ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - Top news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর
author img

By

Published : May 26, 2021, 5:03 PM IST

1. পরিচিত দিঘাকে আজ চেনা দায় !

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা ৷ কোথায় বিচ, আর কোথায় বা সমুদ্র বোঝা দায় ৷ জলে ভেসে সব একাকার ৷ রাস্তার উপর হুড়হুড় করে বইছে সমুদ্রের জল ৷ ভেঙেছে সমুদ্র পাড়ের একাংশ ৷ হোটেলগুলি জলবন্দি ৷ জলে ভাসছে ছোটোবড় দোকানগুলি ৷ অতিপরিচিত দিঘাকে আজ চেনাই দায় ৷

2. উড়ল বাড়ির চাল, ভাঙল গাছ ; দিনভর ওডিশায় যশের তাণ্ডব

সকাল থেকে উত্তাল সমুদ্র । ঝোড়ো হাওয়া । কথা ছিল, সকাল 11টা থেকে 12 টার মধ্যে আছড়ে পড়বে যশ । কিন্তু, ঘড়িতে তখন সকাল 9 টা 15 । প্রায় 130-150 কিমি গতিবেগে ওডিশার ভদ্রকে আছড়ে পড়ে যশ । সকাল থেকে ক্রমাগত বাড়তে থাকে ঝোড়ো হাওয়ার দাপট । বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায় । বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে । রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওডিশার একাধিক এলাকা ।

3. 9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ

আগামী 24 ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ।

4. কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টাতেই যশের মোকাবিলা সহজ হয়েছে : মুখ্যমন্ত্রী

রাজ্য়ের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিও একজোট বেঁধে কাজ করেছে বলেই যশের মোকাবিলা সহজ হয়েছে ৷ বুধবার নবান্নে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, রাজ্য়ের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলেই সতর্ক ছিল ৷ সকলেই মাঠে নেমে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছে ৷ আর সেই কারণেই একটি মাত্র দুর্ঘটনাজনিত মৃত্য়ু ছাড়া এদিন বিশাল আকারের কোনও ভয়াবহ ঘটনা ঘটেনি ৷

5.কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না : প্রধানমন্ত্রী

বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্রটা আগের থেকে অনেকটাই বদলে যাবে ৷ যার প্রভাব পড়বে অর্থনীতির উপরেও ৷ মোদি বলেন, ‘‘করোনা পরবর্তী সময়ে আমাদের গ্রহ আর আগের মতো থাকবে না ৷ আমরা সব কিছুকেই কোভিডকালের আগের ও কোভিডকালের পরের ঘটনা হিসাবে মনে রাখব ৷’’

6.প্রত্যেক মন্ত্রী পৌঁছবে 2টি করে গ্রামে, সপ্তম বার্ষিকীতে কোভিড ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট বিজেপি

প্রত্যেক মন্ত্রী পৌঁছবে 2টি করে গ্রামে ৷ নরেন্দ্র মোদি সরকারের সপ্তম বার্ষিকীতে কোভিড ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট বিজেপি ৷ নেওয়া হয়েছে নানা পরিকল্পনা ৷

7.ঘূর্ণিঝড়ের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়ল ওডিশার বালেশ্বরে । ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওডিশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কটক, কেওনঝড় ও পুরিতে । পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় ।

8.হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার, ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি

ডায়মন্ডহারবার মহকুমা শাসকের দফতরের চত্বর কার্যত জলমগ্ন । হুগলি নদীর জলের চাপে ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি । জল ঢুকতে শুরু করেছে ডায়মন্ডহারবারের আব্দালপুর গ্রামেও । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়েছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ।

9.পূর্ব বর্ধমানে শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রস্তুত প্রশাসন

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওডিশা উপকূলে আছড়ে পড়েছে যশ ৷ যার প্রভাবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানে, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ জেলা প্রশাসনের তরফে জেলাশাসক জানালেন বিপর্যয় মোকাবিলার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

10.যশের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার আকাশ ঢেকেছে কালো মেঘে ৷ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরে । সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ জনমানবশূন্য তিলোত্তমার রাস্তাঘাট ৷

1. পরিচিত দিঘাকে আজ চেনা দায় !

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা ৷ কোথায় বিচ, আর কোথায় বা সমুদ্র বোঝা দায় ৷ জলে ভেসে সব একাকার ৷ রাস্তার উপর হুড়হুড় করে বইছে সমুদ্রের জল ৷ ভেঙেছে সমুদ্র পাড়ের একাংশ ৷ হোটেলগুলি জলবন্দি ৷ জলে ভাসছে ছোটোবড় দোকানগুলি ৷ অতিপরিচিত দিঘাকে আজ চেনাই দায় ৷

2. উড়ল বাড়ির চাল, ভাঙল গাছ ; দিনভর ওডিশায় যশের তাণ্ডব

সকাল থেকে উত্তাল সমুদ্র । ঝোড়ো হাওয়া । কথা ছিল, সকাল 11টা থেকে 12 টার মধ্যে আছড়ে পড়বে যশ । কিন্তু, ঘড়িতে তখন সকাল 9 টা 15 । প্রায় 130-150 কিমি গতিবেগে ওডিশার ভদ্রকে আছড়ে পড়ে যশ । সকাল থেকে ক্রমাগত বাড়তে থাকে ঝোড়ো হাওয়ার দাপট । বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায় । বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে । রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওডিশার একাধিক এলাকা ।

3. 9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ

আগামী 24 ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ।

4. কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টাতেই যশের মোকাবিলা সহজ হয়েছে : মুখ্যমন্ত্রী

রাজ্য়ের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিও একজোট বেঁধে কাজ করেছে বলেই যশের মোকাবিলা সহজ হয়েছে ৷ বুধবার নবান্নে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, রাজ্য়ের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলেই সতর্ক ছিল ৷ সকলেই মাঠে নেমে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছে ৷ আর সেই কারণেই একটি মাত্র দুর্ঘটনাজনিত মৃত্য়ু ছাড়া এদিন বিশাল আকারের কোনও ভয়াবহ ঘটনা ঘটেনি ৷

5.কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না : প্রধানমন্ত্রী

বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্রটা আগের থেকে অনেকটাই বদলে যাবে ৷ যার প্রভাব পড়বে অর্থনীতির উপরেও ৷ মোদি বলেন, ‘‘করোনা পরবর্তী সময়ে আমাদের গ্রহ আর আগের মতো থাকবে না ৷ আমরা সব কিছুকেই কোভিডকালের আগের ও কোভিডকালের পরের ঘটনা হিসাবে মনে রাখব ৷’’

6.প্রত্যেক মন্ত্রী পৌঁছবে 2টি করে গ্রামে, সপ্তম বার্ষিকীতে কোভিড ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট বিজেপি

প্রত্যেক মন্ত্রী পৌঁছবে 2টি করে গ্রামে ৷ নরেন্দ্র মোদি সরকারের সপ্তম বার্ষিকীতে কোভিড ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট বিজেপি ৷ নেওয়া হয়েছে নানা পরিকল্পনা ৷

7.ঘূর্ণিঝড়ের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়ল ওডিশার বালেশ্বরে । ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওডিশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কটক, কেওনঝড় ও পুরিতে । পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় ।

8.হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার, ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি

ডায়মন্ডহারবার মহকুমা শাসকের দফতরের চত্বর কার্যত জলমগ্ন । হুগলি নদীর জলের চাপে ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি । জল ঢুকতে শুরু করেছে ডায়মন্ডহারবারের আব্দালপুর গ্রামেও । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়েছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ।

9.পূর্ব বর্ধমানে শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রস্তুত প্রশাসন

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওডিশা উপকূলে আছড়ে পড়েছে যশ ৷ যার প্রভাবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানে, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ জেলা প্রশাসনের তরফে জেলাশাসক জানালেন বিপর্যয় মোকাবিলার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

10.যশের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার আকাশ ঢেকেছে কালো মেঘে ৷ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরে । সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ জনমানবশূন্য তিলোত্তমার রাস্তাঘাট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.