নয়াদিল্লি, 19 অক্টোবর : কথা রাখলেন প্রাক্তন বিজেপি নেতা তথা সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷মঙ্গলবার সকালে সরকারি ভাবে সাংসদ পদে ইস্তফা দিলেন তিনি ৷ প্রায় মাসখানেক হয়ে গিয়েছে তিনি বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিয়েছেন ৷
এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ লোকসভার অধ্যক্ষ (Lok Sabha Speaker) ওম বিড়লার (Om Birla) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন গায়ক-নেতা বাবুল ৷ সেখানে নিজের পদত্যাগপত্র তুলে দেন অধ্যক্ষের হাতে ৷ তারপর অধ্যক্ষকে দেওয়া ইস্তফাপত্র পোস্ট করে একটি টুইট করেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷
পদত্যাগ করে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে তিনি বলেন, "আমি ভারাক্রান্ত ৷ রাজনীতি শুরু করেছিলাম বিজেপির হাত ধরে ৷ প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং অমিত শাহকে ধন্যবাদ ৷ তাঁরা আমার প্রতি আস্থা রেখেছেন ৷" নিজের রাজনীতি ছেড়ে দেওয়ার প্রসঙ্গও টানেন বর্তমান তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "আমি পুরোপুরি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ৷ আমি ভেবেছিলাম যদি দলের কোনও অংশ হিসেবে থাকতে না পারি, তাহলে আর কোনও জায়গায় থাকব না ৷"
-
The formal resignation letter as per rules & a personal note of gratitude to Hon'ble Speaker Sir @ombirlakota pic.twitter.com/lviZyRi74f
— Babul Supriyo (@SuPriyoBabul) October 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The formal resignation letter as per rules & a personal note of gratitude to Hon'ble Speaker Sir @ombirlakota pic.twitter.com/lviZyRi74f
— Babul Supriyo (@SuPriyoBabul) October 19, 2021The formal resignation letter as per rules & a personal note of gratitude to Hon'ble Speaker Sir @ombirlakota pic.twitter.com/lviZyRi74f
— Babul Supriyo (@SuPriyoBabul) October 19, 2021
আরও পড়ুন : Babul Supriyo : দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের
তবে নিজে সাংসদ পদ ছাড়ার সঙ্গে সঙ্গে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ৷ বিধানসভার বিরোধী দলনেতাকে আক্রমণ করে তিনি বলেন, "কয়েক মাস আগেও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ৷ রাজনীতির বাইরে তাঁর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের ৷ রাজনৈতিক দিক থেকে তিনি অবশ্যই আমার বিরুদ্ধে কঠিন কথা বলবেন ৷ কিন্তু তিনি তাঁর বাবা এবং ভাইকেও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিন ৷ তাঁরা আর তৃণমূল কংগ্রেসের সদস্য নয় ৷"
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের (Asansol Lok Sabha Constituency) দু'বারের সাংসদ 20 সেপ্টেম্বর ওম বিড়লার সাক্ষাৎ চেয়ে তাঁকে চিঠি লেখেন ৷ গত 18 সেপ্টেম্বর তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন ৷ বিজেপি সাংসদ পদ নিয়ে কোনও জটিলতা যাতে তৈরি না হয়, তাই সেদিনই ঘোষণা করেছিলেন সাংসদ পদ ছাড়বেন বাবুল ৷ আজ সরকারি ভাবে শেষ হল তাঁর রাজনৈতিক জীবনের বিজেপি পর্ব ৷