ETV Bharat / bharat

Mahua on Karnataka Poll Results: বজরংবলির বদলে এলপিজি বেছে নেওয়ায় কর্ণাটককে ধন্যবাদ দিলেন মহুয়া - কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল

গত 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ শনিবার প্রকাশিত হল ফল ৷ বিজেপিকে হারিয়ে সরকার গড়ার পথে কংগ্রেস ৷ এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ বিজেপিকে হারানোয় ধন্যবাদ দিলেন কর্ণাটকের ভোটারদের ৷

Mahua on Karnataka Poll Results
Mahua on Karnataka Poll Results
author img

By

Published : May 13, 2023, 2:06 PM IST

কলকাতা, 13 মে: শনিবার প্রকাশিত হল কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল ৷ বিজেপিকে হারিয়ে দক্ষিণ ভারতের ওই রাজ্যে সরকার গড়ার পথে কংগ্রেস ৷ এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তবে তিনি কংগ্রেসের জয়ের অভিনন্দন জানাতে টুইট করেননি ৷ বরং বিজেপির হারের আনন্দ এই টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন ৷

কৃষ্ণনগরের সাংসদ টুইটারে দু’টি বাক্য লিখেছেন ৷ প্রথমটি হল, ‘‘ধন্যবাদ কর্ণাটক ৷’’ বোঝাই যাচ্ছে যে তিনি কর্ণাটকের মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন ৷ তাঁর টুইটের দ্বিতীয় তথা শেষ বাক্যটি হল, ‘‘বজরংবলির বদলে এলপিজি-কে বেছে নেওয়ায় ৷’’ অর্থাৎ বজরংবলির বদলে এলপিজি-র জন্য ভোট দেওয়ায় কর্ণাটকের ভোটারদের ধন্যবাদ দিয়েছেন মহুয়া মৈত্র ৷

  • Thank you Karnataka . For choosing LPG over Bajrangbaliji.

    — Mahua Moitra (@MahuaMoitra) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেসের তরফে কট্টরপন্থী সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ কোন কোন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় কংগ্রেস, সেই তালিকাও দেওয়া হয় ৷ সেই তালিকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে বজরং দলও ৷ এই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷

বিজেপি আসরে নেমে পড়ে সঙ্গে সঙ্গে ৷ বিজেপির অভিযোগ, বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলে কংগ্রেস আসলে বজরংবলির অপমান করেছে ৷ এই নিয়ে নির্বাচনী প্রচারে মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একাধিক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীকে বজরংবলির নামে জয়ধ্বনি দিতে দেখা যায় ৷ তিনি দাবি করেন, কংগ্রেস এর আগে ভগবান রামকে তালাবন্দি করে দিয়েছিল ৷ এবার বজরংবলির অপমান করছে ৷

শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর সেই প্রসঙ্গই তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাই তিনি মনে করেন কর্ণাটকের মানুষ এলপিজির কথা ভেবেছে ৷ বজরংবলির কথা ভাবেননি ৷ সেই কারণেই বিজেপি হেরেছে ৷ কংগ্রেস জিতেছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ৷

প্রসঙ্গত, কর্ণাটকে 224টি আসন বিধানসভায় ৷ সরকার গড়তে প্রয়োজন 113টি আসন ৷ এই প্রতিবেদন লেখার সময় কংগ্রেস 132টি আসনে এগিয়ে ৷ ফলে ম্যাজিক ফিগারের থেকে তারা প্রায় 20টি আসনে বেশি পেতে চলেছে ৷ তাই তাদের সরকার গঠন একেবারে নিশ্চিত বলা যেতেই পারে ৷

আরও পড়ুন: 'মমতার ফরমুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে', কর্ণাটক নিয়ে কুণাল

কলকাতা, 13 মে: শনিবার প্রকাশিত হল কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল ৷ বিজেপিকে হারিয়ে দক্ষিণ ভারতের ওই রাজ্যে সরকার গড়ার পথে কংগ্রেস ৷ এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তবে তিনি কংগ্রেসের জয়ের অভিনন্দন জানাতে টুইট করেননি ৷ বরং বিজেপির হারের আনন্দ এই টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন ৷

কৃষ্ণনগরের সাংসদ টুইটারে দু’টি বাক্য লিখেছেন ৷ প্রথমটি হল, ‘‘ধন্যবাদ কর্ণাটক ৷’’ বোঝাই যাচ্ছে যে তিনি কর্ণাটকের মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন ৷ তাঁর টুইটের দ্বিতীয় তথা শেষ বাক্যটি হল, ‘‘বজরংবলির বদলে এলপিজি-কে বেছে নেওয়ায় ৷’’ অর্থাৎ বজরংবলির বদলে এলপিজি-র জন্য ভোট দেওয়ায় কর্ণাটকের ভোটারদের ধন্যবাদ দিয়েছেন মহুয়া মৈত্র ৷

  • Thank you Karnataka . For choosing LPG over Bajrangbaliji.

    — Mahua Moitra (@MahuaMoitra) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেসের তরফে কট্টরপন্থী সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ কোন কোন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় কংগ্রেস, সেই তালিকাও দেওয়া হয় ৷ সেই তালিকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে বজরং দলও ৷ এই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷

বিজেপি আসরে নেমে পড়ে সঙ্গে সঙ্গে ৷ বিজেপির অভিযোগ, বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলে কংগ্রেস আসলে বজরংবলির অপমান করেছে ৷ এই নিয়ে নির্বাচনী প্রচারে মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একাধিক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীকে বজরংবলির নামে জয়ধ্বনি দিতে দেখা যায় ৷ তিনি দাবি করেন, কংগ্রেস এর আগে ভগবান রামকে তালাবন্দি করে দিয়েছিল ৷ এবার বজরংবলির অপমান করছে ৷

শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর সেই প্রসঙ্গই তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাই তিনি মনে করেন কর্ণাটকের মানুষ এলপিজির কথা ভেবেছে ৷ বজরংবলির কথা ভাবেননি ৷ সেই কারণেই বিজেপি হেরেছে ৷ কংগ্রেস জিতেছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ৷

প্রসঙ্গত, কর্ণাটকে 224টি আসন বিধানসভায় ৷ সরকার গড়তে প্রয়োজন 113টি আসন ৷ এই প্রতিবেদন লেখার সময় কংগ্রেস 132টি আসনে এগিয়ে ৷ ফলে ম্যাজিক ফিগারের থেকে তারা প্রায় 20টি আসনে বেশি পেতে চলেছে ৷ তাই তাদের সরকার গঠন একেবারে নিশ্চিত বলা যেতেই পারে ৷

আরও পড়ুন: 'মমতার ফরমুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে', কর্ণাটক নিয়ে কুণাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.