ETV Bharat / bharat

Abhishek Banerjee Criticises Congress: গোয়ায় কংগ্রেসের মতো ভুল করবে না তৃণমূল : অভিষেক - Abhishek Banerjee Criticises Congress

"গোয়ায় গতবার সরকার গড়তে পারেনি কংগ্রেস, একই ভুল করবে না তৃণমূল", কংগ্রেসকে কটাক্ষ করে গোয়ায় মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee Criticises Congress) ৷

Abhishek Banerjee Criticises Congress
"গোয়ায় গতবার সরকার গড়তে পারেনি কংগ্রেস, একই ভুল করবেনা তৃণমূল", কংগ্রেসকে কটাক্ষ করে গোয়ায় মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের
author img

By

Published : Dec 13, 2021, 8:42 PM IST

পানাজি, 13 ডিসেম্বর : রবিবার থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের দ্বিতীয় দফার গোয়া সফর ৷ গোয়ার মাটিতে পা রেখেই তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, ভোট ভাগ করতে গোয়ায় আসেনি তৃণমূল। আর 2022-এর বিধানসভা নির্বাচনে গোয়ার মানুষের সমর্থন চাইলেন তৃণমূলের সর্ভাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার তৃণমূলের সর্ভাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আর বিভাজনের রাজনীতি করাই বিজেপি-র রাজনীতি। তৃণমূলই বিজেপি-র আসল বিকল্প।" ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট হওয়ার কথা। তাকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাছে নেমে পড়েছে ঘাসফুল শিবির ৷ চলছে সংগঠন তৈরি ও তাকে শক্তিশালী করার কাজ ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার মানুষের কাছে এই সৈকত রাজ্যে নতুন ভোর আনতে পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি কথা দিয়েছেন, কারওর সঙ্গে বোঝাপড়া করে নয় মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে তৃণমূল।

কংগ্রেস ছেড়ে আগেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। আর এদিন তৃণমূলে নাম লেখালেন গোয়ার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। এদিন আলেমাও চার্চিলের যোগদানের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি প্রতিশ্রুতি দিলেও কথা রাখে না। তবে কথা দিয়ে কথা রাখতে জানেন মমতা। তিনি গোয়াকে ভারত সেরা করার কথা বলেছেন। কথা রাখবেন তিনি।" এদিনের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, "বিরোধীদের মাথানত করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। তবে এজেন্সি দিয়ে তৃণমূলকে রোখা যাবে না। তৃণমূল বিজেপির কাছে মাথানত করবে না। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে তৃণমূল। আমরা কিবোর্ড যোদ্ধা নই। আমরা সত্যিকারের যোদ্ধা।' কংগ্রেসকে এদিন ফের কটাক্ষ করেছেন অভিষেক (Abhishek Banerjee Criticises Congress) ৷ বলেন, "এটাই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের পার্থক্য, তৃণমূল শুধু টুইটার বা ফেসবুকে থাকে না। তৃণমূল ময়দানে নেমে সামনে থেকে লড়াই করে। আপনারা কংগ্রেসের পক্ষে জনাদেশ দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস সরকার গড়তে পারেনি। আমাদের সুযোগ দিন। আমরা কংগ্রেসের মতো করব না (TMC will not repeat the blunder of congress in goa, says Abhishek Banerjee)।"

"গোয়ায় গতবার সরকার গড়তে পারেনি কংগ্রেস, একই ভুল করবেনা তৃণমূল", কংগ্রেসকে কটাক্ষ করে গোয়ায় মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের

আরও পড়ুন : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা

তৃণমূল যে গোয়ায় বিরোধী ভোট ভাগ করতে আসেনি তা বোঝাতে গিয়ে অভিষেক এদিন বলেন, "মনে রাখতে হবে তৃণমূল গোয়াতে ভোট বিভাজনের জন্য আসেনি। আমরা গোয়ায় বিজেপি বিরোধী ভোট একত্রিত করতে এসেছি। বাংলার মতোই গোয়াকে দেশের মধ্যে সেরা করতে এসেছি। বিজেপির কাছে মাথা নোয়ায় না তৃণমূল।" গোয়ার ফুটবল খেলার মাঠ থেকে ও "খেলা হবে"-এর ডাক এদিন দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷

পানাজি, 13 ডিসেম্বর : রবিবার থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের দ্বিতীয় দফার গোয়া সফর ৷ গোয়ার মাটিতে পা রেখেই তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, ভোট ভাগ করতে গোয়ায় আসেনি তৃণমূল। আর 2022-এর বিধানসভা নির্বাচনে গোয়ার মানুষের সমর্থন চাইলেন তৃণমূলের সর্ভাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার তৃণমূলের সর্ভাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আর বিভাজনের রাজনীতি করাই বিজেপি-র রাজনীতি। তৃণমূলই বিজেপি-র আসল বিকল্প।" ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট হওয়ার কথা। তাকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাছে নেমে পড়েছে ঘাসফুল শিবির ৷ চলছে সংগঠন তৈরি ও তাকে শক্তিশালী করার কাজ ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার মানুষের কাছে এই সৈকত রাজ্যে নতুন ভোর আনতে পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি কথা দিয়েছেন, কারওর সঙ্গে বোঝাপড়া করে নয় মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে তৃণমূল।

কংগ্রেস ছেড়ে আগেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। আর এদিন তৃণমূলে নাম লেখালেন গোয়ার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। এদিন আলেমাও চার্চিলের যোগদানের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি প্রতিশ্রুতি দিলেও কথা রাখে না। তবে কথা দিয়ে কথা রাখতে জানেন মমতা। তিনি গোয়াকে ভারত সেরা করার কথা বলেছেন। কথা রাখবেন তিনি।" এদিনের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, "বিরোধীদের মাথানত করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। তবে এজেন্সি দিয়ে তৃণমূলকে রোখা যাবে না। তৃণমূল বিজেপির কাছে মাথানত করবে না। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে তৃণমূল। আমরা কিবোর্ড যোদ্ধা নই। আমরা সত্যিকারের যোদ্ধা।' কংগ্রেসকে এদিন ফের কটাক্ষ করেছেন অভিষেক (Abhishek Banerjee Criticises Congress) ৷ বলেন, "এটাই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের পার্থক্য, তৃণমূল শুধু টুইটার বা ফেসবুকে থাকে না। তৃণমূল ময়দানে নেমে সামনে থেকে লড়াই করে। আপনারা কংগ্রেসের পক্ষে জনাদেশ দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস সরকার গড়তে পারেনি। আমাদের সুযোগ দিন। আমরা কংগ্রেসের মতো করব না (TMC will not repeat the blunder of congress in goa, says Abhishek Banerjee)।"

"গোয়ায় গতবার সরকার গড়তে পারেনি কংগ্রেস, একই ভুল করবেনা তৃণমূল", কংগ্রেসকে কটাক্ষ করে গোয়ায় মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের

আরও পড়ুন : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা

তৃণমূল যে গোয়ায় বিরোধী ভোট ভাগ করতে আসেনি তা বোঝাতে গিয়ে অভিষেক এদিন বলেন, "মনে রাখতে হবে তৃণমূল গোয়াতে ভোট বিভাজনের জন্য আসেনি। আমরা গোয়ায় বিজেপি বিরোধী ভোট একত্রিত করতে এসেছি। বাংলার মতোই গোয়াকে দেশের মধ্যে সেরা করতে এসেছি। বিজেপির কাছে মাথা নোয়ায় না তৃণমূল।" গোয়ার ফুটবল খেলার মাঠ থেকে ও "খেলা হবে"-এর ডাক এদিন দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.