ETV Bharat / bharat

Derek O'Brien Covid Positive : করোনা সংক্রামিত ডেরেক ও'ব্রায়েন - Derek O'Brien Have tested Covid positive

রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৷ (TMC Rajya Sabha MP Derek O'Brien Have tested Covid positive) টুইটে নিজেই জানালেন একথা ৷

Derek O'Brien Covid Positive
করোনা সংক্রামিত ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Dec 28, 2021, 12:00 PM IST

Updated : Dec 28, 2021, 1:14 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর : করোনায় আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ টুইটে নিজেই জানালেন এই কথা (TMC Rajya Sabha MP Derek O'Brien Have tested Covid positive) ৷ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি ৷

টুইটে তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷ মাঝারি মানের লক্ষণ দেখা দিয়েছে ৷ বাড়িতে আইসোলেশনে রয়েছি ৷ বিগত 3 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন এবং তাঁদেরও যদি কোভিডের কোনও লক্ষণ দেখা দেয়, দয়া করে চিকিৎসকের পরামর্শ নিন ৷ আমি অসম্ভব সচেতন ছিলাম ৷ তাও হয়েছে ৷"

আরও পড়ুন : Derek O'Brien suspended : অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

  • Have tested positive for #COVID

    Moderate symptoms. Isolating at home.

    If you have come into contact with me in the last three days, and have symptoms, please seek medical advice.

    (Was always ultra-careful. Yet.) #MaskUpIndia

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে 21 ডিসেম্বর নির্বাচনী সংশোধনী বিল (Election Laws (Amendment Bill) 2021) নিয়ে আলোচনার সময় তিনি চেয়ারের দিকে রুল বুকটি ছুড়ে দেন বলে অভিযোগ উঠেছিল ৷ সেদিন তাঁকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয় ৷ পরে অবশ্য নির্ধারিত দিনের একদিন আগে 22 ডিসেম্বর সংসদ মুলতুবি হয়ে যায় ৷

আজ বিসিসিআই-এর সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও করোনা সংক্রামিত হওয়ার খবর মিলেছে ৷ তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছিলেন ৷ ডেরেকেরও দু‘টি ডোজ নেওয়া ছিল ৷

নয়াদিল্লি, 28 ডিসেম্বর : করোনায় আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ টুইটে নিজেই জানালেন এই কথা (TMC Rajya Sabha MP Derek O'Brien Have tested Covid positive) ৷ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি ৷

টুইটে তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷ মাঝারি মানের লক্ষণ দেখা দিয়েছে ৷ বাড়িতে আইসোলেশনে রয়েছি ৷ বিগত 3 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন এবং তাঁদেরও যদি কোভিডের কোনও লক্ষণ দেখা দেয়, দয়া করে চিকিৎসকের পরামর্শ নিন ৷ আমি অসম্ভব সচেতন ছিলাম ৷ তাও হয়েছে ৷"

আরও পড়ুন : Derek O'Brien suspended : অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

  • Have tested positive for #COVID

    Moderate symptoms. Isolating at home.

    If you have come into contact with me in the last three days, and have symptoms, please seek medical advice.

    (Was always ultra-careful. Yet.) #MaskUpIndia

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে 21 ডিসেম্বর নির্বাচনী সংশোধনী বিল (Election Laws (Amendment Bill) 2021) নিয়ে আলোচনার সময় তিনি চেয়ারের দিকে রুল বুকটি ছুড়ে দেন বলে অভিযোগ উঠেছিল ৷ সেদিন তাঁকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয় ৷ পরে অবশ্য নির্ধারিত দিনের একদিন আগে 22 ডিসেম্বর সংসদ মুলতুবি হয়ে যায় ৷

আজ বিসিসিআই-এর সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও করোনা সংক্রামিত হওয়ার খবর মিলেছে ৷ তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছিলেন ৷ ডেরেকেরও দু‘টি ডোজ নেওয়া ছিল ৷

Last Updated : Dec 28, 2021, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.