ETV Bharat / bharat

মাসের প্রথম দিকেই বাতিল থাকছে দক্ষিণ-পূর্ব রেলের একগুচ্ছ ট্রেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 11:01 PM IST

Train Cancelation: ডিসেম্বর মাসের শুরুতেই বাতিল করা হল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন । সেন্ট্রাল রেলওয়েতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ চলার কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷

Ser cancels many trains
মাসের প্রথম দিকেই বাতিল থাকছে দক্ষিণ পূর্ব রেলের একগুচ্ছ ট্রেন

কলকাতা, 5 ডিসেম্বর: মাসের শুরুতেই বাতিল করা হল একগুচ্ছ ট্রেন । মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে । সাউথ সেন্ট্রাল রেলওয়েতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ চলেছে । তাই দক্ষিণ পূর্ব রেলের এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এই মাসে ৷ তাই নতুন কোনও বেড়ানোর পরিকল্পনা থাকলে আগে একবার চোখ বুলিয়ে নিন ট্রেনের তালিকায় ৷

বাতিল হওয়া ট্রেনের তালিকা:

22877 হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস আগামী 9 ও 16 ডিসেম্বর বাতিল থাকবে।

22878 এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস আগামী 11 এবং 18 ডিসেম্বর বাতিল থাকবে।

22842 তাম্বারাম-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 13 এবং 20 বাতিল থাকবে।

22841 সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস আগামী 11 এবং 18 ডিসেম্বর বাতিল থাকবে।

22817 হাওড়া-মৈসুরু এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর থাকবে

22818 মাইসুরু-হাওড়া এক্সপ্রেস আগামী 17 ডিসেম্বর বাতিল থাকবে।

22807 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর বাতিল থাকবে।

22808 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 17 ডিসেম্বর বাতিল থাকবে।

18111 টাটানগর-যশোবন্তপুর এক্সপ্রেস আগামী 7 ও 14 ডিসেম্বর বাতিল থাকবে।

18112 যশবন্তপুর-টাটানগর এক্সপ্রেস আগামী 10 ও 17 ডিসেম্বর বাতিল থাকবে।

22849 আগামী শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস আগামী 13 ডিসেম্বর বাতিল থাকবে।

22850 সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর বাতিল থাকবে ৷

ট্রেন ডাইভারশন:(কিছু ট্রেনের রাস্তা বদল করা হয়েছে)


18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস 16 ও 17 ডিসেম্বর সেকেন্দ্রাবাদ-পাগিদিপল্লি-গুন্টুর-বিজয়ওয়াড়া হয়ে হায়দরাবাদ পৌঁছবে।

18046 হায়দ্রাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস 17 ও 18 ডিসেম্বর সেকেন্দ্রাবাদ-পাগিদিপল্লি-গুন্টুর-বিজয়ওয়াড়া হয়ে গন্তব্যে পৌঁছবে ।

সময় বদল:

অন্যদিকে 20822 সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস আগে বাতিল করা হলেও ট্রেনটি 9 ডিসেম্বর নির্ধারিত সময় পরিষেবা দেবে ।

20821 পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস এই ট্রেনটি আগে বাতিল করা হলেও ট্রেনটি পূর্ব নির্ধারিত দিনে অর্থাৎ 11 ডিসেম্বর পরিষেবা দেবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. ডিসেম্বরে শুরুতেই বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন
  2. অন্ধ্র উপকূলে ল্যান্ডফল মিগজাউমের! বাপাতলায় তাণ্ডব শুরু প্রবল ঘূর্ণিঝড়ের
  3. হাওড়া-বর্ধমান বিভাগে একাধিক ট্রেন বাতিল পূর্ব রেলের, দেখুন তালিকা

কলকাতা, 5 ডিসেম্বর: মাসের শুরুতেই বাতিল করা হল একগুচ্ছ ট্রেন । মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে । সাউথ সেন্ট্রাল রেলওয়েতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ চলেছে । তাই দক্ষিণ পূর্ব রেলের এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এই মাসে ৷ তাই নতুন কোনও বেড়ানোর পরিকল্পনা থাকলে আগে একবার চোখ বুলিয়ে নিন ট্রেনের তালিকায় ৷

বাতিল হওয়া ট্রেনের তালিকা:

22877 হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস আগামী 9 ও 16 ডিসেম্বর বাতিল থাকবে।

22878 এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস আগামী 11 এবং 18 ডিসেম্বর বাতিল থাকবে।

22842 তাম্বারাম-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 13 এবং 20 বাতিল থাকবে।

22841 সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস আগামী 11 এবং 18 ডিসেম্বর বাতিল থাকবে।

22817 হাওড়া-মৈসুরু এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর থাকবে

22818 মাইসুরু-হাওড়া এক্সপ্রেস আগামী 17 ডিসেম্বর বাতিল থাকবে।

22807 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর বাতিল থাকবে।

22808 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 17 ডিসেম্বর বাতিল থাকবে।

18111 টাটানগর-যশোবন্তপুর এক্সপ্রেস আগামী 7 ও 14 ডিসেম্বর বাতিল থাকবে।

18112 যশবন্তপুর-টাটানগর এক্সপ্রেস আগামী 10 ও 17 ডিসেম্বর বাতিল থাকবে।

22849 আগামী শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস আগামী 13 ডিসেম্বর বাতিল থাকবে।

22850 সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর বাতিল থাকবে ৷

ট্রেন ডাইভারশন:(কিছু ট্রেনের রাস্তা বদল করা হয়েছে)


18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস 16 ও 17 ডিসেম্বর সেকেন্দ্রাবাদ-পাগিদিপল্লি-গুন্টুর-বিজয়ওয়াড়া হয়ে হায়দরাবাদ পৌঁছবে।

18046 হায়দ্রাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস 17 ও 18 ডিসেম্বর সেকেন্দ্রাবাদ-পাগিদিপল্লি-গুন্টুর-বিজয়ওয়াড়া হয়ে গন্তব্যে পৌঁছবে ।

সময় বদল:

অন্যদিকে 20822 সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস আগে বাতিল করা হলেও ট্রেনটি 9 ডিসেম্বর নির্ধারিত সময় পরিষেবা দেবে ।

20821 পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস এই ট্রেনটি আগে বাতিল করা হলেও ট্রেনটি পূর্ব নির্ধারিত দিনে অর্থাৎ 11 ডিসেম্বর পরিষেবা দেবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. ডিসেম্বরে শুরুতেই বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন
  2. অন্ধ্র উপকূলে ল্যান্ডফল মিগজাউমের! বাপাতলায় তাণ্ডব শুরু প্রবল ঘূর্ণিঝড়ের
  3. হাওড়া-বর্ধমান বিভাগে একাধিক ট্রেন বাতিল পূর্ব রেলের, দেখুন তালিকা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.