ETV Bharat / bharat

Three Soldiers Died: তুষারধসে কুপওয়ারায় প্রাণ হারালেন তিন জওয়ান

author img

By

Published : Nov 18, 2022, 10:17 PM IST

তুষারধসের কবলে পড়ে প্রাণ হারালেন তিন জওয়ান ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল অঞ্চলে (Three Soldiers Died In Avalanche in Kupwara) ৷

ETV Bharat
Three Soldiers Died

কুপওয়ারা, 18 নভেম্বর: তুষারধসে মৃত্যু হলে তিন সেনা জওয়ানের ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল অঞ্চলে ৷ সেনার তরফে জানানো হয়েছে, টহলের কাজে যাওয়ার সময় ধসের কবলে পড়েন ওই জওয়ানরা (Three Soldiers Died In Avalanche in Kupwara) ৷

  • J&K | In an unfortunate incident, 3 jawans of 56 RR were killed in the line of duty in Machhil area when they came under an avalanche. All the bodies have been retrieved: Kupwara Police

    — ANI (@ANI) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃত জওয়ানরা প্রত্যেকেই সেনার 56 আরআর শাখায় কর্মরত ছিলেন ৷ তাঁদের দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ দেহগুলি দ্রুগমুল্লার সেনা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সানার তরফে মৃত জওয়ানদের নাম প্রকাশ করা হয়েছে ৷ তাঁরা হলেন, সৌভিক হাজরা, মুকেশ কুমার, গায়েকওয়াড় মনোজ লক্ষ্মণ রাও (Three Soldiers Died) ৷

আরও পড়ুন: চামোলিতে গভীর খাদে টাটা সুমো, মৃত কমপক্ষে 12

কুপওয়ারা, 18 নভেম্বর: তুষারধসে মৃত্যু হলে তিন সেনা জওয়ানের ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল অঞ্চলে ৷ সেনার তরফে জানানো হয়েছে, টহলের কাজে যাওয়ার সময় ধসের কবলে পড়েন ওই জওয়ানরা (Three Soldiers Died In Avalanche in Kupwara) ৷

  • J&K | In an unfortunate incident, 3 jawans of 56 RR were killed in the line of duty in Machhil area when they came under an avalanche. All the bodies have been retrieved: Kupwara Police

    — ANI (@ANI) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃত জওয়ানরা প্রত্যেকেই সেনার 56 আরআর শাখায় কর্মরত ছিলেন ৷ তাঁদের দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ দেহগুলি দ্রুগমুল্লার সেনা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সানার তরফে মৃত জওয়ানদের নাম প্রকাশ করা হয়েছে ৷ তাঁরা হলেন, সৌভিক হাজরা, মুকেশ কুমার, গায়েকওয়াড় মনোজ লক্ষ্মণ রাও (Three Soldiers Died) ৷

আরও পড়ুন: চামোলিতে গভীর খাদে টাটা সুমো, মৃত কমপক্ষে 12

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.