ETV Bharat / bharat

ED Director's tenure extension: ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্র - সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি

ইডি প্রধান (ED director tenure extension) সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধির (Enforcement Directorate chief Sanjay Kumar Mishra) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন (ED Director's tenure extension) তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল (TMC spokesperson moves SC against extension of tenure)৷

TMC spokesperson moves Supreme Court against ED Director's tenure extension
ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্র
author img

By

Published : Apr 6, 2022, 5:35 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় কুমার মিশ্রর (Enforcement Directorate chief Sanjay Kumar Mishra) মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা (ED director tenure extension)৷ তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেছেন (Saket Gokhale PIL in Supreme Court)৷

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন, 2003 -এর 25 নং ধারা অর্থাৎ মেয়াদ বৃদ্ধির ধারা অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি আদালত অবমাননারও অভিযোগ এনেছেন গোখেল ৷ কারণ মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন না দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত (TMC spokesperson moves SC against extension of tenure)৷

গোখেলের অভিযোগ, সঞ্জয় কুমার মিশ্র তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির রিটার্ন ডেডলাইনের মধ্যে আপলোড করতে ব্যর্থ হয়েছেন (TMC spokesperson moves Supreme Court)৷ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনেও তিনি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন ৷ ডেডলাইন ছিল 2021 সালের 30 নভেম্বর ৷ আর নথি আপলোড করা হয় 2021 সালের 3 ডিসেম্বর ৷ আবেদনে বলা হয়েছে, মেয়াদ বৃদ্ধি হলে অফিসারদের উপর রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সম্ভাবনা খুলে দেয় ৷ যার ফলে প্রতিষ্ঠান পড়ে ঝুঁকির মুখে ৷

আরও পড়ুন: Anubrata Mandal at SSKM : এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হল 8 সদস্যের মেডিক্যাল বোর্ড

পিটিশনে আরও লেখা হয়েছে, এই পদের মেয়াদ বৃদ্ধি হলে মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং প্রতিষ্ঠানের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলবে ৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে এমন একটা সংবেদনশীল পদের উপর রাজনৈতিক প্রভাব পড়তে বাধ্য ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলায় আদালত বলেছিল, মিশ্রর মেয়াদ বৃদ্ধি করা যাবে না ৷ আদালতের এই নির্দেশের পরও সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় কুমার মিশ্রর (Enforcement Directorate chief Sanjay Kumar Mishra) মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা (ED director tenure extension)৷ তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেছেন (Saket Gokhale PIL in Supreme Court)৷

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন, 2003 -এর 25 নং ধারা অর্থাৎ মেয়াদ বৃদ্ধির ধারা অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি আদালত অবমাননারও অভিযোগ এনেছেন গোখেল ৷ কারণ মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন না দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত (TMC spokesperson moves SC against extension of tenure)৷

গোখেলের অভিযোগ, সঞ্জয় কুমার মিশ্র তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির রিটার্ন ডেডলাইনের মধ্যে আপলোড করতে ব্যর্থ হয়েছেন (TMC spokesperson moves Supreme Court)৷ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনেও তিনি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন ৷ ডেডলাইন ছিল 2021 সালের 30 নভেম্বর ৷ আর নথি আপলোড করা হয় 2021 সালের 3 ডিসেম্বর ৷ আবেদনে বলা হয়েছে, মেয়াদ বৃদ্ধি হলে অফিসারদের উপর রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সম্ভাবনা খুলে দেয় ৷ যার ফলে প্রতিষ্ঠান পড়ে ঝুঁকির মুখে ৷

আরও পড়ুন: Anubrata Mandal at SSKM : এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হল 8 সদস্যের মেডিক্যাল বোর্ড

পিটিশনে আরও লেখা হয়েছে, এই পদের মেয়াদ বৃদ্ধি হলে মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং প্রতিষ্ঠানের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলবে ৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে এমন একটা সংবেদনশীল পদের উপর রাজনৈতিক প্রভাব পড়তে বাধ্য ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলায় আদালত বলেছিল, মিশ্রর মেয়াদ বৃদ্ধি করা যাবে না ৷ আদালতের এই নির্দেশের পরও সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.