ETV Bharat / bharat

Senthil Balaji Arrested: মন্ত্রীর গ্রেফতারিতে আইনের অপপ্রয়োগ হয়েছে, মাদ্রাজ হাইকোর্টে মামলা সেন্থিল বালাজির স্ত্রী'র - ভি সেন্তিল বালাজি

হেবিয়াস করপাস দাখিল করলেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্তিল বালাজির স্ত্রী এস মেগালা ৷ হাওয়ালা মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ মাদ্রাজ হাইকোর্টে মামলাটি দাখিল করা হয়েছে ৷

TN Minister V Senthil Balaji Arrested ETV BHARAT
TN Minister V Senthil Balaji Arrested
author img

By

Published : Jun 14, 2023, 4:33 PM IST

চেন্নাই, 14 জুন: হাওয়ালা মামলায় ইডি গ্রেফতার করেছে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে ৷ এই গ্রেফতারির বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে হেবিয়াস করপাস দাখিল করলেন মন্ত্রীর স্ত্রী এস মেগালা ৷ তাঁর হয়ে আইনজীবী তথা ডিএমকে সাংসদ এনআর এলানগো মামলাটি লড়ছেন ৷ এই আবেদনের অর্থ, ইডি ভুল তথ্যের ভিত্তিতে বা আইনের অপপ্রয়োগ করে ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছে ৷

বিচারপতি এম সুন্দর এবং বিচারপতি আর শক্তিভেলের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছে ৷ মামলা গ্রহণ করলে ইডি-কে আদালত নির্দেশ দেবে তামিলনাড়ুর মন্ত্রীকে আদালতে পেশ করার জন্য ৷ উল্লেখ্য, 2011-2015 সাল পর্যন্ত তামিলনাড়ুর পরিবহণ মন্ত্রী ছিলেন ভি সেন্থিল বালাজি ৷ সেই সময় টাকা নিয়ে চাকরি বিক্রি ও হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ এই ঘটনায় ইডি তামিলনাড়ুর মন্ত্রীর বাড়ি ও দফতরে হানা দেয় ৷ এরপর দীর্ঘ 18 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বুধবার গ্রেফতার করা হয় তাঁকে ৷

সেই গ্রেফতারির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগে হেবিয়াস করপাস দাখিল করেছেন মন্ত্রীর স্ত্রী এস মেগালা ৷ তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজিরার জন্য কোনও নোটিশ দেননি ৷ বরং সরাসরি তাঁকে প্রথমে আটক করা হয় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে ৷ ইডি-র এই কাজ সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: ইডির টানা জেরায় 'অসুস্থ', হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

উল্লেখ্য, শুরুতে হাওয়ালা মামলার তদন্ত করছিল তামিলনাড়ু পুলিশ ৷ পরে সেই মামলার তদন্ত শুরু করে ইডি ৷ কিন্তু, মাদ্রাজ হাইকোর্টে ইডি-র তদন্তের বিরুদ্ধে আবেদন করে সরকার রাজ্য সরকার ৷ সেই আবেদনের শুনানি শেষে, তামিলনাড়ু পুলিশকেই টাকার বিনিময়ে চাকরি বিক্রির মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট ৷ কিন্তু, ইডি সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ৷ সেখানে গত 16 মে শীর্ষ আদালত ইডি-কে তদন্ত এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেয় ৷ তারপরেই তদন্তে নেমে তামিলনাড়ুর বর্তমান বিদ্যুৎমন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

চেন্নাই, 14 জুন: হাওয়ালা মামলায় ইডি গ্রেফতার করেছে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে ৷ এই গ্রেফতারির বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে হেবিয়াস করপাস দাখিল করলেন মন্ত্রীর স্ত্রী এস মেগালা ৷ তাঁর হয়ে আইনজীবী তথা ডিএমকে সাংসদ এনআর এলানগো মামলাটি লড়ছেন ৷ এই আবেদনের অর্থ, ইডি ভুল তথ্যের ভিত্তিতে বা আইনের অপপ্রয়োগ করে ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছে ৷

বিচারপতি এম সুন্দর এবং বিচারপতি আর শক্তিভেলের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছে ৷ মামলা গ্রহণ করলে ইডি-কে আদালত নির্দেশ দেবে তামিলনাড়ুর মন্ত্রীকে আদালতে পেশ করার জন্য ৷ উল্লেখ্য, 2011-2015 সাল পর্যন্ত তামিলনাড়ুর পরিবহণ মন্ত্রী ছিলেন ভি সেন্থিল বালাজি ৷ সেই সময় টাকা নিয়ে চাকরি বিক্রি ও হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ এই ঘটনায় ইডি তামিলনাড়ুর মন্ত্রীর বাড়ি ও দফতরে হানা দেয় ৷ এরপর দীর্ঘ 18 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বুধবার গ্রেফতার করা হয় তাঁকে ৷

সেই গ্রেফতারির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগে হেবিয়াস করপাস দাখিল করেছেন মন্ত্রীর স্ত্রী এস মেগালা ৷ তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজিরার জন্য কোনও নোটিশ দেননি ৷ বরং সরাসরি তাঁকে প্রথমে আটক করা হয় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে ৷ ইডি-র এই কাজ সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: ইডির টানা জেরায় 'অসুস্থ', হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

উল্লেখ্য, শুরুতে হাওয়ালা মামলার তদন্ত করছিল তামিলনাড়ু পুলিশ ৷ পরে সেই মামলার তদন্ত শুরু করে ইডি ৷ কিন্তু, মাদ্রাজ হাইকোর্টে ইডি-র তদন্তের বিরুদ্ধে আবেদন করে সরকার রাজ্য সরকার ৷ সেই আবেদনের শুনানি শেষে, তামিলনাড়ু পুলিশকেই টাকার বিনিময়ে চাকরি বিক্রির মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট ৷ কিন্তু, ইডি সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ৷ সেখানে গত 16 মে শীর্ষ আদালত ইডি-কে তদন্ত এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেয় ৷ তারপরেই তদন্তে নেমে তামিলনাড়ুর বর্তমান বিদ্যুৎমন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.