ETV Bharat / bharat

Covaxin Trials : ছোটদের উপর আজ কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু দিল্লি এইমস-এ

এদেশে যে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই কোভ্যাক্সিন, কোভিশিল্ড ও স্পুটনিক ভি শিশুদের প্রয়োগ করা যায় কি-না সেই বিষয়েও কোনও ধারণা নেই বিশেষজ্ঞ চিকিৎসকদের ৷ এই অবস্থায় আজ দিল্লি এইমস-এ ছোটদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে ৷

trials-of-covaxin-on-children-begin-at-delhi-aiims
trials-of-covaxin-on-children-begin-at-delhi-aiims
author img

By

Published : Jun 7, 2021, 9:33 AM IST

নয়া দিল্লি, 7 জুন : দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ছোটদের উপর কোভ্যাক্সিনের (Covaxin) ট্রায়াল শুরু হচ্ছে আজ ৷ একদিন আগেই ছোটদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে পটনায় ৷ এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন 2 থেকে 18 বছর বয়সিদের জন্য কতখানি উপযুক্ত তা খতিয়ে দেখতেই এই ট্রায়াল ৷

ইতিমধ্যে বিশেষজ্ঞরা জানিয়েছে, মহামারির তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে যদি সর্বস্তরে টিকাকরণ না হয় ৷ তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা করা হচ্ছে শিশুদের নিয়ে ৷ যদিও এখনও অবধি ভারতে 18 অনূর্ধ্বদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি ৷ এদেশে যে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই কোভ্যাক্সিন, কোভিশিল্ড ও স্পুটনিক ভি শিশুদের প্রয়োগ করা যায় কি-না সেই বিষয়েও কোনও ধারণা নেই বিশেষজ্ঞ চিকিৎসকদের ৷ এই অবস্থায় আজ দিল্লি এইমস-এ ছোটদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে ৷

আরও পড়ুন: হায়দরাবাদে মেগা ভ্যাকসিন ডে’র আয়োজন, একদিনে 40 হাজার টিকাকরণের টার্গেট

এনআইটিআই (NITI) আয়োগ সদস্য ড. ভিকে পাল বলেন, দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলবে 2 থেকে 18 বছর বয়সিদের উপর ৷ গত 13 মে এই বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

নয়া দিল্লি, 7 জুন : দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ছোটদের উপর কোভ্যাক্সিনের (Covaxin) ট্রায়াল শুরু হচ্ছে আজ ৷ একদিন আগেই ছোটদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে পটনায় ৷ এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন 2 থেকে 18 বছর বয়সিদের জন্য কতখানি উপযুক্ত তা খতিয়ে দেখতেই এই ট্রায়াল ৷

ইতিমধ্যে বিশেষজ্ঞরা জানিয়েছে, মহামারির তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে যদি সর্বস্তরে টিকাকরণ না হয় ৷ তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা করা হচ্ছে শিশুদের নিয়ে ৷ যদিও এখনও অবধি ভারতে 18 অনূর্ধ্বদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি ৷ এদেশে যে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই কোভ্যাক্সিন, কোভিশিল্ড ও স্পুটনিক ভি শিশুদের প্রয়োগ করা যায় কি-না সেই বিষয়েও কোনও ধারণা নেই বিশেষজ্ঞ চিকিৎসকদের ৷ এই অবস্থায় আজ দিল্লি এইমস-এ ছোটদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে ৷

আরও পড়ুন: হায়দরাবাদে মেগা ভ্যাকসিন ডে’র আয়োজন, একদিনে 40 হাজার টিকাকরণের টার্গেট

এনআইটিআই (NITI) আয়োগ সদস্য ড. ভিকে পাল বলেন, দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলবে 2 থেকে 18 বছর বয়সিদের উপর ৷ গত 13 মে এই বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.