ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news@3pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@3pm
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Oct 4, 2021, 3:02 PM IST

1.গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

সীতাপুরের পুলিশ লাইনে আটক হওয়ার পর ঝাঁটা হাতে দেখা গেল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ তাঁকে যে ঘরে রাখা হয়েছে, সেই ঘরে ঝাড়ু দিতে দেখা গিয়েছে ৷ কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ৷ আজ লখিমপুর খারি যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সীতাপুরের হরগাঁওতে প্রিয়াঙ্কাকে আটক করার চেষ্টা হলে, তিনি বাধা দেন বলে অভিযোগ ৷ যোগী সরকার এবং তাঁর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা ৷ প্রসঙ্গত, গতকাল লখিমপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়, একটি গাড়ি কৃষকদের পিষে দেয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর অজয় মিশ্রের ছেলে আকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ পুলিশ সেই ঘটনায় আকাশের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে ৷ বর্তমানে লখিমপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে 144 ধারা জারি করা হয়েছে ৷ কিন্তু, 144 ধারা উপেক্ষা করে সেখানে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কাকে পুলিশ আটকায় ৷

2.'প্যান্ডোরা পেপারস'-এ নাম সচিনেরও, তালিকায় প্রায় 300 ভারতীয়

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷

3.8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

আগামী 8 অক্টোবর থেকে খুলছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ বিনোদনের পসরা সাজিয়ে ও কোভিড সুরক্ষা (Covid Safety) মেনে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি ৷

4.আইসিসি-র বড় সিদ্ধান্ত, 70 শতাংশ দর্শকের উপস্থিতিতে হবে বিশ্বকাপের যুদ্ধ

করোনা প্যানডেমিকের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বড় ইভেন্ট আয়োজিত হতে চলেছে ৷ আইপিএলের পর 17 অক্টোবর থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ ৷ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবে ভারত, পাকিস্তান সহ বাকি দেশগুলি ৷

5.কলুটোলা স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকল

উত্তর কলকাতার কলুটোলা স্ট্রিটে আগুন ৷ ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন ৷ সোমবার পুরনো একটি বহুতলে আগুন লাগে ৷

6.লখিমপুর কাণ্ডের আঁচ লখনউতে, আটক অখিলেশ যাদব

অভিযোগ, অখিলেশ এদিন বাড়ি থেকে বেরনোর আগেই তাঁর বিক্রমাদিত্য মার্গের বাড়ির বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ৷

7.বিরোধী ভোটাররা ভবানীপুরে ভয়ে ভোট দিতে পারেননি, দাবি দিলীপের

গতকাল, রবিবার প্রকাশিত হয়েছে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতেছেন ৷ এই নির্বাচন নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘‘যেরকম ওখানে আশা করা হয়েছিল, সেরকমই হয়েছে । আমরা তো ওখানে বিজয়ী হয়নি । লড়াই দিয়েছি। যেভাবে ভয়ের পরিবেশে ওখানে নির্বাচন হয়েছে । প্রথম থেকেই হিংসা, বিরোধীদের আটকানোর চেষ্টা । আর পুরোপুরি নির্বাচনটা করানো হয়েছে । সেভাবেই রেজাল্ট হয়েছে । ভোট বেশি পেয়েছে । সাধারণ মানুষ ও বিরোধী ভোটাররা ভয়ে ভোট দিতে বেরোয়নি । আর সেজন্যই ভোট বেশি হয়েছে ।’’ এছাড়াও দিলীপ ঘোষ আরও একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন ৷

8.ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায়

তিন বাঙালির সঙ্গে বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পেলেন খড়গপুর আইআইটির অধ্যাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় ৷ খুশির হাওয়া খড়গপুরে ৷ কী নিয়ে ছিল গবেষণা ? সাফল্যের খুঁটিনাটি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক খড়গপুর আইআইটির অধ্যাপক তথা বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় ৷

9.বেহাল রাস্তার বলি বাহাত্তরের বৃদ্ধ, খাটিয়ায় রোগী নিয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল

বেহাল রাস্তার খেসারত দিতে হল প্রাণ দিয়ে ৷ মুমূর্ষু রোগীকে খাটিয়ায় ঝুলিয়ে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ প্রাণ গেল 72 বছরের বৃদ্ধের ৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরার মির্জাপুরের ঘটনা ৷

10.আজ হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই ৷ খুন, ধর্ষণ, অপহরণের ঘটনায় এফআইআর এবং গ্রেফতার-সহ অন্যান্য তথ্য ওই স্ট্যাটাস রিপোর্টে থাকবে ৷

1.গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

সীতাপুরের পুলিশ লাইনে আটক হওয়ার পর ঝাঁটা হাতে দেখা গেল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ তাঁকে যে ঘরে রাখা হয়েছে, সেই ঘরে ঝাড়ু দিতে দেখা গিয়েছে ৷ কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ৷ আজ লখিমপুর খারি যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সীতাপুরের হরগাঁওতে প্রিয়াঙ্কাকে আটক করার চেষ্টা হলে, তিনি বাধা দেন বলে অভিযোগ ৷ যোগী সরকার এবং তাঁর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা ৷ প্রসঙ্গত, গতকাল লখিমপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়, একটি গাড়ি কৃষকদের পিষে দেয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর অজয় মিশ্রের ছেলে আকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ পুলিশ সেই ঘটনায় আকাশের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে ৷ বর্তমানে লখিমপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে 144 ধারা জারি করা হয়েছে ৷ কিন্তু, 144 ধারা উপেক্ষা করে সেখানে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কাকে পুলিশ আটকায় ৷

2.'প্যান্ডোরা পেপারস'-এ নাম সচিনেরও, তালিকায় প্রায় 300 ভারতীয়

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷

3.8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

আগামী 8 অক্টোবর থেকে খুলছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ বিনোদনের পসরা সাজিয়ে ও কোভিড সুরক্ষা (Covid Safety) মেনে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি ৷

4.আইসিসি-র বড় সিদ্ধান্ত, 70 শতাংশ দর্শকের উপস্থিতিতে হবে বিশ্বকাপের যুদ্ধ

করোনা প্যানডেমিকের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বড় ইভেন্ট আয়োজিত হতে চলেছে ৷ আইপিএলের পর 17 অক্টোবর থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ ৷ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবে ভারত, পাকিস্তান সহ বাকি দেশগুলি ৷

5.কলুটোলা স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকল

উত্তর কলকাতার কলুটোলা স্ট্রিটে আগুন ৷ ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন ৷ সোমবার পুরনো একটি বহুতলে আগুন লাগে ৷

6.লখিমপুর কাণ্ডের আঁচ লখনউতে, আটক অখিলেশ যাদব

অভিযোগ, অখিলেশ এদিন বাড়ি থেকে বেরনোর আগেই তাঁর বিক্রমাদিত্য মার্গের বাড়ির বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ৷

7.বিরোধী ভোটাররা ভবানীপুরে ভয়ে ভোট দিতে পারেননি, দাবি দিলীপের

গতকাল, রবিবার প্রকাশিত হয়েছে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতেছেন ৷ এই নির্বাচন নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘‘যেরকম ওখানে আশা করা হয়েছিল, সেরকমই হয়েছে । আমরা তো ওখানে বিজয়ী হয়নি । লড়াই দিয়েছি। যেভাবে ভয়ের পরিবেশে ওখানে নির্বাচন হয়েছে । প্রথম থেকেই হিংসা, বিরোধীদের আটকানোর চেষ্টা । আর পুরোপুরি নির্বাচনটা করানো হয়েছে । সেভাবেই রেজাল্ট হয়েছে । ভোট বেশি পেয়েছে । সাধারণ মানুষ ও বিরোধী ভোটাররা ভয়ে ভোট দিতে বেরোয়নি । আর সেজন্যই ভোট বেশি হয়েছে ।’’ এছাড়াও দিলীপ ঘোষ আরও একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন ৷

8.ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায়

তিন বাঙালির সঙ্গে বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পেলেন খড়গপুর আইআইটির অধ্যাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় ৷ খুশির হাওয়া খড়গপুরে ৷ কী নিয়ে ছিল গবেষণা ? সাফল্যের খুঁটিনাটি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক খড়গপুর আইআইটির অধ্যাপক তথা বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় ৷

9.বেহাল রাস্তার বলি বাহাত্তরের বৃদ্ধ, খাটিয়ায় রোগী নিয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল

বেহাল রাস্তার খেসারত দিতে হল প্রাণ দিয়ে ৷ মুমূর্ষু রোগীকে খাটিয়ায় ঝুলিয়ে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ প্রাণ গেল 72 বছরের বৃদ্ধের ৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরার মির্জাপুরের ঘটনা ৷

10.আজ হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই ৷ খুন, ধর্ষণ, অপহরণের ঘটনায় এফআইআর এবং গ্রেফতার-সহ অন্যান্য তথ্য ওই স্ট্যাটাস রিপোর্টে থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.