ETV Bharat / bharat

রাজ্যে এক, দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত 20 জন - new COVID strain

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 20 হাজার 550 জন । গত 24 ঘণ্টায় 286 কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । নতুন স্ট্রেনে আক্রান্ত উত্তরপ্রদেশের 2 বছরের শিশুও ।

দেশে নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা 20
দেশে নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা 20
author img

By

Published : Dec 30, 2020, 10:58 AM IST

Updated : Dec 30, 2020, 12:36 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর : ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেন । তার মধ্যে গত 24 ঘণ্টায় 14 জনের শরীরে নতুন স্ট্রেনের হদিস মেলে । আক্রান্তদের মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীর একজন রয়েছেন । বাকি আক্রান্তদের মধ্যে 9 জন দিল্লির, পুনের 1 জন, বেঙ্গালুরুতে 7 জন, হায়দরাবাদের 2 জন । আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একথা জানিয়েছে ।

নতুন স্ট্রেনের হদিস মিলেছে উত্তরপ্রদেশের 2 বছরের এক শিশুর শরীরেও । ওই শিশুর বাবা-মাও কোরোনায় আক্রান্ত । কিন্তু তারা নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তার রিপোর্ট এখনও আসেনি । সম্প্রতি ওই পরিবার ব্রিটেন থেকে উত্তরপ্রদেশের মেরঠে আসে । স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই শিশুর পরিবারের 4 জনের কোরোনা পরীক্ষা করা হয় । তাঁদের প্রত্যেকের শরীরেই ভাইরাসের হদিস মিলেছে । তবে তা নতুন স্ট্রেন কি না তার পরীক্ষার জন্য নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন

কোরোনার নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার । ভারত ব্রিটেনের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আগামী বছরের 7 জানুয়ারী পর্যন্ত । তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী । তিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন, "আমি এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি হতে পারে বলে মনে করছি। আমার মনে হয় না যে এই মেয়াদ বৃদ্ধি দীর্ঘ সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য হবে। এটা খুবই স্বল্প সময়ের জন্য বাড়তে পারে।"

আরও পড়ুন : 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ

জানা গেছে, কোরোনার নতুন স্ট্রেন কেবল ব্রিটেনে সংক্রমিত হয়নি । সংক্রমিত হয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইট্যালি, সুইডেনেও । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের মধ্যে 5 শতাংশের শরীরে এই নতুন স্ট্রেনের হদিস মিলছে ।

দিল্লি, 30 ডিসেম্বর : ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেন । তার মধ্যে গত 24 ঘণ্টায় 14 জনের শরীরে নতুন স্ট্রেনের হদিস মেলে । আক্রান্তদের মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীর একজন রয়েছেন । বাকি আক্রান্তদের মধ্যে 9 জন দিল্লির, পুনের 1 জন, বেঙ্গালুরুতে 7 জন, হায়দরাবাদের 2 জন । আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একথা জানিয়েছে ।

নতুন স্ট্রেনের হদিস মিলেছে উত্তরপ্রদেশের 2 বছরের এক শিশুর শরীরেও । ওই শিশুর বাবা-মাও কোরোনায় আক্রান্ত । কিন্তু তারা নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তার রিপোর্ট এখনও আসেনি । সম্প্রতি ওই পরিবার ব্রিটেন থেকে উত্তরপ্রদেশের মেরঠে আসে । স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই শিশুর পরিবারের 4 জনের কোরোনা পরীক্ষা করা হয় । তাঁদের প্রত্যেকের শরীরেই ভাইরাসের হদিস মিলেছে । তবে তা নতুন স্ট্রেন কি না তার পরীক্ষার জন্য নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন

কোরোনার নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার । ভারত ব্রিটেনের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আগামী বছরের 7 জানুয়ারী পর্যন্ত । তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী । তিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন, "আমি এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি হতে পারে বলে মনে করছি। আমার মনে হয় না যে এই মেয়াদ বৃদ্ধি দীর্ঘ সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য হবে। এটা খুবই স্বল্প সময়ের জন্য বাড়তে পারে।"

আরও পড়ুন : 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ

জানা গেছে, কোরোনার নতুন স্ট্রেন কেবল ব্রিটেনে সংক্রমিত হয়নি । সংক্রমিত হয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইট্যালি, সুইডেনেও । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের মধ্যে 5 শতাংশের শরীরে এই নতুন স্ট্রেনের হদিস মিলছে ।

Last Updated : Dec 30, 2020, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.