ETV Bharat / bharat

Boy Falls into Borewell: খেলতে গিয়ে 40 ফুট গভীর বোরওয়েলে 3 বছরের শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার - 5 ঘণ্টা পর উদ্ধার এনডিআরএফের

Three Year Old Falls into Borewell: রবিবার বিহারে পা পিছলে 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল তিন বছরের শিশু ৷ 5 ঘণ্টা পর তাকে উদ্ধার করল এনডিআরএফের দল ৷

Boy Falls into Borewell
বোরওয়েলে পড়ে গেল 3 বছরের শিশু
author img

By

Published : Jul 23, 2023, 6:25 PM IST

Updated : Jul 23, 2023, 6:50 PM IST

40 ফুট গভীর বোরওয়েলে 3 বছরের শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার

নালন্দা (বিহার), 23 জুলাই: খেলতে গিয়ে 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় তিন বছরের শিশু ৷ পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল এনডিআরএফ ৷ শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনাটি ঘটে বিহারের নালন্দার কুল গ্রামে ৷ শিশুটির নাম শিবম কুমার । বিহারের নালন্দার এনডিআরএফ অফিসার রঞ্জিত কুমার বলেছেন, "শিশুটি ভালো আছে এবং তাকে উদ্ধার করা হয়েছে । তাকে হাসপাতালে পাঠানো হয়েছে । তাকে উদ্ধার করতে আমাদের প্রায় 5 ঘণ্টা সময় লেগেছে ৷"

40 ফুট গভীর বোরওয়েলে শিশু: জানা গিয়েছে, খেলতে খেলতে পা পিছলে 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় শিশুটি ৷ শিবমের মা বলেন, "আমি মাঠে কাজ করছিলাম ৷ সেসময় আমার ছেলে ওই জায়গায় খেলছিল । হঠাৎ তার পা পিছলে যায় এবং সে বোরওয়েলের ভিতরে পড়ে যায় ।" আমার ছেলেকে বাঁচান ৷ ওকে বাইরে বের করুন ৷ কাঁদতে কাঁদতে কাতর আর্জি জানান শিশুটির মা ৷

কৃষক বোরওয়েলটি তৈরি করেছিলেন: গ্রামবাসীরা জানিয়েছে, সেচের জন্য বোরওয়েলটি তৈরি করা হচ্ছিল । একজন কৃষক বোরওয়েল তৈরি করেছিলেন ৷ কিন্তু এখানে বোরিং সফল হয়নি ৷ তাই তারা অন্য জায়গায় বোরিং শুরু করে । তবে তখন এই বোরওয়েলটি বন্ধ করা হয়নি । শিবম অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল ৷ হঠাৎ শিশুটির বোরওয়েলে পড়ার শব্দ শোনা যায় । অন্যান্য শিশুরাই শিবমের মাকে খবর দেয় ৷ তার মা ও গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ৷ তারা ব্যর্থ হওয়ায় পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয় ৷ তারা এসে উদ্ধার অভিযান শুরু করে ৷ এই কাজে সহায়তা করতে আসেন নগর পঞ্চায়েত নালন্দার সহ-সভাপতি নলিন মৌর্য ।

শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে: সিলওয়া সার্কেল অফিসার শম্ভু মণ্ডল বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি ৷ শিশুটি তখন বোরওয়েলে পড়েছিল ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেয় । শিশুটি এখনও বেঁচে আছে ৷ আমরা শিশুটিকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি ।" অক্সিজেন পৌঁছে দিতে এবং বোরওয়েল থেকে শিশুটিকে বের করতে জেসিবি মেশিন ডাকা হয়েছে । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীনেশ কুমার সিং জানান, শিশুটিকে নিরাপদে বের করার চেষ্টা চলছে । বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদেরকেও জানানো হয়েছে । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান পরসোত্তমের একাধিক আধিকারিক ।

আরও পড়ুন: 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার করল এনডিআরএফ

সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশার কাজরি বারখেদা গ্রামে 20 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছর বয়সি একটি শিশুকন্যা ৷ তাকে উদ্ধারের পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন । এর আগেও 6 জুন একই রকম একটি ঘটনা ঘটেছিল ৷ মধ্যপ্রদেশের সিহোর জেলায় একটি 300 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় আড়াই বছরের শিশু ৷ উদ্ধারের চেষ্টা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি ।

40 ফুট গভীর বোরওয়েলে 3 বছরের শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার

নালন্দা (বিহার), 23 জুলাই: খেলতে গিয়ে 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় তিন বছরের শিশু ৷ পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল এনডিআরএফ ৷ শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনাটি ঘটে বিহারের নালন্দার কুল গ্রামে ৷ শিশুটির নাম শিবম কুমার । বিহারের নালন্দার এনডিআরএফ অফিসার রঞ্জিত কুমার বলেছেন, "শিশুটি ভালো আছে এবং তাকে উদ্ধার করা হয়েছে । তাকে হাসপাতালে পাঠানো হয়েছে । তাকে উদ্ধার করতে আমাদের প্রায় 5 ঘণ্টা সময় লেগেছে ৷"

40 ফুট গভীর বোরওয়েলে শিশু: জানা গিয়েছে, খেলতে খেলতে পা পিছলে 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় শিশুটি ৷ শিবমের মা বলেন, "আমি মাঠে কাজ করছিলাম ৷ সেসময় আমার ছেলে ওই জায়গায় খেলছিল । হঠাৎ তার পা পিছলে যায় এবং সে বোরওয়েলের ভিতরে পড়ে যায় ।" আমার ছেলেকে বাঁচান ৷ ওকে বাইরে বের করুন ৷ কাঁদতে কাঁদতে কাতর আর্জি জানান শিশুটির মা ৷

কৃষক বোরওয়েলটি তৈরি করেছিলেন: গ্রামবাসীরা জানিয়েছে, সেচের জন্য বোরওয়েলটি তৈরি করা হচ্ছিল । একজন কৃষক বোরওয়েল তৈরি করেছিলেন ৷ কিন্তু এখানে বোরিং সফল হয়নি ৷ তাই তারা অন্য জায়গায় বোরিং শুরু করে । তবে তখন এই বোরওয়েলটি বন্ধ করা হয়নি । শিবম অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল ৷ হঠাৎ শিশুটির বোরওয়েলে পড়ার শব্দ শোনা যায় । অন্যান্য শিশুরাই শিবমের মাকে খবর দেয় ৷ তার মা ও গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ৷ তারা ব্যর্থ হওয়ায় পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয় ৷ তারা এসে উদ্ধার অভিযান শুরু করে ৷ এই কাজে সহায়তা করতে আসেন নগর পঞ্চায়েত নালন্দার সহ-সভাপতি নলিন মৌর্য ।

শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে: সিলওয়া সার্কেল অফিসার শম্ভু মণ্ডল বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি ৷ শিশুটি তখন বোরওয়েলে পড়েছিল ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেয় । শিশুটি এখনও বেঁচে আছে ৷ আমরা শিশুটিকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি ।" অক্সিজেন পৌঁছে দিতে এবং বোরওয়েল থেকে শিশুটিকে বের করতে জেসিবি মেশিন ডাকা হয়েছে । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীনেশ কুমার সিং জানান, শিশুটিকে নিরাপদে বের করার চেষ্টা চলছে । বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদেরকেও জানানো হয়েছে । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান পরসোত্তমের একাধিক আধিকারিক ।

আরও পড়ুন: 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার করল এনডিআরএফ

সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশার কাজরি বারখেদা গ্রামে 20 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছর বয়সি একটি শিশুকন্যা ৷ তাকে উদ্ধারের পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন । এর আগেও 6 জুন একই রকম একটি ঘটনা ঘটেছিল ৷ মধ্যপ্রদেশের সিহোর জেলায় একটি 300 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় আড়াই বছরের শিশু ৷ উদ্ধারের চেষ্টা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি ।

Last Updated : Jul 23, 2023, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.