ETV Bharat / bharat

TMC Leader Arrest : আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার ত্রিপুরার তৃণমূল নেত্রী

ভাইয়ের মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ৷ ত্রিপুরার আগরতলায় গ্রেফতার করা হল তৃণমূলের এক স্থানীয় নেত্রীকে ৷ পান্না দেব নামে ওই তৃণমূল নেত্রীকে 2 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৷

tmc-leader Panna Deb-in-tripura-held-for-abetment-to-suicide
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার ত্রিপুরার তৃণমূল নেত্রী
author img

By

Published : Sep 6, 2021, 1:15 PM IST

Updated : Sep 6, 2021, 3:20 PM IST

আগরতলা, 6 সেপ্টেম্বর : ভাইঝিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ত্রিপুরার তৃণমূলের এক নেত্রীকে ৷ পান্না দেব নামে ওই তৃণমূল নেত্রীকে গত শনিবার রাতে আগরতলা পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযোগ, পান্না দেব তাঁর ভাইঝি রাজশ্রী দেবকে মানসিকভাবে চাপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছেন ৷ রাজশ্রী দেবের সুইসাইড নোটে তেমনি উল্লেখ করা রয়েছে বলে পুলিশ আদালতে জানিয়েছে ৷ পান্না দেবকে গতকাল আদালতে তোলা হলে, 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

গত শনিবার আগরতলার বাসিন্দা রাজশ্রী দেব নামে ওই তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে ৷ রাজশ্রী দেব নামে ওই তরুণী স্থানীয় তৃণমূলের নেত্রী তথা আগরতলা পৌরনিগমের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর পান্না দেবের ভাইঝি ৷ জানা গিয়েছে, ওই তরুণী আতহত্যা করার আগে একটি নোট লেখেন ৷ যেখানে তিনি পান্না দেবকে দায়ী করেছেন ৷ ওই সুইসাইড নোট পুলিশের হাতে আসতেই গত শনিবার রাতে আগরতলা মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন: "পুলিশ আমাদের জানায়নি যে, সেখানে একটি সুইসাইড নোট আছে ৷ এটি প্রথম একটি মিডিয়া সংস্থা রিপোর্ট করেছিল, এবং তারপরে পরিবারটি তার অস্তিত্ব অস্বীকার করেছিল । কিছুদিন পরে আবার সেই নোটটি প্রকাশিত হল । এটি সন্দেহজনক ৷ তারা নোটটি নিয়ে প্ল্যান করতে কয়েক দিন সময় নিয়েছিল। "

তিনি আরও বলেন, " এটা যে মৃতার হাতের লেখা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ কোনও হস্তাক্ষর বা ফরেনসিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেনি ৷ পান্না দেবকে মিথ্যাভাবে গ্রেফতার করা হয়েছে । যতক্ষণ না পান্না দেব মুক্তি পাচ্ছেন, ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব ।"

রাজশ্রী দেবের মাও প্রতিবাদ করছেন ৷ তিনি বলেন, "পুলিশ আমার সঙ্গে একবারও এই ঘটনা নিয়ে কথা বলেনি ৷ কিন্তু তারা পান্না দেবকে গ্রেফতার করেছে।"

রাজশ্রী দেবের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন পান্না দেব ৷ আর তাই ওই সুইসাইড নোট অনুযায়ী আত্মহত্যার ঘটনায় পান্না দেবকে গ্রেফতার করা হয়েছে ৷ যদিও রাজশ্রী দেবের মা-বাবা অবশ্য অন্য দাবি করেছেন ৷ তাঁদের বক্তব্য, রাজশ্রী মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ তাই তাঁদের মৃত মেয়ের এই অভিযোগ ভিত্তিহীন ৷ পান্না দেবের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

আগরতলা, 6 সেপ্টেম্বর : ভাইঝিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ত্রিপুরার তৃণমূলের এক নেত্রীকে ৷ পান্না দেব নামে ওই তৃণমূল নেত্রীকে গত শনিবার রাতে আগরতলা পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযোগ, পান্না দেব তাঁর ভাইঝি রাজশ্রী দেবকে মানসিকভাবে চাপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছেন ৷ রাজশ্রী দেবের সুইসাইড নোটে তেমনি উল্লেখ করা রয়েছে বলে পুলিশ আদালতে জানিয়েছে ৷ পান্না দেবকে গতকাল আদালতে তোলা হলে, 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

গত শনিবার আগরতলার বাসিন্দা রাজশ্রী দেব নামে ওই তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে ৷ রাজশ্রী দেব নামে ওই তরুণী স্থানীয় তৃণমূলের নেত্রী তথা আগরতলা পৌরনিগমের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর পান্না দেবের ভাইঝি ৷ জানা গিয়েছে, ওই তরুণী আতহত্যা করার আগে একটি নোট লেখেন ৷ যেখানে তিনি পান্না দেবকে দায়ী করেছেন ৷ ওই সুইসাইড নোট পুলিশের হাতে আসতেই গত শনিবার রাতে আগরতলা মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন: "পুলিশ আমাদের জানায়নি যে, সেখানে একটি সুইসাইড নোট আছে ৷ এটি প্রথম একটি মিডিয়া সংস্থা রিপোর্ট করেছিল, এবং তারপরে পরিবারটি তার অস্তিত্ব অস্বীকার করেছিল । কিছুদিন পরে আবার সেই নোটটি প্রকাশিত হল । এটি সন্দেহজনক ৷ তারা নোটটি নিয়ে প্ল্যান করতে কয়েক দিন সময় নিয়েছিল। "

তিনি আরও বলেন, " এটা যে মৃতার হাতের লেখা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ কোনও হস্তাক্ষর বা ফরেনসিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেনি ৷ পান্না দেবকে মিথ্যাভাবে গ্রেফতার করা হয়েছে । যতক্ষণ না পান্না দেব মুক্তি পাচ্ছেন, ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব ।"

রাজশ্রী দেবের মাও প্রতিবাদ করছেন ৷ তিনি বলেন, "পুলিশ আমার সঙ্গে একবারও এই ঘটনা নিয়ে কথা বলেনি ৷ কিন্তু তারা পান্না দেবকে গ্রেফতার করেছে।"

রাজশ্রী দেবের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন পান্না দেব ৷ আর তাই ওই সুইসাইড নোট অনুযায়ী আত্মহত্যার ঘটনায় পান্না দেবকে গ্রেফতার করা হয়েছে ৷ যদিও রাজশ্রী দেবের মা-বাবা অবশ্য অন্য দাবি করেছেন ৷ তাঁদের বক্তব্য, রাজশ্রী মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ তাই তাঁদের মৃত মেয়ের এই অভিযোগ ভিত্তিহীন ৷ পান্না দেবের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

Last Updated : Sep 6, 2021, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.