ETV Bharat / bharat

Today's Horoscope 10th Oct in Bangla: আজ আপনার ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে - আজকের রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 7:01 AM IST

মেষ: আপনি নিজের কাজ ও সম্পর্ক নিয়ে উত্তেজিত । কর্মক্ষেত্রে, আপনি অন্যদের নিজের দলে যোগ দেওয়ার বিষয়ে প্রভাবিত করবেন । তবে, যেকোনও কাজ করার আগে আপনাকে সতর্ক হয়ে চিন্তাভাবনা করতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কারণ অনেক সময় প্রত্যাশার বিপরীত ফল পাওয়া যেতে পারে ৷ এর দায় আপনাকেই বহন করতে হবে ।

বৃষ: পারিবারিক সমস্যা আজ আপনাকে ব্যস্ত রাখবে । আপনার মেজাজ ও পরিণত মানসিকতা আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে সাহায্য করবে । আপনার কর্মশক্তি ও উৎসাহ আংশিক প্রত্যাশিত ফল দেবে । আজ রাতে প্রেমের গভীর প্রকাশ অনুভব করার সম্ভাবনা আছে, তবে বেশিরভাগটা ভাষার মাধ্যমেই হবে ।

মিথুন: আজ আপনি একটি দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন । সেইসঙ্গে, সারাদিন আনন্দ ও উৎসাহে কাটবে । বিকালে আপনাকে বিরক্ত করা মানুষকে সফলভাবে এড়াতে পারবেন । সহিষ্ণুতা অভ্যাসের এটাই সঠিক পথ ।

কর্কট: আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন । যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হবেন । বড় আকারের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন। আগে থাকতে সতর্ক থাকলে ক্ষতির আশঙ্কা অনেকটা কমানো যায় ৷

সিংহ: নতুন প্রকল্প হাতে নেওয়ার ও নতুন চুক্তি স্বাক্ষর করার এটা সঠিক সময় । আপনার ব্যবসায়িক সামর্থ্যও বাড়বে । আপনাকে বাড়তে থাকা প্রত্যাশার চাপ নিতে হবে ৷ তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্যের পথ নির্মাণ করার ক্ষমতা রাখেন ।

কন্যা: ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন আছেন । অনেক দূর থেকে, এমনকী বিদেশ থেকেও সুখবর পেতে পারেন । আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে । আজ আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তিমুক্ত থাকবে ।

তুলা: আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী । তাই আজ যেখানেই যান এই মানসিকতা বজায় রাখুন। আজ কাজের জায়গায় আপনি একটু বেশিই সাবধান থাকবেন ৷ তবে সেটা আপনাকে আগলেই রাখবে । আজ দিনটাই এমন যখন আপনি কিছুতেই কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আটকে রাখতে পারবেন না ।

বৃশ্চিক: আজ প্রেমপূর্ণ দিন ৷ তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে । তবে, প্রেমের সম্পর্ক গভীর আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশি শক্তিশালী থাকবে । তবে দুঃখ না পেয়ে লুকনো সমস্যা সৃষ্টিকারী বিষয়গুলি খুঁজে বের করুন ।

ধনু: সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ লাভজনক ও ফলদায়ক দিন । দিনের শেষের দিকে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে ঋণের অনুমোদন পেতে পারেন । সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন ।

মকর: কাজের চাপ ক্রমশ বাড়ছে ৷ আর আপনার পক্ষে এই চাপ সহ্য করা খুবই কঠিন হবে দিনের পর দিন । আজ প্রচুর কাজ বাকি থেকে গিয়েছে । তবে এগুলির কোনওটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বা আপনাকে ব্যর্থ করতে পারবে না । আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন ৷ সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথটিও বেছে নেবেন ।

কুম্ভ: মাঝেমাঝে এমন সময় আসে যখন কিছুই আপনার পরিকল্পনামাফিক হয় না ৷ আর শেষ পর্যন্ত হতাশাই থাকে পরিণত হয় । আজ যদি এমনই একটি প্রতিকূল দিন হয়, আগে থাকতে প্রস্তুত থাকুন । কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধৈর্য, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে সমাধান করুন ।

মীন: রোজের বিরক্তিকর কাজ নিয়ে অপেক্ষা করছে আজকের গতানুগতিক দিনটি । বারংবার করে আসা কাজে আজ আর উৎসাহ পাবেন না । বিকালের পরে এর মোকাবিলা করার জন্য অনেক বেশী ইতিবাচক মনোভাব ফিরে পাবেন ৷

মেষ: আপনি নিজের কাজ ও সম্পর্ক নিয়ে উত্তেজিত । কর্মক্ষেত্রে, আপনি অন্যদের নিজের দলে যোগ দেওয়ার বিষয়ে প্রভাবিত করবেন । তবে, যেকোনও কাজ করার আগে আপনাকে সতর্ক হয়ে চিন্তাভাবনা করতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কারণ অনেক সময় প্রত্যাশার বিপরীত ফল পাওয়া যেতে পারে ৷ এর দায় আপনাকেই বহন করতে হবে ।

বৃষ: পারিবারিক সমস্যা আজ আপনাকে ব্যস্ত রাখবে । আপনার মেজাজ ও পরিণত মানসিকতা আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে সাহায্য করবে । আপনার কর্মশক্তি ও উৎসাহ আংশিক প্রত্যাশিত ফল দেবে । আজ রাতে প্রেমের গভীর প্রকাশ অনুভব করার সম্ভাবনা আছে, তবে বেশিরভাগটা ভাষার মাধ্যমেই হবে ।

মিথুন: আজ আপনি একটি দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন । সেইসঙ্গে, সারাদিন আনন্দ ও উৎসাহে কাটবে । বিকালে আপনাকে বিরক্ত করা মানুষকে সফলভাবে এড়াতে পারবেন । সহিষ্ণুতা অভ্যাসের এটাই সঠিক পথ ।

কর্কট: আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন । যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হবেন । বড় আকারের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন। আগে থাকতে সতর্ক থাকলে ক্ষতির আশঙ্কা অনেকটা কমানো যায় ৷

সিংহ: নতুন প্রকল্প হাতে নেওয়ার ও নতুন চুক্তি স্বাক্ষর করার এটা সঠিক সময় । আপনার ব্যবসায়িক সামর্থ্যও বাড়বে । আপনাকে বাড়তে থাকা প্রত্যাশার চাপ নিতে হবে ৷ তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্যের পথ নির্মাণ করার ক্ষমতা রাখেন ।

কন্যা: ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন আছেন । অনেক দূর থেকে, এমনকী বিদেশ থেকেও সুখবর পেতে পারেন । আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে । আজ আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তিমুক্ত থাকবে ।

তুলা: আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী । তাই আজ যেখানেই যান এই মানসিকতা বজায় রাখুন। আজ কাজের জায়গায় আপনি একটু বেশিই সাবধান থাকবেন ৷ তবে সেটা আপনাকে আগলেই রাখবে । আজ দিনটাই এমন যখন আপনি কিছুতেই কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আটকে রাখতে পারবেন না ।

বৃশ্চিক: আজ প্রেমপূর্ণ দিন ৷ তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে । তবে, প্রেমের সম্পর্ক গভীর আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশি শক্তিশালী থাকবে । তবে দুঃখ না পেয়ে লুকনো সমস্যা সৃষ্টিকারী বিষয়গুলি খুঁজে বের করুন ।

ধনু: সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ লাভজনক ও ফলদায়ক দিন । দিনের শেষের দিকে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে ঋণের অনুমোদন পেতে পারেন । সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন ।

মকর: কাজের চাপ ক্রমশ বাড়ছে ৷ আর আপনার পক্ষে এই চাপ সহ্য করা খুবই কঠিন হবে দিনের পর দিন । আজ প্রচুর কাজ বাকি থেকে গিয়েছে । তবে এগুলির কোনওটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বা আপনাকে ব্যর্থ করতে পারবে না । আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন ৷ সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথটিও বেছে নেবেন ।

কুম্ভ: মাঝেমাঝে এমন সময় আসে যখন কিছুই আপনার পরিকল্পনামাফিক হয় না ৷ আর শেষ পর্যন্ত হতাশাই থাকে পরিণত হয় । আজ যদি এমনই একটি প্রতিকূল দিন হয়, আগে থাকতে প্রস্তুত থাকুন । কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধৈর্য, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে সমাধান করুন ।

মীন: রোজের বিরক্তিকর কাজ নিয়ে অপেক্ষা করছে আজকের গতানুগতিক দিনটি । বারংবার করে আসা কাজে আজ আর উৎসাহ পাবেন না । বিকালের পরে এর মোকাবিলা করার জন্য অনেক বেশী ইতিবাচক মনোভাব ফিরে পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.