নয়াদিল্লি, 26 এপ্রিল: যন্তর মন্তরে দ্বিতীয় দফায় কুস্তিগীরদের অবস্থান বিক্ষোভ আজ চতুর্থ দিনে পড়ল ৷ বুধবার সকালে জাতীয় রাজধানীতে এক অন্য ছবি ধরা পড়ল ৷ এ দিন যন্তর মন্তরে ট্রেনিং সেশন শুরু করলেন তাঁরা ৷ বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, সাক্ষী মালিক-সহ সকল কুস্তিগীরদের স্ট্রেচিং-সহ শরীরচর্চা করতে দেখা গেল ৷ এমনকী নিজেদের মধ্যেই কুস্তির অনুশীলন করলেন তাঁরা ৷ গত 4 দিন ধরে রেসিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে হওয়া তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে আনা এবং সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিং শরণের শাস্তির দাবিতে ফের অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জাতীয় কুস্তিগীরদের একাংশ ৷
এ নিয়ে আজ অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে প্রতিবাদ জানানোর পাশাপাশি, অনুশীলনও করছেন ৷ তাঁর কথায়, মানুষ তাঁদেরকে দায়িত্ব দিয়েছে কুস্তি লড়ে দেশের জন্য পদক নিয়ে আসার ৷ সেই দায়িত্ব পালনের জন্য তাঁরা সবসময় নিজেদের প্রস্তুত রাখতে চান ৷ আর সেটা তাঁদের কর্তব্য ৷ আর পুলিশ তাঁদের প্রতিবাদ জানাতে এবং অনুশীলন করা থেকে আটকাতে পারে না ৷ বজরং পুনিয়া এদিনও অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করেনি ব্রিজভূষণ সিং শরণের বিরুদ্ধে ৷
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় 7 জন মহিলা কুস্তিগীর দিল্লি পুলিশে মামলা দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু, সোমবার পুলিশের তরফে জানানো হয়েছিল, যথেষ্ঠ প্রমাণ না-পেলে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হবে না ৷ পুলিশের এই আচরণের জেরে ফের যন্তর মন্তরে সুবিচারের দাবিতে প্রতিবাদে নেমেছেন দেশের প্রথম সারির কুস্তিগীরদের একাংশ ৷ অন্যদিকে, দিল্লি পুলিশ ক্রীড়ামন্ত্রকের গঠিত কমিটির তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷
আরও পড়ুন: অবস্থানে বদল, সব রাজনৈতিক দলকে আন্দোলনে সামিল হওয়ার বার্তা ভিনেশ-বজরংদের
সোমবার কুস্তিগীর ভিনেশ ফোগত সোশাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে একাধিক ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ সেখানে দিল্লি পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ আর সেই সব ভিডিয়ো তিনি প্রধানমন্ত্রীর মন্ত্রক, ক্রীড়ামন্ত্রক এবং সুপ্রিম কোর্টের সোশাল মিডিয়ায় ট্যাগ করেন ৷ এমনকী প্রতিবাদে সামিল কুস্তিগীররা এ নিয়ে শীর্ষ আদালতে একটি আবেদন করেন পুলিশের এফআইআর না-নেওয়ার বিষয়ে ৷ সুপ্রিম কোর্টের তরফে দিল্লি পুলিশকে অভিযোগের প্রেক্ষিতে একটি নোটিশ পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে বিষয়টিকে ‘গুরুতর’ অ্যাখ্যা দিয়ে আগামী শুক্রবার শুনানির দিন ধার্য করেছে দেশের শীর্ষ আদালত ৷