নয়াদিল্লি, 7 এপ্রিল: রোজই ছ্যাঁকা লাগছে জ্বালানির দামে ৷ আজও বেড়েছে পেট্রোপণ্যের দাম (petrol diesel price) ৷ পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দাম চড়ছে জিনিসপত্রেরও ৷ এদিন তার প্রতিবাদে সংসদে গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদে নামলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা (TMC MP hold protest against price hike) ৷
গলায় আলু-পিঁয়াজের মালা, হাতের প্য়াকার্ডে লেখা ‘জ্বালানি চোর’ ৷ তৃণমূল কংগ্রেসের এহেন প্রচারের আগেই এদিন সরগরম হয়ে উঠেছিল সংসদ ভবন ৷ ফলে নির্ধারিত সময়ের একদিন আগেই মুলতুবি হয়ে গেল বাজেট অধিবেশন ৷ এদিন অধিবেশন শুরু হতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধীরা ৷ তারপরেই সংসদের দুই কক্ষে অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷
শাসকদলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তীব্র বৃদ্ধির কারণে সাধারণ মানুষ অসহায় ৷ সরকারকে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করতে হবে ।’’
আরও পড়ুন : আরও দামি পেট্রল-ডিজেল, ইলেকট্রিক গাড়ি কেনার নিদান বিজেপি মন্ত্রীর
উল্লেখ্য, বুধবারও পেট্রল ও ডিজেলের লিটার পিছু 80 পয়সা করে দাম বেড়েছে ৷ 22 মার্চ থেকে এ নিয়ে 14 বারে মোট 10 টাকা মূল্যবৃদ্ধি করেছে মোদি সরকার ৷ 137 দিন জ্বালানির দাম অপরিবর্তিত থাকার পর হু হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম । এদিন এই সমস্যা নিয়ে নবান্নে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে কৃষি ও কৃষি বিপণন দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও ।