ETV Bharat / bharat

TMC MPs Meet Anubrata in Tihar: তিহাড় জেলে অনুব্রত-সুকন্যার সঙ্গে দেখা দোলা-অসিতের - লোকসভার সাংসদ দোলা সেন

গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি ৷ তাঁর শরীর ভালো নেই ৷ তাঁর সঙ্গে দেখা করলেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন ও অসিত মাল ৷ একই জেলে বন্দি অনুব্রতর মেয়ে সুকন্যাও ।

ETV Bharat
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Jun 2, 2023, 11:41 AM IST

Updated : Jun 2, 2023, 1:54 PM IST

নয়াদিল্লি, 2 জুন: অসুস্থ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং অসিত মাল ৷ অনুব্রত মণ্ডল তিহাড় জেলে রয়েছেন ৷ সেখানেই রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও । তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চাওয়া হয়েছিল জেল কর্তৃপক্ষের থেকে ৷ শুক্রবার সকাল 11 টা থেকে 12টা পর্যন্ত তাঁদের সাক্ষাতের সময় দেওয়া হয় ৷

নির্ধারিত সময়ে দিল্লির তিহাড়ে গেলেন দুই তৃণমূল সাংসদ ৷ অসুস্থ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন ৷ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন তাঁরা ৷ এরপর 12.45 মিনিট নাগাদ তাঁরা তিহাড় ছেড়ে বেরিয়ে যান ৷ এই সাক্ষাৎ প্রসঙ্গে লোকসভার সাংসদ দোলা সেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে বলেন, "দল দেখা করতে পাঠিয়েছে, এটাই সবচেয়ে বড় বার্তা ।"

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত অনুব্রত মণ্ডল 'কেষ্ট' ৷ 2022 সালের অগস্টে গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি দীর্ঘদিন আসানসোলে সিবিআই সংশোধনাগারে বন্দি ছিলেন ৷

আরও পড়ুন: অনুব্রত আর তৃণমূলে থাকবে না বিজেপিতে যাবে, দাবি অধীরের

আসানসোলে সংশোধনাগারে বন্দি থাকাকালীন ইডি তাঁকে জেরা করে ৷ এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁকে দিল্লিতে নিয়ে আসে ৷ এ বছরের মার্চ মাস থেকে তিহাড় জেলই বীরভূমের জেলা সভাপতির ঠিকানা হয় ৷ এই জেলেই বন্দি রয়েছেন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারি ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রেহাই পাননি অনুব্রত-কন্যা সুকন্যাও ৷ এবছরের 26 এপ্রিল দিল্লিতে ইডির সদর কার্যালয়ে তাঁকে তলব করা হয়েছিল ৷ সেখানে দীর্ঘ জেরার পর তাঁকেও গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে ৷ তিনিও এখন তিহাড়েই দিন কাটাচ্ছেন ৷

অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রথমে আসনসোলে এবং পরে তিহাড় জেলে বন্দি অবস্থায় থাকতে থাকতে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দাপুটে নেতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন ৷ তার প্রমাণ মিলল আজ, শুক্রবার সকালে ৷

আরও পড়ুন: গ্রেফতারি থেকে জেলযাত্রা, অনুব্রতর কীর্তির কথা এবার তুলে ধরল 'উইকিপিডিয়া'

নয়াদিল্লি, 2 জুন: অসুস্থ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং অসিত মাল ৷ অনুব্রত মণ্ডল তিহাড় জেলে রয়েছেন ৷ সেখানেই রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও । তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চাওয়া হয়েছিল জেল কর্তৃপক্ষের থেকে ৷ শুক্রবার সকাল 11 টা থেকে 12টা পর্যন্ত তাঁদের সাক্ষাতের সময় দেওয়া হয় ৷

নির্ধারিত সময়ে দিল্লির তিহাড়ে গেলেন দুই তৃণমূল সাংসদ ৷ অসুস্থ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন ৷ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন তাঁরা ৷ এরপর 12.45 মিনিট নাগাদ তাঁরা তিহাড় ছেড়ে বেরিয়ে যান ৷ এই সাক্ষাৎ প্রসঙ্গে লোকসভার সাংসদ দোলা সেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে বলেন, "দল দেখা করতে পাঠিয়েছে, এটাই সবচেয়ে বড় বার্তা ।"

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত অনুব্রত মণ্ডল 'কেষ্ট' ৷ 2022 সালের অগস্টে গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি দীর্ঘদিন আসানসোলে সিবিআই সংশোধনাগারে বন্দি ছিলেন ৷

আরও পড়ুন: অনুব্রত আর তৃণমূলে থাকবে না বিজেপিতে যাবে, দাবি অধীরের

আসানসোলে সংশোধনাগারে বন্দি থাকাকালীন ইডি তাঁকে জেরা করে ৷ এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁকে দিল্লিতে নিয়ে আসে ৷ এ বছরের মার্চ মাস থেকে তিহাড় জেলই বীরভূমের জেলা সভাপতির ঠিকানা হয় ৷ এই জেলেই বন্দি রয়েছেন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারি ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রেহাই পাননি অনুব্রত-কন্যা সুকন্যাও ৷ এবছরের 26 এপ্রিল দিল্লিতে ইডির সদর কার্যালয়ে তাঁকে তলব করা হয়েছিল ৷ সেখানে দীর্ঘ জেরার পর তাঁকেও গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে ৷ তিনিও এখন তিহাড়েই দিন কাটাচ্ছেন ৷

অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রথমে আসনসোলে এবং পরে তিহাড় জেলে বন্দি অবস্থায় থাকতে থাকতে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দাপুটে নেতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন ৷ তার প্রমাণ মিলল আজ, শুক্রবার সকালে ৷

আরও পড়ুন: গ্রেফতারি থেকে জেলযাত্রা, অনুব্রতর কীর্তির কথা এবার তুলে ধরল 'উইকিপিডিয়া'

Last Updated : Jun 2, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.