ETV Bharat / bharat

LeT Commande Saleem Parray Death : শ্রীনগরে বাহিনীর গুলিতে শীর্ষ জঙ্গি নেতা খতম - খতম শীর্ষ জঙ্গি নেতা সালিম পাররে

জম্মু-কাশ্মীরে শ্রীনগরে বাহিনীর গুলিতে খতম শীর্ষ জঙ্গি নেতা সালিম পাররে (LeT Commande Saleem Parray Death) ৷ সে লস্কর-ই-তৈবার কমান্ডার ছিল ৷ ঘটনায় সালিমের এক সঙ্গীরও মৃত্যু হয়েছে ৷

top let commander saleem parray killed in srinagar
LeT Commande Saleem Parray Death : শ্রীনগরে বাহিনীর গুলিতে খতম শীর্ষ জঙ্গি নেতা
author img

By

Published : Jan 3, 2022, 7:12 PM IST

শ্রীনগর, 3 জানুয়ারি : নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ গেল লস্কর-ই-তৈবার এক কমান্ডারের ৷ মৃতের নাম সালিম পাররে (LeT Commande Saleem Parray Death) ৷ সোমবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে এই ঘটনার কথা জানানো হয়েছে ৷ শ্রীনগরের হরওয়ানে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ৷

আরও পড়ুন : Pakistan Violates Ceasefire : জঙ্গি অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা, ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে আইজি বিজয় কুমারকে উদ্ধৃত করে জানানো হয়, শ্রীনগর পুলিশের অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে ৷ তাদের মধ্যে একজন জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার অন্যতম নেতা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় অভিযান এখনও চলছে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6

পুলিশ সূত্রে খবর, নাশকতার একাধিক ঘটনায় সালিমের জড়িত থাকার অভিযোগ ছিল ৷ সে হাজিন বান্দিপোরার বাসিন্দা ছিল ৷

শ্রীনগর, 3 জানুয়ারি : নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ গেল লস্কর-ই-তৈবার এক কমান্ডারের ৷ মৃতের নাম সালিম পাররে (LeT Commande Saleem Parray Death) ৷ সোমবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে এই ঘটনার কথা জানানো হয়েছে ৷ শ্রীনগরের হরওয়ানে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ৷

আরও পড়ুন : Pakistan Violates Ceasefire : জঙ্গি অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা, ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে আইজি বিজয় কুমারকে উদ্ধৃত করে জানানো হয়, শ্রীনগর পুলিশের অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে ৷ তাদের মধ্যে একজন জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার অন্যতম নেতা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় অভিযান এখনও চলছে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6

পুলিশ সূত্রে খবর, নাশকতার একাধিক ঘটনায় সালিমের জড়িত থাকার অভিযোগ ছিল ৷ সে হাজিন বান্দিপোরার বাসিন্দা ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.