ETV Bharat / bharat

Top News: রাত 9টা - TOP NEWS

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 8, 2022, 9:20 PM IST

1. BJP wins Gujarat: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

ছিল নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই । নরেন্দ্র মোদি-রাজ্যে সেই লক্ষ্যে সফল ভারতীয় জনতা পার্টি । গুজরাতে গেরুয়াঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা । নিজেদের গত ছ'বারের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছে পদ্মশিবির । নিজেদের মধ্য়ে আবির খেলে, মিষ্টিমুখ করে এই জয় উদযাপন করেন দলের কর্মী-সমর্থকরা ৷

2. Narendra Modi: জয়ের পর ধন্যবাদ জানিয়ে গুজরাতের জনশক্তিকে প্রণাম মোদির

গুজরাতের 80 শতাংশ আসনে জিতে (Gujarat Assembly Election Result 2022) ক্ষমতা ধরে রাখার পর টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৷ বিজেপিকে (BJP) জেতানোর জন্য ধন্যবাদ জানালেন গুজরাতের ভোটারদের ৷ পাশাপাশি কার্যকর্তাদের বললেন, ‘চ্যাম্পিয়ন ৷’

3. Gujarat Assembly Election Result 2022: গুজরাতে গেরুয়া ঝড়, কলকাতার রাজপথে শোভাযাত্রা বিজেপি'র

গুজরাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই (Gujarat Assembly Election Result 2022) নয়া রেকর্ড গড়ল বিজেপি (BJP) ৷ সপ্তমবারের জন্য পশ্চিমের রাজ্যে ক্ষমতায় ফিরল তারা ৷ এবারের নির্বাচনে ভোট শেয়ার এবং প্রাপ্ত আসন, দুটোই বেড়েছে বিজেপি'র ৷ ফলে দেশজুড়ে আনন্দে মেতেছেন বিজেপির নেতা ও কর্মীরা ৷ পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয় ৷ বৃহস্পতিবার গুজরাত নির্বাচনের ফল প্রকাশের পরই কলকাতার রাস্তায় শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা ৷ নিজেদের মধ্য়ে আবির খেলে, মিষ্টিমুখ করে এই জয় উদযাপন করেন তাঁরা ৷

4. FIFA World Cup 2022: তাঁকে ছাড়াই জিততে শিখেছে দল, কোয়ার্টারেও হয়তো রোনাল্ডোহীন পর্তুগাল একাদশ

পর্তুগাল দল হিসেবে দেখিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়ে ভালো খেলতে পারে (Portugal Stepping Out of Cristiano Ronaldo Long Shadow) ৷ বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে তা প্রমাণও করেছে পর্তুগিজরা ৷

5. Visva Bharati University: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

বিশ্বভারতীতে (Visva Bharati University) ছাত্র আন্দোলন (Student Agitation) চলছে ৷ তারই জেরে এবার ডিসেম্বর মাসের সমাবর্তন অনুষ্ঠান (Convocation) স্থগিত করে দিল কর্তৃপক্ষ ৷

6. Calcutta High Court: 24 ঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজের অচলাবস্থা কাটানোর নির্দেশ হাইকোর্টের

ছাত্র বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical Collage) ৷ এই অচলাবস্থা 24 ঘণ্টার মধ্য়ে কাটানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ৷

7. Mamata at SSKM: এসএসকেএমে গিয়ে আচমকা ট্রমা কেয়ারে মমতা, কথা বললেন রোগীদের সঙ্গে

এসএসকেএমে স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনে গিয়ে আচমকা ট্রমা কেয়ারে (SSKM Trauma Care Centre) চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি কথা বলেন সেখানে ভর্তি (Mamata at SSKM) রোগীদের সঙ্গে (Mamata talks to patients)৷

8. Shashi Panja: মালদায় প্রায় 400 কোটি টাকার স্টার্চ ইন্ডাস্ট্রির উদ্বোধনে শিল্পমন্ত্রী শশী পাঁজা

বৃহস্পতিবার পুরাতন মালদার নারায়ণপুরে প্রায় 400 কোটি টাকায় গড়ে ওঠা গুজরাত অম্বুজা এক্সপোর্ট লিমিটেডের স্টার্চ কারখানার উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Bengal Minister Shashi Panja) ৷ তিনি জানান, রাজ্যে শিল্প স্থাপনের (Industry in Bengal) জন্য রাজ্য সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

9. Death of Prisoner Under Trial: বিচারাধীন বন্দির মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

বিচারাধীন বন্দির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের (Family Complained of Negligence in Treatment) ৷ ওই বিচারাধীন বন্দির নাম মহম্মদ সাহাবুদ্দিন ৷ তিনি প্রতিবেশী রাজ্য বিহারের বিহারের বাসিন্দা ছিলেন ৷ অস্ত্র আইনে মামলা রুজু করা হয় মালদা পুলিশের তরফে ৷ তারই মামলা চলছিল দীর্ঘ 4 বছর ধরে ৷ সাহাবুদ্দিন টিবিতে (Tuberculosis) আক্রান্ত ছিলেন তাই গত এক সপ্তাহ ধরে মালদা মেডিক্যালে চিকিৎসা চলছিল তাঁর। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

10. Salim Taunts BJP: গুজরাতে বিভাজন ফর্মুলা ব্যবহার করেছে বিজেপি, কটাক্ষ সেলিমের

বিভাজন ফর্মুলা গুজরাতে ব্যবহার করেছে বিজেপি (Salim Taunts BJP)৷ গুজরাতে বিজেপির বিপুল জয়কে কটাক্ষ করে এ কথা বললেন মহম্মদ সেলিম (Mohammed Salim)৷

1. BJP wins Gujarat: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

ছিল নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই । নরেন্দ্র মোদি-রাজ্যে সেই লক্ষ্যে সফল ভারতীয় জনতা পার্টি । গুজরাতে গেরুয়াঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা । নিজেদের গত ছ'বারের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছে পদ্মশিবির । নিজেদের মধ্য়ে আবির খেলে, মিষ্টিমুখ করে এই জয় উদযাপন করেন দলের কর্মী-সমর্থকরা ৷

2. Narendra Modi: জয়ের পর ধন্যবাদ জানিয়ে গুজরাতের জনশক্তিকে প্রণাম মোদির

গুজরাতের 80 শতাংশ আসনে জিতে (Gujarat Assembly Election Result 2022) ক্ষমতা ধরে রাখার পর টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৷ বিজেপিকে (BJP) জেতানোর জন্য ধন্যবাদ জানালেন গুজরাতের ভোটারদের ৷ পাশাপাশি কার্যকর্তাদের বললেন, ‘চ্যাম্পিয়ন ৷’

3. Gujarat Assembly Election Result 2022: গুজরাতে গেরুয়া ঝড়, কলকাতার রাজপথে শোভাযাত্রা বিজেপি'র

গুজরাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই (Gujarat Assembly Election Result 2022) নয়া রেকর্ড গড়ল বিজেপি (BJP) ৷ সপ্তমবারের জন্য পশ্চিমের রাজ্যে ক্ষমতায় ফিরল তারা ৷ এবারের নির্বাচনে ভোট শেয়ার এবং প্রাপ্ত আসন, দুটোই বেড়েছে বিজেপি'র ৷ ফলে দেশজুড়ে আনন্দে মেতেছেন বিজেপির নেতা ও কর্মীরা ৷ পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয় ৷ বৃহস্পতিবার গুজরাত নির্বাচনের ফল প্রকাশের পরই কলকাতার রাস্তায় শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা ৷ নিজেদের মধ্য়ে আবির খেলে, মিষ্টিমুখ করে এই জয় উদযাপন করেন তাঁরা ৷

4. FIFA World Cup 2022: তাঁকে ছাড়াই জিততে শিখেছে দল, কোয়ার্টারেও হয়তো রোনাল্ডোহীন পর্তুগাল একাদশ

পর্তুগাল দল হিসেবে দেখিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়ে ভালো খেলতে পারে (Portugal Stepping Out of Cristiano Ronaldo Long Shadow) ৷ বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে তা প্রমাণও করেছে পর্তুগিজরা ৷

5. Visva Bharati University: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

বিশ্বভারতীতে (Visva Bharati University) ছাত্র আন্দোলন (Student Agitation) চলছে ৷ তারই জেরে এবার ডিসেম্বর মাসের সমাবর্তন অনুষ্ঠান (Convocation) স্থগিত করে দিল কর্তৃপক্ষ ৷

6. Calcutta High Court: 24 ঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজের অচলাবস্থা কাটানোর নির্দেশ হাইকোর্টের

ছাত্র বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical Collage) ৷ এই অচলাবস্থা 24 ঘণ্টার মধ্য়ে কাটানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ৷

7. Mamata at SSKM: এসএসকেএমে গিয়ে আচমকা ট্রমা কেয়ারে মমতা, কথা বললেন রোগীদের সঙ্গে

এসএসকেএমে স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনে গিয়ে আচমকা ট্রমা কেয়ারে (SSKM Trauma Care Centre) চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি কথা বলেন সেখানে ভর্তি (Mamata at SSKM) রোগীদের সঙ্গে (Mamata talks to patients)৷

8. Shashi Panja: মালদায় প্রায় 400 কোটি টাকার স্টার্চ ইন্ডাস্ট্রির উদ্বোধনে শিল্পমন্ত্রী শশী পাঁজা

বৃহস্পতিবার পুরাতন মালদার নারায়ণপুরে প্রায় 400 কোটি টাকায় গড়ে ওঠা গুজরাত অম্বুজা এক্সপোর্ট লিমিটেডের স্টার্চ কারখানার উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Bengal Minister Shashi Panja) ৷ তিনি জানান, রাজ্যে শিল্প স্থাপনের (Industry in Bengal) জন্য রাজ্য সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

9. Death of Prisoner Under Trial: বিচারাধীন বন্দির মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

বিচারাধীন বন্দির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের (Family Complained of Negligence in Treatment) ৷ ওই বিচারাধীন বন্দির নাম মহম্মদ সাহাবুদ্দিন ৷ তিনি প্রতিবেশী রাজ্য বিহারের বিহারের বাসিন্দা ছিলেন ৷ অস্ত্র আইনে মামলা রুজু করা হয় মালদা পুলিশের তরফে ৷ তারই মামলা চলছিল দীর্ঘ 4 বছর ধরে ৷ সাহাবুদ্দিন টিবিতে (Tuberculosis) আক্রান্ত ছিলেন তাই গত এক সপ্তাহ ধরে মালদা মেডিক্যালে চিকিৎসা চলছিল তাঁর। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

10. Salim Taunts BJP: গুজরাতে বিভাজন ফর্মুলা ব্যবহার করেছে বিজেপি, কটাক্ষ সেলিমের

বিভাজন ফর্মুলা গুজরাতে ব্যবহার করেছে বিজেপি (Salim Taunts BJP)৷ গুজরাতে বিজেপির বিপুল জয়কে কটাক্ষ করে এ কথা বললেন মহম্মদ সেলিম (Mohammed Salim)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.