ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 3pm
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Jan 9, 2021, 3:05 PM IST

1. বিজেপি ক্ষমতায় এলে সুবিচার পাবে বাংলার কৃষকরা, দাবি নাড্ডার

বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি সভা করেন কাটোয়ায়। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষকদের উপর বঞ্চনার অভিযোগ তোলেন। বিজেপির হয়ে কিষান সুরক্ষা কর্মসূচিরও সূচনা করেন।

2. নেতাজির 125 তম জন্মজয়ন্তী পালনে উচ্চপর্যায়ের কমিটি গড়ল মোদি সরকার

নেতাজি সুভাষচন্দ্র বোসের 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। ওই কমিটিতে 85 জনকে রাখা হয়েছে। কমিটির পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

3. বিশ্বভারতীতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি, অবস্থানে ব্যবসায়ীরাও

উত্তপ্ত বিশ্বভারতী ৷ ছাতিমতলায় প্রবেশ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি নিরাপত্তারক্ষীদের ৷ এদিকে, টাকা ফেরতের দাবিতে অবস্থানে ব্যবসায়ীরা ৷

4. অনেককে দেখলে ভয় পায়, তাই গুন্ডা বলে; বহিরাগত ইশুতে অভিষেককে খোঁচা দিলীপের

"বাচ্ছা ছেলে তো। অনেককে দেখলে ভয় পায়। তাই গুন্ডা বলে।" বহিরাগত ইশুতে আজ ফের এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্ডাল বিমানবন্দরে নাড্ডা নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

5. মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, মৃত 10 সদ্যোজাত

ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী । আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।

6. মানবতা বাঁচাতে ভারতের তৈরি দুটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত : মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার উদ্বোধন করলেন প্রবাসী ভারতীয় সম্মেলনের। চিকিৎসা ক্ষেত্রে ভারত আজ ঠিক কতটা এগিয়ে গিয়েছে, সেই কথাই এদিন তিনি ওই সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময় শোনালেন। "মানবতা বাঁচাতে" ভারত নিজেই দুটি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

7. রাজ্যে এসে ভাঁওতাবাজি, লোক দেখাচ্ছেন নাড্ডা; বলছে একাংশ কৃষক

কাটোয়ায় আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে সভা করছেন তা লোক দেখানো ৷ চাষিদের সমর্থনে যে সমস্ত কাজ করা উচিত তার বিপক্ষে একশো শতাংশ কাজ করছেন ৷ যার জন্য দিল্লিতে মুখ দেখাতে পারছেন না ৷ সারা ভারতে আন্দোলন প্রশমিত হচ্ছে ৷ সেই আন্দোলনকে চাপতে ও পাশাপাশি বিধানসভা ভোটে রাজনৈতিক স্বার্থে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা ৷ বলছেন পূর্ব বর্ধমানের একাংশ চাষি ৷

8. রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক-অধ্যাপিকারা

আজ ঐতিহ্যবাহী ছাতিমতলায় মৌন অবস্থানে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য তাঁর সঙ্গে রয়েছেন আধিকারিক, অধ্যাপক- অধ্যাপিকারা।

9. দৈনিক আক্রান্ত 18 হাজারের বেশি, মৃত 228

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 31 হাজার 639 । অন্যদিকে, মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 798 জনের ।

10. প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি

গুজরাতের 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন মাধব সিং সোলাঙ্কি ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

1. বিজেপি ক্ষমতায় এলে সুবিচার পাবে বাংলার কৃষকরা, দাবি নাড্ডার

বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি সভা করেন কাটোয়ায়। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষকদের উপর বঞ্চনার অভিযোগ তোলেন। বিজেপির হয়ে কিষান সুরক্ষা কর্মসূচিরও সূচনা করেন।

2. নেতাজির 125 তম জন্মজয়ন্তী পালনে উচ্চপর্যায়ের কমিটি গড়ল মোদি সরকার

নেতাজি সুভাষচন্দ্র বোসের 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। ওই কমিটিতে 85 জনকে রাখা হয়েছে। কমিটির পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

3. বিশ্বভারতীতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি, অবস্থানে ব্যবসায়ীরাও

উত্তপ্ত বিশ্বভারতী ৷ ছাতিমতলায় প্রবেশ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি নিরাপত্তারক্ষীদের ৷ এদিকে, টাকা ফেরতের দাবিতে অবস্থানে ব্যবসায়ীরা ৷

4. অনেককে দেখলে ভয় পায়, তাই গুন্ডা বলে; বহিরাগত ইশুতে অভিষেককে খোঁচা দিলীপের

"বাচ্ছা ছেলে তো। অনেককে দেখলে ভয় পায়। তাই গুন্ডা বলে।" বহিরাগত ইশুতে আজ ফের এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্ডাল বিমানবন্দরে নাড্ডা নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

5. মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, মৃত 10 সদ্যোজাত

ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী । আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।

6. মানবতা বাঁচাতে ভারতের তৈরি দুটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত : মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার উদ্বোধন করলেন প্রবাসী ভারতীয় সম্মেলনের। চিকিৎসা ক্ষেত্রে ভারত আজ ঠিক কতটা এগিয়ে গিয়েছে, সেই কথাই এদিন তিনি ওই সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময় শোনালেন। "মানবতা বাঁচাতে" ভারত নিজেই দুটি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

7. রাজ্যে এসে ভাঁওতাবাজি, লোক দেখাচ্ছেন নাড্ডা; বলছে একাংশ কৃষক

কাটোয়ায় আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে সভা করছেন তা লোক দেখানো ৷ চাষিদের সমর্থনে যে সমস্ত কাজ করা উচিত তার বিপক্ষে একশো শতাংশ কাজ করছেন ৷ যার জন্য দিল্লিতে মুখ দেখাতে পারছেন না ৷ সারা ভারতে আন্দোলন প্রশমিত হচ্ছে ৷ সেই আন্দোলনকে চাপতে ও পাশাপাশি বিধানসভা ভোটে রাজনৈতিক স্বার্থে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা ৷ বলছেন পূর্ব বর্ধমানের একাংশ চাষি ৷

8. রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক-অধ্যাপিকারা

আজ ঐতিহ্যবাহী ছাতিমতলায় মৌন অবস্থানে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য তাঁর সঙ্গে রয়েছেন আধিকারিক, অধ্যাপক- অধ্যাপিকারা।

9. দৈনিক আক্রান্ত 18 হাজারের বেশি, মৃত 228

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 31 হাজার 639 । অন্যদিকে, মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 798 জনের ।

10. প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি

গুজরাতের 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন মাধব সিং সোলাঙ্কি ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.