নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: গত 75 বছর ধরে দেশের গণতন্ত্রের হৃদস্পন্দনের সাক্ষী পুরনো সংসদ ভবন ৷ শেষ অধিবেশনে একটি যুগের সমাপ্তি অধ্যায়ে দেশের সংসদের 75 বছরের ইতিহাস তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সোমবার পুরনো সংসদ ভবনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, "ভারতীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল সেই সময় থেকে যখন নেহরু বলেছিলেন – অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট ৷ তার বহু বছর পরে যখন অটল বিহারী বাজপেয়ি বলেছিলেন সরকার আসবে ও যাবে, দলগুলি তৈরি হবে ও ধ্বংস হবে, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর থেকে বোঝা যায় কীভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাস প্রতিটি ভারতীয়ের আখ্যানে বোনা হয়েছে । ভারতীয় রাজনীতির দুই অদম্য ব্যক্তির দ্বারা উচ্চারিত এই কথাগুলি এই গৌরবময় অধ্যায়ের সমাপ্তিতে সকলকে আমাদের গণতন্ত্রের চেতনার স্থায়িত্বের কথা মনে করিয়ে দেয় ।"
মোদি আরও বলেন, "সংসদে একটি হামলা হয়েছিল এবং আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের এবং আমাদের গণতন্ত্রকে বাঁচাতে বুকে গুলি খেয়েছিলেন ।" মোদির কথায়, এই অচেনা নায়ক, যাঁরা তাঁদের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাঁরা গণতন্ত্রের আদর্শ রক্ষায় অগণিত ব্যক্তির অটল অঙ্গীকারের প্রতীক । এই দেশের উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷
তিনি বলেন, "একটি ছোট কাগজ নিয়ে আসা ব্যক্তি থেকে চা প্রস্তুতকারক এবং পরিবেশের যত্ন নেওয়া বাগানের মালিক সবার প্রতি জানাই কৃতজ্ঞতা ।" তাঁর মতে, জাতির বৃদ্ধি একটি সম্মিলিত প্রচেষ্টা, প্রতিটি ব্যক্তি তার বিকাশে অনন্য ভূমিকা পালন করে ।
সংসদ এ দেশের মানুষের অভিব্যক্তি হয়ে উঠেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী । তাঁর মতে, বছরের পর বছর ধরে এটি জাতির আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বিকশিত হয়েছে ৷ সংসদ এমন একটি জায়গা যেখানে ভারতের সমস্ত কোণ থেকে কণ্ঠস্বর প্রতিনিধিত্ব পেয়েছিল ৷
মোদির মতে, সবচেয়ে বড় প্রাপ্তি হল মানুষ এ দেশের গণতন্ত্রে বিশ্বাস করতে শুরু করেছে । ভারতের গণতন্ত্র শুধু টিকে রয়েছে এমন নয়, এটি বিশ্বব্যাপী সমৃদ্ধ, অনুপ্রেরণাদায়ক দেশ ৷ মোদির কথায়, "এই সংসদ বিশ্বকে সঠিক করেছে এবং গত 75 বছর ধরে তার গণতন্ত্র অব্যাহত রেখেছে । সংসদ করোনা পর্বের সাক্ষী হয়েছে, কিন্তু সে জন্য দেশের জন্য কাজ বন্ধ হয়নি ।" এমনকি বিশ্বব্যাপী অতিমারির মুখেও সংসদ সদস্যরা বিধিনিষেধ মেনে এবং জাতির সেবা চালিয়ে যাওয়ার মাধ্যমে তাঁদের প্রতিশ্রুতি প্রদর্শন করেছিলেন ।
আরও পড়ুন: পুরনো সংসদ ভবনকে বিদায় জানানোর সময়ও মোদির মুখে কংগ্রেসের সমালোচনা
জাতির সেবায় জীবন উৎসর্গকারী অকুতোভয় ব্যক্তিদের এ দিন শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী । বলেন,
"ইন্দ্রজিৎ গুপ্ত 43 বছর ধরে সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, আর চন্দ্রমণি মুর্মু মাত্র 25 বছর বয়সে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হয়েছিলেন । প্রায় 7,500 জন সদস্য সংসদের উভয় কক্ষে অবদান রেখেছেন ৷ যখন আমি প্রথম সংসদ সদস্য হই, তখন আমি এই সংসদের সিঁড়িতে আমার মাথা ছুঁইয়েছিলাম ।"
প্রধানমন্ত্রীর মতে, আজকের দিনটি একটি সংবেদনশীল মুহূর্ত ৷ তিনি বলেন যে, তাঁর কণ্ঠ আজ আবেগে কাঁপছে । মোদির কথায়, বিশ্ব ভারতকে বন্ধু হিসাবে নিচ্ছে ৷ ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং মূল্যবোধ দেশকে বিশ্ব মঞ্চে একটি বিশেষ স্থান অর্জন করতে সহায়তা করেছে ।
জি20-র বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভারত যখন শীর্ষ সম্মেলনের আয়োজন করে, তখন আফ্রিকান দেশগুলি যোগ দিয়েছে ৷ এটা কেউ কখনও ভুলতে পারবে না । হয়তো এই কথা বলতে বলতে আমার কান্না আসবে । জি20-এর সাফল্য এই দেশের 140 কোটি মানুষের সাফল্য ।"