ETV Bharat / bharat

Dharam Sansad in Haridwar : হরিদ্বারের ধর্ম সংসদে বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের - Opposition on Hardiwar hate speech

গত 17 ও 18 ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে কিছু ধর্মীয় বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ৷ সেই নিয়ে পুলিশের কাছে ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস (tmc files complaint in election commission against haridwar dharam sansad alleged hate speech) ৷

tmc files complaint in election commission against haridwar dharam sansad alleged hate speech
Dharam Sansad in Haridwar : হরিদ্বারের ধর্ম সংসদে বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের
author img

By

Published : Dec 24, 2021, 2:50 PM IST

হরিদ্বার (উত্তরাখণ্ড), 24 ডিসেম্বর : ‘ধর্ম সংসদ’ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সরব হয়েছে ৷ তারা ওই অনুষ্ঠানকে ‘ঘৃণা সম্মেলন’ (Hate speech conclave) নাম দিয়েছে ৷ এই নিয়ে নির্বাচন কমিশনকেও চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস (tmc files complaint in election commission against haridwar dharam sansad alleged hate speech) ৷ ওই অনুষ্ঠানের আয়োজকদের গ্রেফতারের দাবিও তুলেছে ঘাসফুল শিবির ৷

গত 17 ও 18 ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ওই ধর্ম সংসদের (Dharam Sansad in Haridwar) আয়োজন করা হয় ৷ মূল আয়োজক গাজিয়াবাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান পুরোহিত যাতি নরসিংহানন্দ গিরি ৷ তাঁর বিরুদ্ধেও অনেক বিতর্ক রয়েছে ৷ একাধিক অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে ৷ অভিযোগ, এই সম্মেলনে তিনি সংখ্যালঘুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন (Yati Narsinghanand Saraswati hate speech) ৷

এদিকে এই নিয়ে বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হত্যা করার ইচ্ছাপ্রকাশ করেন ধর্মদাস মহারাজ নামে এক ব্যক্তি (Hate speech conclave on Manmohan Singh) ৷ ফলে এই নিয়ে বিতর্ক আরও চরমে উঠেছে ৷

সেই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তারা হরিদ্বারের জোয়ালপুরে থানায় অভিযোগ দায়ের করেছে ৷ 24 ঘণ্টার মধ্যে এই নিয়ে এফআইআর দায়েরের আর্জি জানিয়েছে তারা ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছেও তারা এই নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন ৷

তাছাড়া তিনি জোয়ালপুর থানার বড়বাবুকেও চিঠি লিখেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, 24 ঘণ্টার মধ্যে এফআইআর করা না হলে তাঁরা বিচারকের কাছে এই নিয়ে অভিযোগ জানাবেন ৷ একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে উত্তরাখণ্ডে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার দাবি জানিয়েছেন তিনি ৷

তৃণমূলের অভিযোগ, বিজেপির বিতর্কিত নেতা অশ্বিনী উপাধ্যায় ও মহিলা মোর্চার উদিতা ত্যাগী ওই সম্মেলনে হাজির ছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তবে শুধু তৃণমূল নয়, কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি এই নিয়ে সরব হয়েছে (Opposition on Hardiwar hate speech) ৷

আরও পড়ুন : Modi Hails Cow as Mother : গরু আমাদের কাছে মায়ের সমান, বারাণসীতে গোরক্ষক প্রধানমন্ত্রী

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন পুলিশ ঘটনার অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না ৷ কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

হরিদ্বার (উত্তরাখণ্ড), 24 ডিসেম্বর : ‘ধর্ম সংসদ’ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সরব হয়েছে ৷ তারা ওই অনুষ্ঠানকে ‘ঘৃণা সম্মেলন’ (Hate speech conclave) নাম দিয়েছে ৷ এই নিয়ে নির্বাচন কমিশনকেও চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস (tmc files complaint in election commission against haridwar dharam sansad alleged hate speech) ৷ ওই অনুষ্ঠানের আয়োজকদের গ্রেফতারের দাবিও তুলেছে ঘাসফুল শিবির ৷

গত 17 ও 18 ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ওই ধর্ম সংসদের (Dharam Sansad in Haridwar) আয়োজন করা হয় ৷ মূল আয়োজক গাজিয়াবাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান পুরোহিত যাতি নরসিংহানন্দ গিরি ৷ তাঁর বিরুদ্ধেও অনেক বিতর্ক রয়েছে ৷ একাধিক অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে ৷ অভিযোগ, এই সম্মেলনে তিনি সংখ্যালঘুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন (Yati Narsinghanand Saraswati hate speech) ৷

এদিকে এই নিয়ে বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হত্যা করার ইচ্ছাপ্রকাশ করেন ধর্মদাস মহারাজ নামে এক ব্যক্তি (Hate speech conclave on Manmohan Singh) ৷ ফলে এই নিয়ে বিতর্ক আরও চরমে উঠেছে ৷

সেই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তারা হরিদ্বারের জোয়ালপুরে থানায় অভিযোগ দায়ের করেছে ৷ 24 ঘণ্টার মধ্যে এই নিয়ে এফআইআর দায়েরের আর্জি জানিয়েছে তারা ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছেও তারা এই নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন ৷

তাছাড়া তিনি জোয়ালপুর থানার বড়বাবুকেও চিঠি লিখেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, 24 ঘণ্টার মধ্যে এফআইআর করা না হলে তাঁরা বিচারকের কাছে এই নিয়ে অভিযোগ জানাবেন ৷ একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে উত্তরাখণ্ডে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার দাবি জানিয়েছেন তিনি ৷

তৃণমূলের অভিযোগ, বিজেপির বিতর্কিত নেতা অশ্বিনী উপাধ্যায় ও মহিলা মোর্চার উদিতা ত্যাগী ওই সম্মেলনে হাজির ছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তবে শুধু তৃণমূল নয়, কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি এই নিয়ে সরব হয়েছে (Opposition on Hardiwar hate speech) ৷

আরও পড়ুন : Modi Hails Cow as Mother : গরু আমাদের কাছে মায়ের সমান, বারাণসীতে গোরক্ষক প্রধানমন্ত্রী

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন পুলিশ ঘটনার অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না ৷ কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.