ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - TOP NEWS @ 5 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ বিকেল 5 টা
টপ নিউজ় @ বিকেল 5 টা
author img

By

Published : Oct 22, 2021, 5:06 PM IST

1. Jagdeep Dhankhar: পাহাড় সফর শেষ করেই মমতাকে আক্রমণ ধনকড়ের

বিনিয়োগ টানার নামে ফি-বছর রাজ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে, কিন্তু তাতে কোনও লাভ হয় না বলেও দাবি রাজ্যপালের । তাঁর কথায়, ‘‘রাজ্য বলছে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে । কোথায় বিনিয়োগ ? কারা বিনিয়োগ করছেন ?’’

2. TMC Attacked inTripura: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

শুক্রবার ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ বিজেপি এই আক্রমণ চালিয়েছে বলে তাঁর অভিযোগ ৷

3. Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের

23 অক্টোবরের মধ্যেই রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা ৷ একথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ এখনও উপকূলের কয়েকটি জেলায় বর্ষার মেঘ রয়েছে ৷ শনিবারের মধ্যেই সেই মেঘ বিদায় নেবে ৷

4. Purna Das Baul : 'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ ইলামবাজারে

ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে ৪ বিঘা জমি রয়েছে পূর্ণদাস বাউলের ৷ শুক্রবার নিজে তাঁর দখল হয়ে যাওয়া জমি দেখতে আসেন বাউল সম্রাট ৷

5. Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) আজ ফের এনসিবি (NCB) অফিসে গেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ আজও তিনি চাঙ্কি পাণ্ডের সঙ্গে সেখানে যান ৷ গতকাল অনন্যাকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি ৷

6. Aamir Khan Ad: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

হিন্দুদের (Hindu Sentiment) মধ্যে অস্থিরতা তৈরি করেছে সিয়েট কোম্পানির হয়ে আমির খানের করা বিজ্ঞাপন (Aamir Khan Ad) ৷ এই অভিযোগ তুলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়ে অনন্ত বর্ধন গোয়েঙ্কাকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ (BJP MP) অনন্তকুমার হেগড়ে (Anantkumar Hegde)৷

7. Mumbai Fire : মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত 1 ; পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন ৷

8. Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর

এর আগে বিজেপি-র তরফে তো বটেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আবার সাফ জানিয়ে দেন, বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে সরকার । সে ক্ষেত্রে পেট্রলের দাম তো বাড়বেই ।

9. BJP Members Clash: সুকান্ত-দিলীপের ডাকা সাংগঠনিক বৈঠকে হাতাহাতি

বিজেপির বিশেষ সাংগঠনিক সভায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি ৷ সুকান্ত ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ৷ কিন্তু বৈঠকের আগেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷

10. BJP : বাংলাদেশের মতো পরিস্থিতি যেন বঙ্গে না হয়, তারা মায়ের কাছে প্রার্থনা সুকান্ত-দিলীপের

শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷ পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় শান্তি ফিরে আসুক । বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় । মা তারার কাছে এই প্রার্থনা পুজো দিয়ে প্রার্থনা করেছি ।" আজ সকাল সাড়ে আটটা নাগাদ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তারাপীঠে আসেন । তারপর দু’জনেই মা তারার পুজো দেন । বৃহস্পতিবার বীরভূমে এসেছেন তাঁরা ৷ সিউড়ি থেকে গতকাল রাতেই তাঁরা তারাপীঠে পৌঁছান ।

1. Jagdeep Dhankhar: পাহাড় সফর শেষ করেই মমতাকে আক্রমণ ধনকড়ের

বিনিয়োগ টানার নামে ফি-বছর রাজ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে, কিন্তু তাতে কোনও লাভ হয় না বলেও দাবি রাজ্যপালের । তাঁর কথায়, ‘‘রাজ্য বলছে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে । কোথায় বিনিয়োগ ? কারা বিনিয়োগ করছেন ?’’

2. TMC Attacked inTripura: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

শুক্রবার ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ বিজেপি এই আক্রমণ চালিয়েছে বলে তাঁর অভিযোগ ৷

3. Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের

23 অক্টোবরের মধ্যেই রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা ৷ একথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ এখনও উপকূলের কয়েকটি জেলায় বর্ষার মেঘ রয়েছে ৷ শনিবারের মধ্যেই সেই মেঘ বিদায় নেবে ৷

4. Purna Das Baul : 'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ ইলামবাজারে

ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে ৪ বিঘা জমি রয়েছে পূর্ণদাস বাউলের ৷ শুক্রবার নিজে তাঁর দখল হয়ে যাওয়া জমি দেখতে আসেন বাউল সম্রাট ৷

5. Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) আজ ফের এনসিবি (NCB) অফিসে গেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ আজও তিনি চাঙ্কি পাণ্ডের সঙ্গে সেখানে যান ৷ গতকাল অনন্যাকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি ৷

6. Aamir Khan Ad: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

হিন্দুদের (Hindu Sentiment) মধ্যে অস্থিরতা তৈরি করেছে সিয়েট কোম্পানির হয়ে আমির খানের করা বিজ্ঞাপন (Aamir Khan Ad) ৷ এই অভিযোগ তুলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়ে অনন্ত বর্ধন গোয়েঙ্কাকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ (BJP MP) অনন্তকুমার হেগড়ে (Anantkumar Hegde)৷

7. Mumbai Fire : মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত 1 ; পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন ৷

8. Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর

এর আগে বিজেপি-র তরফে তো বটেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আবার সাফ জানিয়ে দেন, বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে সরকার । সে ক্ষেত্রে পেট্রলের দাম তো বাড়বেই ।

9. BJP Members Clash: সুকান্ত-দিলীপের ডাকা সাংগঠনিক বৈঠকে হাতাহাতি

বিজেপির বিশেষ সাংগঠনিক সভায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি ৷ সুকান্ত ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ৷ কিন্তু বৈঠকের আগেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷

10. BJP : বাংলাদেশের মতো পরিস্থিতি যেন বঙ্গে না হয়, তারা মায়ের কাছে প্রার্থনা সুকান্ত-দিলীপের

শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷ পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় শান্তি ফিরে আসুক । বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় । মা তারার কাছে এই প্রার্থনা পুজো দিয়ে প্রার্থনা করেছি ।" আজ সকাল সাড়ে আটটা নাগাদ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তারাপীঠে আসেন । তারপর দু’জনেই মা তারার পুজো দেন । বৃহস্পতিবার বীরভূমে এসেছেন তাঁরা ৷ সিউড়ি থেকে গতকাল রাতেই তাঁরা তারাপীঠে পৌঁছান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.