নয়াদিল্লি, 9 ডিসেম্বর: রাস্তার পাশের শৌচালয় (Public Toilet) থেকে উদ্ধার করা হল তিন বছরের একটি শিশুর দেহ (Child Body Recovered) ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে দিল্লির শাহদারার ঝিলমিল শিল্প তালুকে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ওই শৌচালয়ে ডেকে আনে আততায়ী ৷ তারপর তার উপর যৌন নির্যাতন চালানো হয় ৷ তার জেরেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে ৷ অথবা, নিজের কুকর্ম লোকানোর জন্য আততায়ী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খুন করে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ ৷
বৃহস্পতিবার সন্ধেবেলা ওই শৌচালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ তিনিই প্রথম শৌচালয়ের মেঝেয় একটি শিশুকে পড়ে থাকতে দেখেন ৷ এই শীতেও তার পরনে কোনও পোশাক ছিল না এবং শিশুটি অসাড় হয়ে শৌচালয়ের মেঝেয় পড়ে ছিল ৷ এতে সন্দেহ হয় ওই ব্যক্তির ৷ তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিবেক বিহার থানার পুলিশ ৷ তারা দেখে শিশুটির দেহ বিবস্ত্র এবং তাতে প্রাণের কোনও চিহ্ন নেই ৷ পাশেই পড়ে ছিল শিশুটির অন্তর্বাস, কয়েকটি বিস্কুট এবং সামান্য কিছু টাকা ৷
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে মৃত 5, বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে
এর থেকেই পুলিশের অনুমান, শিশুটিকে সম্ভবত টাকা বা খাবারের লোভ দেখিয়ে শৌচালয়ে ডেকে আনা হয়েছিল ৷ তবে, তার উপর যৌন নির্যাতন সত্যিই চালানো হয়েছিল কি না এবং ঠিক কীভাবে তার মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে জানা যাবে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনাস্থলের কাছেই একটি বস্তি রয়েছে ৷ বাচ্চাটিও সেই বস্তিরই বাসিন্দা ৷ বয়স মাত্র তিন বছর ৷ ইতিমধ্যেই পুলিশের তরফে শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সবক'টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ৷ আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷