে ৷ চেষ্টা চলছে, সরকারের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে তুলতে ৷ মানুষকে বলব, এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না ৷’’ সুস্নাত যদিও কোনও দলের নাম উল্লেখ করেননি, তবে আগামী বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরায় পা রেখেছে তৃণমূল ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা তৃণমূলের হয়ে জনভিত্তি তৈরির কাজ করছে ৷ তাহলে কি সুস্নাতর নিশানায় তৃণমূল, খোলসা করেননি মন্ত্রী ৷

বেশ কিছু দিন ধরেই ত্রিপুরা থেকে সাম্প্রদায়িক হিংসা এবং অশান্তির খবর সামনে আসছিল ৷ হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন মিলে সেখানে এক ডজনের বেশি মসজিদে ভাঙচুর চালানোর পাশাপাশি মুসলিম ব্যবসায়ীদের দোকান লুঠ এবং পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ৷ সব কিছু জেনেও পুলিশ-প্রশাসন নিস্ক্রিয় বলে দাবি স্থানীয়দের ৷

আরও পড়ুন: Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

এমন পরিস্থিতিতে ত্রিপুরায় খবর করতে গিয়েছিলেন সমৃদ্ধি সাকুনিয়া এবং স্বর্ণা ঝা নামের দুই তরুণী সাংবাদিক ৷ কিন্তু সেখানে রাতের বেলা তাঁদের হোটেলের ঘরে চড়াও হয়ে পুলিশ হুমকি দেয় এবং ভয় দেখায় বল অভিযোগ করেন দু’জনেই ৷ এমনকি এফআইআর দায়ের হওয়ার আগেই তাঁদের হোটেলের ঘরে আটকে রাখা হয়, তারপর অসম সীমানায় আটক করে ফের ত্রিপুরায় এনে গ্রেফতার করা হয় বলে অভিযোগ ৷

বিষয়টি সামনে আসতেই ত্রিপুরা সরকারের সমালোচনায় সরব হন সব মহলের মানুষ ৷ এডিটর্স গিল্ড-এর তরফেও ঘটনার তীব্র নিন্দা করা হয় ৷ তার পর সোমবার ওই দুই তরুণীর জামিন মঞ্জুর করে আগরতলা পুলিশ ৷ কিন্তু তাঁদের এবার একটি দলের এজেন্ট বলে উল্লেখ করলেন সুস্নাত ৷

আগরতলা, 16 নভেম্বর: সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করতে যাওয়া দুই তরুণী সাংবাদিককে এবার রাজনৈতিক দলের এজেন্ট বলে দাগিয়ে দিলেন ত্রিপুরার মন্ত্রী । সরকারের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে তুলতেই ওই দুই তরুণী ত্রিপুরায় পা রেখেছিলেন বলে অভিযোগ তাঁর ।

এডিটর্স গিল্ড-সহ গোটা দেশের সমালোচনার মুখে পড়ে ওই দুই তরুণী সাংবাদিককেই কাঠগড়ায় দাঁড় করান ত্রিপুরার সংস্কৃতি মন্ত্রী সুস্নাত চৌধুরী । তিনি বলেন, ‘‘সাংবাদিক পরিচয় দিয়ে যে দু‘জন এসেছিলেন, ওঁরা আসলে একটি রাজনৈতিক দলের এজেন্ট ৷ রাজ্যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য ছিল ওঁদের ৷ একটি সম্প্রদায়ের মানুষকে সরকারের বিরুদ্ধে তাতিয়ে তুলতে চেয়েছিলেন ৷’’

আরও পড়ুন: Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির

সুস্নাত আরও বলেন, ‘‘একটি রাজনৈতিক দল এবং একটি সংস্থা মিলে কাজ করছে ৷ সেলসম্যান এবং সাংবাদিক সাজিয়ে তারা রাজ্যে অনেককে ঢুকিয়ে দিচ্ছে ৷ চেষ্টা চলছে, সরকারের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে তুলতে ৷ মানুষকে বলব, এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না ৷’’ সুস্নাত যদিও কোনও দলের নাম উল্লেখ করেননি, তবে আগামী বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরায় পা রেখেছে তৃণমূল ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা তৃণমূলের হয়ে জনভিত্তি তৈরির কাজ করছে ৷ তাহলে কি সুস্নাতর নিশানায় তৃণমূল, খোলসা করেননি মন্ত্রী ৷

বেশ কিছু দিন ধরেই ত্রিপুরা থেকে সাম্প্রদায়িক হিংসা এবং অশান্তির খবর সামনে আসছিল ৷ হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন মিলে সেখানে এক ডজনের বেশি মসজিদে ভাঙচুর চালানোর পাশাপাশি মুসলিম ব্যবসায়ীদের দোকান লুঠ এবং পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ৷ সব কিছু জেনেও পুলিশ-প্রশাসন নিস্ক্রিয় বলে দাবি স্থানীয়দের ৷

আরও পড়ুন: Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

এমন পরিস্থিতিতে ত্রিপুরায় খবর করতে গিয়েছিলেন সমৃদ্ধি সাকুনিয়া এবং স্বর্ণা ঝা নামের দুই তরুণী সাংবাদিক ৷ কিন্তু সেখানে রাতের বেলা তাঁদের হোটেলের ঘরে চড়াও হয়ে পুলিশ হুমকি দেয় এবং ভয় দেখায় বল অভিযোগ করেন দু’জনেই ৷ এমনকি এফআইআর দায়ের হওয়ার আগেই তাঁদের হোটেলের ঘরে আটকে রাখা হয়, তারপর অসম সীমানায় আটক করে ফের ত্রিপুরায় এনে গ্রেফতার করা হয় বলে অভিযোগ ৷

বিষয়টি সামনে আসতেই ত্রিপুরা সরকারের সমালোচনায় সরব হন সব মহলের মানুষ ৷ এডিটর্স গিল্ড-এর তরফেও ঘটনার তীব্র নিন্দা করা হয় ৷ তার পর সোমবার ওই দুই তরুণীর জামিন মঞ্জুর করে আগরতলা পুলিশ ৷ কিন্তু তাঁদের এবার একটি দলের এজেন্ট বলে উল্লেখ করলেন সুস্নাত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.