ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - Top news of the day

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর
author img

By

Published : May 1, 2021, 4:54 PM IST

1. তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ.

রাজ্য়জুড়ে অভাব করোনা টিকার ৷ বেসরকারি হাসপাতালগুলির হাতে পর্যাপ্ত টিকা নেই ৷ এই পরিস্থিতিতে তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালে বন্ধ রইল করোনার টিকাকরণ ৷ প্রশ্নের মুখে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়াও ৷

2. করোনা ঠেকাতে ভারতে সম্পূর্ণ লকডাউনের পরামর্শ জো বাইডেনের স্বাস্থ্য় পরামর্শদাতার

কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এদেশে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্য়া ৷ মৃত্য়ুর সংখ্য়াও বাড়ছে পাল্লা দিয়ে ৷ এই পরিস্থিতি বেশ কয়েকটি রাজ্য় কয়েকদিনের জন্য় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেও অধিকাংশ রাজ্য়ই নাইট কার্ফু বা আংশিক লকডাউনের পথে হেঁটেছে ৷ কিন্তু তা না করে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন করার পরামর্শ দিলেন অ্য়ান্টনি ফৌসি ৷

3. দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস

শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4 লক্ষ পেরিয়েছে ৷ এদিনই দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে 20 মেট্রিক টনের ছ'টি কন্টেনার অক্সিজেন নিয়ে রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওনা হল ৷

4. আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ

বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ গতকাল জানিয়েছিলেন, এক্সিট পোল যাই দেখাক না কেন 200-র কাছাকাছি আসন নিয়ে রাজ্য়ের ক্ষমতা দখল করবে বিজেপি ৷ আজকেও একই সুর দিলীপের গলায় ৷

5. ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাতে নয়াবাজার এলাকার স্থানীয় একটি দলীয় কার্যালয়ে বসে ছিলেন সাহেব ৷ হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তাদের ধরতে গেলে একটি বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতী দলটি ৷

6. রাজধানীতে আরও ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কট, মৃত 8

দিল্লির বাত্রা হাসপাতালে আজ অক্সিজেনের অভাবে 8 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 6 জন আইসিইউতে এবং বাকি 2 জন সাধারণ ওয়ার্ডে ভর্তি ছিলেন ৷

7. করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপালের ৷ বয়স হয়েছিল 52 বছর ৷

8. করোনা আক্রান্ত নই, ভুয়ো খবরের ক্ষুব্ধ গার্গী

এদিন সকাল থেকেই কয়েকটি নিউজ পোর্টালে দেখানো হয় যে গার্গী করোনা আক্রান্ত ৷ এমন কথাও বলা হয় যে তাঁকে ফোন করে পাওয়া যায়নি ৷ ক্ষোভ উগরে দিয়ে গার্গী বলেন, "আমার কাছে কোনও ফোনই আসেনি ৷ সত্যতা যাচাই না করেই এই খবর ছাপিয়ে দেওয়া হয়েছে৷"

9. ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের অনুমতি চাইলেন নীরব

নীরব মোদিক ভারতে পাঠানোর নির্দেশে সই করেছিলেন স্বরাষ্ট্রসচিব ৷ ভারতে ফিরে আসার বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল তাঁর জন্য ৷ আবারও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার অনুমতি চাইলেন তিনি ৷

10. ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে হতে পারে জেল, জরিমানা

ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা বন্ধ হয়েছিল আগেই ৷ এবার গত 14 দিনে ভারতে আসা নাগরিকরা অস্ট্রেলিয়া ফিরে গেলে জেলে যেতে হতে পারে, স্পষ্ট জানিয়ে দিল সেই দেশের সরকার ৷ ভারতের সংক্রমণ যাতে কোনো ভাবে সেখানে পৌঁছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতিকে নাগালের বাইের না নিয়ে যায়, তাই এই ব্যবস্থা ৷ এই কড়াকড়ি চালু হলেও ভারতের পাশেই আছে অস্ট্রেলিয়া, জানিয়েছে আজ ৷

1. তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ.

রাজ্য়জুড়ে অভাব করোনা টিকার ৷ বেসরকারি হাসপাতালগুলির হাতে পর্যাপ্ত টিকা নেই ৷ এই পরিস্থিতিতে তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালে বন্ধ রইল করোনার টিকাকরণ ৷ প্রশ্নের মুখে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়াও ৷

2. করোনা ঠেকাতে ভারতে সম্পূর্ণ লকডাউনের পরামর্শ জো বাইডেনের স্বাস্থ্য় পরামর্শদাতার

কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এদেশে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্য়া ৷ মৃত্য়ুর সংখ্য়াও বাড়ছে পাল্লা দিয়ে ৷ এই পরিস্থিতি বেশ কয়েকটি রাজ্য় কয়েকদিনের জন্য় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেও অধিকাংশ রাজ্য়ই নাইট কার্ফু বা আংশিক লকডাউনের পথে হেঁটেছে ৷ কিন্তু তা না করে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন করার পরামর্শ দিলেন অ্য়ান্টনি ফৌসি ৷

3. দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস

শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4 লক্ষ পেরিয়েছে ৷ এদিনই দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে 20 মেট্রিক টনের ছ'টি কন্টেনার অক্সিজেন নিয়ে রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওনা হল ৷

4. আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ

বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ গতকাল জানিয়েছিলেন, এক্সিট পোল যাই দেখাক না কেন 200-র কাছাকাছি আসন নিয়ে রাজ্য়ের ক্ষমতা দখল করবে বিজেপি ৷ আজকেও একই সুর দিলীপের গলায় ৷

5. ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাতে নয়াবাজার এলাকার স্থানীয় একটি দলীয় কার্যালয়ে বসে ছিলেন সাহেব ৷ হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তাদের ধরতে গেলে একটি বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতী দলটি ৷

6. রাজধানীতে আরও ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কট, মৃত 8

দিল্লির বাত্রা হাসপাতালে আজ অক্সিজেনের অভাবে 8 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 6 জন আইসিইউতে এবং বাকি 2 জন সাধারণ ওয়ার্ডে ভর্তি ছিলেন ৷

7. করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপালের ৷ বয়স হয়েছিল 52 বছর ৷

8. করোনা আক্রান্ত নই, ভুয়ো খবরের ক্ষুব্ধ গার্গী

এদিন সকাল থেকেই কয়েকটি নিউজ পোর্টালে দেখানো হয় যে গার্গী করোনা আক্রান্ত ৷ এমন কথাও বলা হয় যে তাঁকে ফোন করে পাওয়া যায়নি ৷ ক্ষোভ উগরে দিয়ে গার্গী বলেন, "আমার কাছে কোনও ফোনই আসেনি ৷ সত্যতা যাচাই না করেই এই খবর ছাপিয়ে দেওয়া হয়েছে৷"

9. ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের অনুমতি চাইলেন নীরব

নীরব মোদিক ভারতে পাঠানোর নির্দেশে সই করেছিলেন স্বরাষ্ট্রসচিব ৷ ভারতে ফিরে আসার বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল তাঁর জন্য ৷ আবারও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার অনুমতি চাইলেন তিনি ৷

10. ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে হতে পারে জেল, জরিমানা

ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা বন্ধ হয়েছিল আগেই ৷ এবার গত 14 দিনে ভারতে আসা নাগরিকরা অস্ট্রেলিয়া ফিরে গেলে জেলে যেতে হতে পারে, স্পষ্ট জানিয়ে দিল সেই দেশের সরকার ৷ ভারতের সংক্রমণ যাতে কোনো ভাবে সেখানে পৌঁছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতিকে নাগালের বাইের না নিয়ে যায়, তাই এই ব্যবস্থা ৷ এই কড়াকড়ি চালু হলেও ভারতের পাশেই আছে অস্ট্রেলিয়া, জানিয়েছে আজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.