ETV Bharat / bharat

Toppers on Helicopter Ride: 'পড়ালেখা করে যে হেলিকপ্টারে চড়ে সে'! পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের আকাশ পথে ভ্রমণের ব্যবস্থা

দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের হেলিকপ্টারে চড়াল ছত্তিশগড় সরকার (Chhattisgarh govt) ৷ আর এই ভ্রমণে স্বভাবতই উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা (Toppers on Helicopter Ride) ৷

Toppers of class 12 and class 10 taken on helicopter ride by Chhattisgarh govt
Toppers of class 12 and class 10 taken on helicopter ride by Chhattisgarh govt
author img

By

Published : Oct 8, 2022, 1:42 PM IST

রায়পুর(ছত্তিশগড়), 8 অক্টোবর: পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে ! সেই ছবি আরও একবার ধরা পড়ল ছত্তিশগড়ে ৷ 2022 সালের মে মাসে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel) প্রতিশ্রুতি দিয়েছিলেন দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের হেলিকপ্টারে করে ভ্রমণ করাবেন তিনি ৷ সেই কথা তিনি রাখলেন ৷

এদিন দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের রাজ্য সরকার একটি হেলিকপ্টারে করে ভ্রমণে নিয়ে গিয়েছিল (Toppers of class 12 and class 10 taken on helicopter ride) ৷ শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ভূপেশ বাঘেল এই হেলিকপ্টারে করে ভ্রমণের আয়োজনের কথা বলেন ৷ সেই প্রতিশ্রুতিই এদিন তিনি পূরণ করা হয়েছে । এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রেমসাই সিং টেকম (Premsai Singh Tekam) ।

আরও পড়ুন: বায়ুসেনায় এবার মহিলা অগ্নিবীরদের নিয়োগ, আগামী বছর থেকে শুরু প্রক্রিয়া

হেলিকপ্টারে ভ্রমণ করার পর ছাত্র-ছাত্রীরা বলে, "আমদের খুব ভাল লাগছে ৷ এই প্রথম আমরা হেলিকপ্টারে চড়লাম । এটি দেখে অন্যান্য পড়ুয়ারাও তাদের পড়াশোনায় ভালো করে করতে উৎসাহিত হবে যাতে তারাও হেলিকপ্টারে চড়তে পারে ৷ আমাদের অভিভাবকরাও খুব খুশি ৷"

রায়পুর(ছত্তিশগড়), 8 অক্টোবর: পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে ! সেই ছবি আরও একবার ধরা পড়ল ছত্তিশগড়ে ৷ 2022 সালের মে মাসে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel) প্রতিশ্রুতি দিয়েছিলেন দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের হেলিকপ্টারে করে ভ্রমণ করাবেন তিনি ৷ সেই কথা তিনি রাখলেন ৷

এদিন দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের রাজ্য সরকার একটি হেলিকপ্টারে করে ভ্রমণে নিয়ে গিয়েছিল (Toppers of class 12 and class 10 taken on helicopter ride) ৷ শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ভূপেশ বাঘেল এই হেলিকপ্টারে করে ভ্রমণের আয়োজনের কথা বলেন ৷ সেই প্রতিশ্রুতিই এদিন তিনি পূরণ করা হয়েছে । এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রেমসাই সিং টেকম (Premsai Singh Tekam) ।

আরও পড়ুন: বায়ুসেনায় এবার মহিলা অগ্নিবীরদের নিয়োগ, আগামী বছর থেকে শুরু প্রক্রিয়া

হেলিকপ্টারে ভ্রমণ করার পর ছাত্র-ছাত্রীরা বলে, "আমদের খুব ভাল লাগছে ৷ এই প্রথম আমরা হেলিকপ্টারে চড়লাম । এটি দেখে অন্যান্য পড়ুয়ারাও তাদের পড়াশোনায় ভালো করে করতে উৎসাহিত হবে যাতে তারাও হেলিকপ্টারে চড়তে পারে ৷ আমাদের অভিভাবকরাও খুব খুশি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.