ETV Bharat / bharat

Today's Horoscope 4th August in Bangla: প্রেম জীবনে ভালো দিন মেষ রাশির, আপনার ভাগ্যে কী আছে - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope
রাশিফল
author img

By

Published : Aug 4, 2023, 6:07 AM IST

মেষ: প্রেম ও সম্পর্কের জন্য ভালো দিন আসতে চলেছে । আজ আপনার প্রিয়জন চাইবে যে আপনি তাকে প্রশ্রয় দিন । এর ফলে একটি ভালো প্রেমের সম্পর্কের রাস্তা খুলে যাবে । আর্থিক ক্ষেত্রে পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটি আদর্শ সময় । অতিশয় সতর্ক না হয়েও আপনি খরচের ওপর লাগাম টানতে পারবেন । পেশার ক্ষেত্রে আজ আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে । আপনার পরিচালন ক্ষমতার পরীক্ষা হবে । যদিও কয়েকবার মাথা খাটানোর পরে বৃদ্ধি নিশ্চিত করা যাবে ৷ যার ফলে আপনি ঊর্ধতনদের প্রশংসা কুড়োবেন ।

বৃষ: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন ৷ কর্তৃত্ব দেখাবেন না ও প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ধৈর্যশীল থাকুন । লোভনীয় কোনও বিনিয়োগ করার আগে দু‘বার ভাবুন । যদিও প্রখর বুদ্ধি কাজে লাগালে আপনি সহিজেই ভালো ও খারাপ লেনদেনের পার্থক্য বুঝতে পারবেন । পেশার ক্ষেত্রে অগ্রগতি আপনার মনোযোগ আকর্ষণ করবে । উৎকর্ষতার জন্য চেষ্টা করুন ও আপনার উদ্যমকে সঠিক দিকে চালত করুন । দলগত কাজের মাধ্যমে কাঙ্খিত ফল পাওয়া যেতে পারে ।

মিথুন: আপনার প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যাটি অবিষ্মরণীয় হয়ে উঠবে । আপনার দৈনন্দিন জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পাবেন । আজ প্রেম জীবন বেশ ভালোই কাটবে। আপনার খুশি আপনার আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল হবে । ভারসাম্য বজায় রাখুন । পেশার ক্ষেত্রে আজ একটি ব্যস্ত দিন ৷ মিটিং ও আলাপচারিতার জন্য আপনাকে একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে । আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন ৷ কোন কাজকে প্রাধান্য দেবেন তা সহজেই ঠিক করতে পারবেন ।

কর্কট: আপনি প্রিয়তমের প্রতি আপনার আবেগের কথা উজাড় করে দেবেন ৷ ফলে প্রেম জীবনে কোনও ঝামেলাই থাকবে না । বাড়িতে ও আপনার মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটানোর ফলে প্রবল আনন্দ পাবেন । আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে । সমস্যাগুলি নিয়ে চিন্তা করে না সেগুলির বাস্তব ও কার্যকর সমাধান খোঁজা শুরু করুন । কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ লাভজনক প্রমাণিত হতে পারে । দিনের প্রথম ভাগে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগবেন ৷ তবে কিন্তু শীঘ্রই এই ভাবনা চলে যাবে।

সিংহ: আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেওয়ার সময় । এর ফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে । আর্থিক লাভের জন্য মন উদার রাখুন ও নমনীয় থাকুন ৷ যাতে ভালো প্রস্তাব গ্রহণ করতে পারেন । উপার্জন বাড়াতে চাইলে অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন । পেশার ক্ষেত্রে আপনি হয়ত শক্তি সঞ্চয়ের মেজাজে থাকবেন । কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন । পরচর্চায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে ৷

কন্যা: আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু উপভোগ্য মুহূর্তে কাটাবেন । আপনার কাজের প্রতি দায়িত্বজ্ঞান, আপনার সঙ্গীর প্রশংসা পাবে । আর্থিক ক্ষেত্রে আপনি বাজে কারণে খরচ হওয়া অর্থ হিসাব করে দেখবেন ও কষ্টার্জিত অর্থের মূল্য বুঝতে পারবেন । এরফলে আপনার সঞ্চয়ের দিকে নজর দেবেন । কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে । আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ তবে তাড়াহুড়ো করবেন না । কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে ।

তুলা: আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন । আপনি আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন ৷ আপনার সৃজনশীল ক্ষমতা প্রকাশ পাবে । যে ব্যক্তিরা শেয়ারবাজের লেনদেন করেন তাঁদের আবার বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে । বুদ্ধিমানের মতো টাকা বিনিয়োগ করলে আজ দিনটি লাভজনক ৷ ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না । আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ও আপনি কর্মক্ষেত্রে সবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন । গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি সহকর্মীদের মতামতগুলি বিবেচনা করবেন ।

বৃশ্চিক: আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন । আপনার মন খারাপের সময়ে আপনার প্রিয় মানুষের সন্নিধ্য আনন্দ ও মানসিক সন্তুষ্টি এনে দিতে পারে । আর্থিক ক্ষেত্রে আপনাকে যা হচ্ছে তা হতে দিতে হবে ৷ জীবন থেকে সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে । আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে কাজে লাগান । গভীর চিন্তা থেকে বিরত থাকুন ও আপনার কাজে এর প্রভাব পড়তে দেবেন না ।

ধনু: প্রেমজনিত সমস্যাগুলির মিটমাট হয়ে যাওয়াতে আপনি স্বস্তি পাবেন । অবিবাহিত ব্যক্তিরা বিশেষ মানুষের খোঁজ পেতে পারেন । সম্পর্কে থাকা দম্পতিরা তাদের সঙ্গীর সমর্থনে আনন্দময় জীবন কাটাবেন । যদিও বেড়াতে গিয়ে আরাম করার জন্য আদর্শ সময় এখন ৷ তাও আপনি কাজ করার কথা ভেবে দেখতে পারেন ৷ কেননা প্রমোদভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত আছে । সারা দিন আপনি কর্মক্ষম থাকবেন । কর্মক্ষেত্রে আপনার কাজে সৃজনশীলতা দেখা যেতে পারে। আপনি সর্বাধিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারেন, যা কিনা চলতে থাকা কাজগুলিতে সফল হওয়া নিশ্চিত করবে ।

মকর: আজ আবেগজনিত জটিলতা সামলানো কঠিন হয়ে উঠতে পারে ৷ মৃদুভাষী হওয়া ও মানিয়ে নেওয়া তাতে সাহায্য করতে পারে । সাংসারিক জীবন একঘেয়ে ও নিস্তেজ মনে হতে পারে । যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান বজায় থাকবে । অর্থ আপনার জীবনের বেশিটাই নির্ধারণ করে ৷ অর্থের অভাব আপনাকে বিচলিত করবে । আর্থিক ক্ষেত্রে যেহেতু নক্ষত্র আপনার সহায় থাকবে, তাই এই সময়টিকে কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলুন । আপনার যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে । আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি যে বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন ।

কুম্ভ: আজ সারাদিন আপনি ফুর্তির মেজাজে থাকবেন ৷ যা কিনা আপনার প্রেম জীবনকে আকর্ষণীয় করে তুলবে । টাকাপয়সার ক্ষেত্রে আপনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারবেন । অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা ও আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন । পেশাগত দিকে, নতুন প্রকল্প শুরু করার জন্য আজ ভালো দিন । আপনার প্রতিভা, চিন্তাভাবনা, মানুষজনের সঙ্গে কথাবার্তা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি কাজগুলি সাফল্যের সঙ্গে সামলাতে পারবেন । সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে ।

মীন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে । মনের কথা খুলে বললে বিষয়গুলি মিটমাট করে ফেলতে সাহায্য হবে । আগামী দিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন, কাজেই আর্থিক বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকুন । কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের জন্য আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হবে । একাগ্রচিত্তে কাজে মনোনিবেশ করুন, কেননা ভুল করার সম্ভাবনা আছে । যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার ও উতকর্ষতা নিশ্চিত করার জন্য আজ ভালো দিন ।

মেষ: প্রেম ও সম্পর্কের জন্য ভালো দিন আসতে চলেছে । আজ আপনার প্রিয়জন চাইবে যে আপনি তাকে প্রশ্রয় দিন । এর ফলে একটি ভালো প্রেমের সম্পর্কের রাস্তা খুলে যাবে । আর্থিক ক্ষেত্রে পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটি আদর্শ সময় । অতিশয় সতর্ক না হয়েও আপনি খরচের ওপর লাগাম টানতে পারবেন । পেশার ক্ষেত্রে আজ আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে । আপনার পরিচালন ক্ষমতার পরীক্ষা হবে । যদিও কয়েকবার মাথা খাটানোর পরে বৃদ্ধি নিশ্চিত করা যাবে ৷ যার ফলে আপনি ঊর্ধতনদের প্রশংসা কুড়োবেন ।

বৃষ: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন ৷ কর্তৃত্ব দেখাবেন না ও প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ধৈর্যশীল থাকুন । লোভনীয় কোনও বিনিয়োগ করার আগে দু‘বার ভাবুন । যদিও প্রখর বুদ্ধি কাজে লাগালে আপনি সহিজেই ভালো ও খারাপ লেনদেনের পার্থক্য বুঝতে পারবেন । পেশার ক্ষেত্রে অগ্রগতি আপনার মনোযোগ আকর্ষণ করবে । উৎকর্ষতার জন্য চেষ্টা করুন ও আপনার উদ্যমকে সঠিক দিকে চালত করুন । দলগত কাজের মাধ্যমে কাঙ্খিত ফল পাওয়া যেতে পারে ।

মিথুন: আপনার প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যাটি অবিষ্মরণীয় হয়ে উঠবে । আপনার দৈনন্দিন জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পাবেন । আজ প্রেম জীবন বেশ ভালোই কাটবে। আপনার খুশি আপনার আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল হবে । ভারসাম্য বজায় রাখুন । পেশার ক্ষেত্রে আজ একটি ব্যস্ত দিন ৷ মিটিং ও আলাপচারিতার জন্য আপনাকে একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে । আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন ৷ কোন কাজকে প্রাধান্য দেবেন তা সহজেই ঠিক করতে পারবেন ।

কর্কট: আপনি প্রিয়তমের প্রতি আপনার আবেগের কথা উজাড় করে দেবেন ৷ ফলে প্রেম জীবনে কোনও ঝামেলাই থাকবে না । বাড়িতে ও আপনার মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটানোর ফলে প্রবল আনন্দ পাবেন । আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে । সমস্যাগুলি নিয়ে চিন্তা করে না সেগুলির বাস্তব ও কার্যকর সমাধান খোঁজা শুরু করুন । কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ লাভজনক প্রমাণিত হতে পারে । দিনের প্রথম ভাগে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগবেন ৷ তবে কিন্তু শীঘ্রই এই ভাবনা চলে যাবে।

সিংহ: আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেওয়ার সময় । এর ফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে । আর্থিক লাভের জন্য মন উদার রাখুন ও নমনীয় থাকুন ৷ যাতে ভালো প্রস্তাব গ্রহণ করতে পারেন । উপার্জন বাড়াতে চাইলে অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন । পেশার ক্ষেত্রে আপনি হয়ত শক্তি সঞ্চয়ের মেজাজে থাকবেন । কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন । পরচর্চায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে ৷

কন্যা: আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু উপভোগ্য মুহূর্তে কাটাবেন । আপনার কাজের প্রতি দায়িত্বজ্ঞান, আপনার সঙ্গীর প্রশংসা পাবে । আর্থিক ক্ষেত্রে আপনি বাজে কারণে খরচ হওয়া অর্থ হিসাব করে দেখবেন ও কষ্টার্জিত অর্থের মূল্য বুঝতে পারবেন । এরফলে আপনার সঞ্চয়ের দিকে নজর দেবেন । কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে । আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ তবে তাড়াহুড়ো করবেন না । কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে ।

তুলা: আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন । আপনি আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন ৷ আপনার সৃজনশীল ক্ষমতা প্রকাশ পাবে । যে ব্যক্তিরা শেয়ারবাজের লেনদেন করেন তাঁদের আবার বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে । বুদ্ধিমানের মতো টাকা বিনিয়োগ করলে আজ দিনটি লাভজনক ৷ ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না । আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ও আপনি কর্মক্ষেত্রে সবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন । গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি সহকর্মীদের মতামতগুলি বিবেচনা করবেন ।

বৃশ্চিক: আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন । আপনার মন খারাপের সময়ে আপনার প্রিয় মানুষের সন্নিধ্য আনন্দ ও মানসিক সন্তুষ্টি এনে দিতে পারে । আর্থিক ক্ষেত্রে আপনাকে যা হচ্ছে তা হতে দিতে হবে ৷ জীবন থেকে সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে । আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে কাজে লাগান । গভীর চিন্তা থেকে বিরত থাকুন ও আপনার কাজে এর প্রভাব পড়তে দেবেন না ।

ধনু: প্রেমজনিত সমস্যাগুলির মিটমাট হয়ে যাওয়াতে আপনি স্বস্তি পাবেন । অবিবাহিত ব্যক্তিরা বিশেষ মানুষের খোঁজ পেতে পারেন । সম্পর্কে থাকা দম্পতিরা তাদের সঙ্গীর সমর্থনে আনন্দময় জীবন কাটাবেন । যদিও বেড়াতে গিয়ে আরাম করার জন্য আদর্শ সময় এখন ৷ তাও আপনি কাজ করার কথা ভেবে দেখতে পারেন ৷ কেননা প্রমোদভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত আছে । সারা দিন আপনি কর্মক্ষম থাকবেন । কর্মক্ষেত্রে আপনার কাজে সৃজনশীলতা দেখা যেতে পারে। আপনি সর্বাধিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারেন, যা কিনা চলতে থাকা কাজগুলিতে সফল হওয়া নিশ্চিত করবে ।

মকর: আজ আবেগজনিত জটিলতা সামলানো কঠিন হয়ে উঠতে পারে ৷ মৃদুভাষী হওয়া ও মানিয়ে নেওয়া তাতে সাহায্য করতে পারে । সাংসারিক জীবন একঘেয়ে ও নিস্তেজ মনে হতে পারে । যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান বজায় থাকবে । অর্থ আপনার জীবনের বেশিটাই নির্ধারণ করে ৷ অর্থের অভাব আপনাকে বিচলিত করবে । আর্থিক ক্ষেত্রে যেহেতু নক্ষত্র আপনার সহায় থাকবে, তাই এই সময়টিকে কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলুন । আপনার যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে । আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি যে বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন ।

কুম্ভ: আজ সারাদিন আপনি ফুর্তির মেজাজে থাকবেন ৷ যা কিনা আপনার প্রেম জীবনকে আকর্ষণীয় করে তুলবে । টাকাপয়সার ক্ষেত্রে আপনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারবেন । অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা ও আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন । পেশাগত দিকে, নতুন প্রকল্প শুরু করার জন্য আজ ভালো দিন । আপনার প্রতিভা, চিন্তাভাবনা, মানুষজনের সঙ্গে কথাবার্তা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি কাজগুলি সাফল্যের সঙ্গে সামলাতে পারবেন । সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে ।

মীন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে । মনের কথা খুলে বললে বিষয়গুলি মিটমাট করে ফেলতে সাহায্য হবে । আগামী দিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন, কাজেই আর্থিক বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকুন । কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের জন্য আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হবে । একাগ্রচিত্তে কাজে মনোনিবেশ করুন, কেননা ভুল করার সম্ভাবনা আছে । যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার ও উতকর্ষতা নিশ্চিত করার জন্য আজ ভালো দিন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.