1.ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহেই
ইংল্য়ান্ড সরকার তাদের ইন্ডিপেনডেন্ট মেডিসিন অ্য়ান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজ়েন্সির তরফে ফাইজ়ারের ভ্য়াকসিনকে অনুমোদন দেওয়ার আবেদন মঞ্জুর করেছে ৷
2.কলকাতা NICED-এ শুরু কোভ্যাকসিনের ট্রায়াল , উদ্বোধন রাজ্যপালের
1 হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এখনও পর্যন্ত 350 অনুরোধ এসেছে ।
3.কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে : রাজ্যপাল
আজ NICED-এর কোভ্যাকসিনের ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের আয়ূষ্মান ভারত প্রকল্পের প্রশংসা করেছেন তিনি ।
4.ইকো পার্কে দিলীপ ঘোষের যোগাভ্যাসের সময় বিক্ষোভ তৃণমূলের
প্রতিদিনের মতো আজ সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি যখন যোগাভ্যাস করছিলেন ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট-নিউটাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন কয়েকজন কর্মী নিয়ে "সব বেচে দে" গেঞ্জি পরে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান ।
5.প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ
মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ । তারই প্রতিবাদে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । এছাড়া তারা ডেপুটেশনও জমা দেয় ।
6.গোরু পাচারকাণ্ডে আজ ফের সতীশ কুমারকে CBI কোর্টে পেশ
সতীশ কুমারের বিরুদ্ধ 120B IPC এবং PCA 7, 11, 12 ধারায় মামলা রুজু হয়েছে । আজ সতীশ কুমারকে পুনরায় আসানসোল CBI কোর্টে তোলা হয়েছে । সতীশ কুমারের আইনজীবী তাঁর জামিনের জন্য় দরবার করবেন ৷ তবে, তদন্তের স্বার্থে CBI তার বিরোধিতা করতে পারে বলে খবর ৷
7."আর নয় অন্যায়" স্লোগান তুলে পাণ্ডবেশ্বরে মিছিল যুব মোর্চার
অমিত শাহ এরাজ্যে এসে বলে গিয়েছিলেন "আর নয় অন্যায় "। আর সেই স্লোগানকে সামনে রেখেই পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে মিছিল করলেন যুব মোর্চার সদস্যরা ।
অবশেষে সৌভিক চক্রবর্তীকে জামিন দিল মুম্বইয়ের বিশেষ NDPS আদালত । মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হওয়ার পর প্রায় তিন মাস ধরে জেলেই ছিলেন তিনি ।
9.মুম্বই ফিল্ম সিটিকে অন্যত্র সরানো সহজ নয় : সঞ্জয় রাউত
উত্তরপ্রদেশে ফিল্ম সিটি করা প্রসঙ্গে আদিত্যনাথকে একহাত নেন সঞ্জয় রাউত । বলেন, "মুম্বইয়ের ফিল্ম সিটি যদি কেউ নিয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা মজার বিষয় । এখান থেকে সেটাকে নিয়ে যাওয়া সহজ হবে না । এর সঙ্গে অনেক পুরোনো ইতিহাস জড়িয়ে আছে ।"
10.ভাঙলেন সচিনের রেকর্ড, দ্রুততম 12 হাজার রান কোহলির
309টি ম্যাচে 300টি ইনিংস খেলে 12 হাজার রান পূর্ণ করেছিলেন সচিন । আজ এই মাইলস্টোন ছুঁতে কোহলি নিলেন মাত্র 241টি ইনিংস ।