কলকাতা, 17 মে: প্রিয়াঙ্কা গান্ধিকে প্রধানমন্ত্রী প্রার্থী করার দাবি কংগ্রেসের অন্দরে নতুন নয় ৷ এর আগেও 2019 লোকসভা ভোটের সময়ও প্রিয়াঙ্কাকে মুখ করা নিয়ে কংগ্রেসের অন্দরে এবং বাইরে জল্পনা তুঙ্গে ওঠে ৷ সেবার অবশ্য প্রিয়াঙ্কা নিজেই জল ঢেলেছিলেন জল্পনায় ৷ তবে সক্রিয়ভাবে দলের হয়ে প্রচারে নামতে দেখা যায় তাঁকে ৷ এবার ফের তাঁকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করার দাবি উঠল কংগ্রেসের অন্দরে ৷ এমনকী এবার একধাপ এগিয়ে দলের অন্যতম প্রবীণ নেতা আচার্য প্রমোদ দাবি করেছেন সব বিরোধী দলেরই উচিৎ বিজেপি এবং মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে মুখ হিসাবে মেনে নেওয়া ৷ যদিও কংগ্রেসের এই প্রস্তাবকে কার্যত উড়িয়ে দিল তৃণমূল ৷ সেই সঙ্গে, কংগ্রেসের এই বক্তব্য দায়িত্বজ্ঞানহীনের মতো বলেও কটাক্ষ শোনা গেল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গলায় ৷
সদ্যসমাপ্ত কর্ণাটক ভোটে বিজেপির ভরাডুবি এবং অন্যদিকে কংগ্রেসের জয়ে অনেকেই রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার প্রভাব পড়েছে বলে মনে করছে ৷ তবে কংগ্রেসের অন্দরে অনেকেই স্বীকার করছেন, এই জয়ের পিছনে প্রিয়াঙ্কা গান্ধির ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ গত লোকসভার পর উত্তরপ্রদেশ বিধানসভায় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে ৷ এরপর একের পর এক রাজ্যে কংগ্রেসের হয়ে প্রচার অভিযানে নেমেছিলেন প্রিয়াঙ্কা ৷ যার লাভও কুড়িয়েছে কংগ্রেস ৷ ইন্দিরার ছায়া থাকায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক প্রভাবও পড়েছিল ৷ উজ্জিবীত হয়েছিলেন কংগ্রেস কর্মীরা ৷ আর তারপর থেকেই তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে কংগ্রেসের লড়াই করা উচিৎ বলে বারবার দাবি উঠতে থাকে ৷
বুধবার কংগ্রেস নেতা আচার্য প্রমোদ বলেন, "বিরোধীরা যদি 2024 সালে প্রধানমন্ত্রী মোদিকে পরাজিত করতে চায়, তবে তাদের একটি বড় মুখ সামনে আনতে হবে | যিনি জনপ্রিয়, বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হবেন।" এরপরই তিনি বলেন, "আমি মনে করি প্রিয়াঙ্কা গান্ধির চেয়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য কোনও নেতা নেই। আমি বিরোধী দলগুলির কাছে তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করার জন্য আবেদন করতে চাই ৷"
তবে প্রমোদ আচার্যের এই মন্তব্যেরই পালটা কটাক্ষ শোনা গেল তৃণমূল সাংসদের গলায় ৷ এমনকী সৌগত রায় ঠারোঠোরে বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধি এখনও সেই মাপের নেতা হয়ে ওঠেননি ৷ প্রিয়াঙ্কা গান্ধিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে কংগ্রেসের আচার্য প্রমোদের বক্তব্যের পালটা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "আমি প্রিয়াঙ্কা গান্ধি সম্পর্কে কিছুই জানি না। লোকেরা বলে যে তিনি ইন্দিরা গান্ধির মতো ! তিনি কংগ্রেসকে ভালো ফলের জন্য সাহায্য করেছিলেন। হিমাচল ও কর্ণাটকে ফলাফল তার প্রমাণ ৷ কিন্তু উত্তরপ্রদেশে তাঁর কোনও প্রভাব পড়েনি। তিনি কখনও লোকসভা বা বিধানসভার সদস্যও হননি। এ ধরনের কথা বললে বিভ্রান্তি তৈরি হয়। দায়িত্বজ্ঞানহীনভাবে এই সব কথা বলা উচিত নয় ৷"
বিজেপি বিরোধী ঐক্য আদৌ বাস্তব কি না, তা নিয়ে বিরোধী দলগুলির মধ্যেই সংশয় প্রবল ৷ এর মাঝেই কর্ণাটকের বিধানসভা ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েও কংগ্রেসের নামোচ্চারণ করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সুতরাং তৃণমূল যে কোনওভাবেই কংগ্রেসের নেতৃত্বাধীন জোটে থাকবে না, তা বারবার দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ ফের এদিন সেই কথাটা আরও একবার সাফ জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ৷
আরও পড়ুন: 'এটা একটা ক্রাইসিস, দুর্ভাগ্যজনক ঘটনা', এগরা বিস্ফোরণ নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের