নয়াদিল্লি, 17 অগস্ট: বিদেশে থাকা ভারতীয়দের কি ভোট দেওয়ার অধিকার আছে ? কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের থেকে জানতে চাইল শীর্ষ আদালত । এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India), বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ (Top Court has asked ECI and Center to Comment on the issue) ।
বিদেশে থাকা ভারতীয়রা যাতে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের করেছে কেরলের একটি সংগঠন । এই সংগঠনের সদস্যদের যুক্তি, কর্মসূত্রে বা অন্য কোনও কারণে দেশের বাইরে থাকা ভারতীয়রা ভোটপ্রক্রিয়ায় অংশ নিতে চান । আর এই আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা । এই মামলাতেই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের জবাব চাইল শীর্ষ আদালত।
আরও পড়ুন : লালা রক্ষাকবচ পেলেও কেন ফের জেল হেফাজতে ইসিএল কর্তারা, প্রশ্ন আইনজীবীদের
কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বহু ভারতীয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়ছেন । কিন্তু দেশে না-থাকলেও রাজনৈতিক এবং আর্থ-সামাজিক পরিস্থিতির উপর তাঁরা নজর রাখেন। দেশের উন্নয়ন কীভাবে হতে পারে তা নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি রয়েছে। ভোটে অংশ নিয়েই তা ব্যক্ত করা সম্ভব । আর এই কারণে তাঁদের মতামতকে মর্যদা দেওয়ার দাবি আগেও উঠেছে । এবার দেশের সর্বোচ্চ আদালত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল ।