চামোলি, 19 অক্টোবর: রুদ্রনাথে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল এক বাঙালির । খারাপ আবহাওয়ার কারণে রুদ্রনাথ (Rudranath) থেকে ট্রেকিং করতে যাওয়া একটি দল লালমাটির কাছে আটকে পড়ে (Trekking team stuck in Lal Mati area) । এই দলে উখিমঠ অঞ্চলের রান্সি গ্রামের চারজন পোর্টার এবং তিনজন বাঙালি ট্রেকার ছিলেন । প্রবল ঠান্ডায় এক ট্রেকারের মৃত্যু হয় । বাকি দুই ট্রেকারের অবস্থাও আশঙ্কাজনক ।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁরা জেলা বিপর্যয় মোকাবিলার পাশাপাশি কেদারনাথ বন্যপ্রাণী বিভাগের আধিকারিকদেরও বিষয়টি জানান । মহকুমা বন আধিকারিক ইন্দর সিং নেগি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে । ডিডিআরএফ এবং এনডিআরএফ-এর একটি 6 সদস্যের দল 4 জন পোর্টারকে নিয়ে উদ্ধারের জন্য রওনা হয়েছিল । কিন্তু খারাপ আবহাওয়া ও প্রবল তুষারপাতের কারণে ট্রেকারের মরদেহ এতদূর আনা সম্ভব হয়নি ।
আরও পড়ুন: কেদারনাথের ফাটায় পুণ্যার্থীদের হেলিকপ্টার ভেঙে মৃত কমপক্ষে 7
অন্যদিকে, 2 অক্টোবর বাংলা থেকে 10-সদস্যের একটি দল রান্সি-মহাপন্থ-কেদারনাথ ট্রেকিংয়ে গিয়েছিল । দলের 8 সদস্য নিরাপদে কেদারনাথে ফিরে আসেন । কিন্তু দুই সদস্য তুষারপাতের মধ্যে আটকে পড়েন । এই ট্রেকারদের মধ্যে একজন ঠান্ডাজনিত কারণে মারা গিয়েছেন । একজনকে উদ্ধার করা হয়েছে । ওই দুই ট্রেকার কেদারনাথ থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আটকে পড়েছিলেন ।