ETV Bharat / bharat

Mahua Mocks Modi-Adani: আদানি ইস্যুতে মোদিকে অস্কার খোঁচা মহুয়ার

আদানি বিতর্কে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra Mocks Modi-Adani) ৷ এবার হাতিয়ার করলেন অস্কারকে ৷

Mahua Mocks Modi-Adani
Mahua Mocks Modi-Adani
author img

By

Published : Mar 15, 2023, 4:15 PM IST

কলকাতা, 15 মার্চ: দিন দুই আগেই অস্কার এসেছে ভারতের ঝুলিতে (Oscar Awards) ৷ তাই এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবের দুনিয়া, সর্বত্রই আলোচনা চলছে ৷ সেই আবহেই অস্কারকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ কটাক্ষের বিষয় সেই আদানি ইস্য়ু (Adani Controversy) ৷

বুধবার সকাল 8টা 50 মিনিটে একটি টুইট করেন কৃষ্ণনগরের সাংসদ ৷ ওই টুইটে তিনি লেখেন, অস্কারে ভারতের পরবর্তী অংশগ্রহণ হবে আদানিদের ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ (পারলে আমাকে ধরে দেখাও) ৷ এমন কোনও সিনেমা তৈরি হলে তার প্রযোজক ও পরিচালক কে হবেন, সেটাও ওই টুইটে উল্লেখ করেছেন তিনি ৷ প্রযোজক ও পরিচালক হিসেবে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ৷

ওই টুইটেই তিনি উল্লেখ করেছেন যে এক্ষেত্রে বিশেষ ধন্যবাদের প্রাপক হবেন কারা ৷ সেই তালিকায় মহুয়া দিয়েছেন, সেবি (SEBI), ভিজিল্যান্স কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ও আয়কর দফতরের (Income Tax Department) নাম ৷ এই নামগুলি উল্লেখ করার সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির টুইটার হ্যান্ডেলকে মেশন করেছেন মহুয়া ৷ তবে তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করলেও, মোদির টুইটার হ্যান্ডেলকে মেনশন করেননি ৷

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে (Hindenburg Report on Adani Group) ৷ সেই প্রতিবেদনে বলা হয় যে শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী ৷ এর জেরে শেয়ার বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শিল্পপতি গৌতম আদানির একাধিক সংস্থা ৷

এই নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায় ৷ হিন্ডেনবার্গের দাবিকে মিথ্যে বলে জানিয়ে দেয় আদানিরা ৷ এই নিয়ে প্রায় 400 পাতার একটি প্রতিবাদপত্র সামনে আনা হয় ৷ ওই রিপোর্টকে ভারতের উপর আঘাত বলেও উল্লেখ করা হয় ৷ কিন্তু এই নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি আসরে নামে ৷ কেন্দ্রের বিরুদ্ধে আদানিদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ করে ৷ এর জেরে এলআইসি, এসবিআই-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিপাকে পড়তে পারে বলেও বিরোধীরা দাবি করে ৷

এই ইস্যুতে বাজেট অধিবেশনের প্রথম অংশ উত্তপ্ত হয় ৷ গত সোমবার ওই অধিবেশনের দ্বিতীয় অংশের সূচনা হয়েছে ৷ সেদিন থেকে আবার এই নিয়ে হইচই হচ্ছে ৷ তৃণমূলের তরফে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে চলছে বিক্ষোভ ৷ সেখানে একাধিক ইস্যুর সঙ্গে আদানি বিতর্ক নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন: আদানির জন্য এলআইসির 3200 কোটি টাকা ক্ষতি, দাবি মহুয়ার

কলকাতা, 15 মার্চ: দিন দুই আগেই অস্কার এসেছে ভারতের ঝুলিতে (Oscar Awards) ৷ তাই এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবের দুনিয়া, সর্বত্রই আলোচনা চলছে ৷ সেই আবহেই অস্কারকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ কটাক্ষের বিষয় সেই আদানি ইস্য়ু (Adani Controversy) ৷

বুধবার সকাল 8টা 50 মিনিটে একটি টুইট করেন কৃষ্ণনগরের সাংসদ ৷ ওই টুইটে তিনি লেখেন, অস্কারে ভারতের পরবর্তী অংশগ্রহণ হবে আদানিদের ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ (পারলে আমাকে ধরে দেখাও) ৷ এমন কোনও সিনেমা তৈরি হলে তার প্রযোজক ও পরিচালক কে হবেন, সেটাও ওই টুইটে উল্লেখ করেছেন তিনি ৷ প্রযোজক ও পরিচালক হিসেবে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ৷

ওই টুইটেই তিনি উল্লেখ করেছেন যে এক্ষেত্রে বিশেষ ধন্যবাদের প্রাপক হবেন কারা ৷ সেই তালিকায় মহুয়া দিয়েছেন, সেবি (SEBI), ভিজিল্যান্স কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ও আয়কর দফতরের (Income Tax Department) নাম ৷ এই নামগুলি উল্লেখ করার সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির টুইটার হ্যান্ডেলকে মেশন করেছেন মহুয়া ৷ তবে তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করলেও, মোদির টুইটার হ্যান্ডেলকে মেনশন করেননি ৷

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে (Hindenburg Report on Adani Group) ৷ সেই প্রতিবেদনে বলা হয় যে শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী ৷ এর জেরে শেয়ার বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শিল্পপতি গৌতম আদানির একাধিক সংস্থা ৷

এই নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায় ৷ হিন্ডেনবার্গের দাবিকে মিথ্যে বলে জানিয়ে দেয় আদানিরা ৷ এই নিয়ে প্রায় 400 পাতার একটি প্রতিবাদপত্র সামনে আনা হয় ৷ ওই রিপোর্টকে ভারতের উপর আঘাত বলেও উল্লেখ করা হয় ৷ কিন্তু এই নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি আসরে নামে ৷ কেন্দ্রের বিরুদ্ধে আদানিদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ করে ৷ এর জেরে এলআইসি, এসবিআই-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিপাকে পড়তে পারে বলেও বিরোধীরা দাবি করে ৷

এই ইস্যুতে বাজেট অধিবেশনের প্রথম অংশ উত্তপ্ত হয় ৷ গত সোমবার ওই অধিবেশনের দ্বিতীয় অংশের সূচনা হয়েছে ৷ সেদিন থেকে আবার এই নিয়ে হইচই হচ্ছে ৷ তৃণমূলের তরফে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে চলছে বিক্ষোভ ৷ সেখানে একাধিক ইস্যুর সঙ্গে আদানি বিতর্ক নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন: আদানির জন্য এলআইসির 3200 কোটি টাকা ক্ষতি, দাবি মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.