ETV Bharat / bharat

কেন্দ্রীয় আশ্বাসে উঠে গেল ট্রাকচালকদের ধর্মঘট, আজ থেকেই কাজে ফেরার আবেদন - Hit and run

Transport Association Protest: ভারতীয় ন্যায় সংহিতায় বেপরোয়া গতিতে ট্রাক চালালে 10 বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়া হয়েছে ৷ এর প্রতিবাদে দেশজুড়ে বনধ ডেকেছে পরিবহণ সংগঠন ৷ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করে সংগঠন ৷ সেই বৈঠক সফল হয়েছে বলে জানা গিয়েছে।

ETV Bharat
ট্রাকচালকদের ধর্মঘট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 7:00 AM IST

Updated : Jan 3, 2024, 8:02 AM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: ট্রাকচালকদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিল দেশের মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ৷ ভারতীয় ন্যায় সংহিতার 106/2 নম্বর ধারার বিরুদ্ধ ট্রাকচালকরা দেশজুড়ে প্রতিবাদে নেমেছে ৷ এর মধ্যে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ৷ বৈঠকের পরপরই এই সংগঠনের পক্ষ থেকে বুধবার ট্রাকচালকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয় ৷ সরকারি সূত্রের খবর, দু'পক্ষের মধ্যে এই বৈঠক সফল হয়েছে ৷ পাশাপাশি পরিবহণ সংগঠনকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বিতর্কিত আইনটি এখনই কার্যকর করা হচ্ছে না ৷

  • #WATCH | Union Home Secretary Ajay Bhalla says, " We had a discussion with All India Motor Transport Congress representatives, govt want to say that the new rule has not been implemented yet, we all want to say that before implementing Bharatiya Nyaya Sanhita 106/2, we will have… pic.twitter.com/14QXaVUg7t

    — ANI (@ANI) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, "অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে ৷ সরকার জানিয়েছে, নতুন নিয়ম এখনই বলবৎ হয়নি ৷ ভারতীয় ন্যায় সংহিতার 106/2 আইন কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে ৷ তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" সরকারি সূত্রের খবর, আইনের 106(2) ধারা নিয়ে কোনও রকম সংশয় থাকলে কেন্দ্রীয় সরকার তা খোলা মনে পর্যালোচনা করে দেখবে ৷

ভারতীয় দণ্ডবিধির বা আইপিসি-র বদলে ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারা আনা হয়েছে ৷ এই আইন অনুযায়ী, ট্রাকচালক বেপরোয়া গতিতে গাড়ি চালালে তাঁর 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ এর প্রতিবাদে পরিবহণ সংগঠনটি দেশজুড়ে 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত বনধের ডাক দিয়েছে ৷ আর এর ফলে আমজনতার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ বিশেষত পেট্রল পাম্পগুলিতে জ্বালানি সংগ্রহ করতে দীর্ঘ লাইন দেখা গিয়েছে ৷ তবে এবার পরিস্থিতি মিমাংসার দিকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

  1. 'অন্যায় করেছে, পাপ করেছে মোদি সরকার'; নয়া ট্রাক আইন নিয়ে চালকদের পাশে ফিরহাদ
  2. 'কালা আইন' প্রত্যাহার না করলে টানা ধর্মঘটের হুমকি ট্রাক মালিক সংগঠনের
  3. পুলিশের তোলাবাজির অভিযোগ, মালদায় একজোট হয়ে আন্দোলনে ট্রাক মালিকরা

নয়াদিল্লি, 3 জানুয়ারি: ট্রাকচালকদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিল দেশের মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ৷ ভারতীয় ন্যায় সংহিতার 106/2 নম্বর ধারার বিরুদ্ধ ট্রাকচালকরা দেশজুড়ে প্রতিবাদে নেমেছে ৷ এর মধ্যে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ৷ বৈঠকের পরপরই এই সংগঠনের পক্ষ থেকে বুধবার ট্রাকচালকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয় ৷ সরকারি সূত্রের খবর, দু'পক্ষের মধ্যে এই বৈঠক সফল হয়েছে ৷ পাশাপাশি পরিবহণ সংগঠনকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বিতর্কিত আইনটি এখনই কার্যকর করা হচ্ছে না ৷

  • #WATCH | Union Home Secretary Ajay Bhalla says, " We had a discussion with All India Motor Transport Congress representatives, govt want to say that the new rule has not been implemented yet, we all want to say that before implementing Bharatiya Nyaya Sanhita 106/2, we will have… pic.twitter.com/14QXaVUg7t

    — ANI (@ANI) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, "অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে ৷ সরকার জানিয়েছে, নতুন নিয়ম এখনই বলবৎ হয়নি ৷ ভারতীয় ন্যায় সংহিতার 106/2 আইন কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে ৷ তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" সরকারি সূত্রের খবর, আইনের 106(2) ধারা নিয়ে কোনও রকম সংশয় থাকলে কেন্দ্রীয় সরকার তা খোলা মনে পর্যালোচনা করে দেখবে ৷

ভারতীয় দণ্ডবিধির বা আইপিসি-র বদলে ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারা আনা হয়েছে ৷ এই আইন অনুযায়ী, ট্রাকচালক বেপরোয়া গতিতে গাড়ি চালালে তাঁর 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ এর প্রতিবাদে পরিবহণ সংগঠনটি দেশজুড়ে 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত বনধের ডাক দিয়েছে ৷ আর এর ফলে আমজনতার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ বিশেষত পেট্রল পাম্পগুলিতে জ্বালানি সংগ্রহ করতে দীর্ঘ লাইন দেখা গিয়েছে ৷ তবে এবার পরিস্থিতি মিমাংসার দিকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

  1. 'অন্যায় করেছে, পাপ করেছে মোদি সরকার'; নয়া ট্রাক আইন নিয়ে চালকদের পাশে ফিরহাদ
  2. 'কালা আইন' প্রত্যাহার না করলে টানা ধর্মঘটের হুমকি ট্রাক মালিক সংগঠনের
  3. পুলিশের তোলাবাজির অভিযোগ, মালদায় একজোট হয়ে আন্দোলনে ট্রাক মালিকরা
Last Updated : Jan 3, 2024, 8:02 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.