ETV Bharat / bharat

Abduction: অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার তিন পুলিশকর্মী !

author img

By

Published : Dec 14, 2022, 1:35 PM IST

শ্যালক ও ভগ্নিপতিকে অপহরণ করে (Abduction) করে মোটা টাকা মুক্তিপণ দাবি ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় গ্রেফতার করা হল তিন পুলিশকর্মীকে (Three Police Personnel Arrested) !

Three Police Personnel Arrested in Uttar Pradesh for Abduction charges
Abduction: অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার তিন পুলিশকর্মী !

আগরা, 14 ডিসেম্বর: দুই ব্যক্তিকে অপহরণ (Abduction) করে 4 লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিন পুলিশকর্মীকে গ্রেফতার করা হল ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মালপুরা থানা এলাকায় ৷ ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে (Three Police Personnel Arrested) গ্রেফতার করা হয়েছে ৷

ঠিক কী ঘটেছিল ? অপহৃত দুই ব্যক্তির নাম কাজিম ও ইকরার ৷ এঁরা সম্পর্কে পরস্পরের যথাক্রমে ভগ্নিপতি ও শ্যালক ৷ তাঁরা দু'জনই কাপড়ের ব্যবসা করেন ৷ হঠাৎই তাঁদের পরিবারের সদস্যদের কাছে একটি হোয়াট্সঅ্যাপ কল আসে ৷ তাতে দাবি করা হয়, ওই দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে ৷ তাঁদের ফেরত পেতে হলে অবিলম্বে যেন 4 লক্ষ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ওড়িশা জেলা আদালত চত্বরে ভাঙচুর, গ্রেফতার 17 আইনজীবী

এরপরই স্থানীয় মালপুরা থানার দ্বারস্থ হন আক্রান্তদের পরিবারের সদস্যরা ৷ অপহৃত এবং অভিযুক্তদের খোঁজ পেতে তদন্তে নামে পুলিশ ৷ সেই প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন মালপুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তেজবীর সিং ৷ যে হোয়াটসঅ্য়াপ কলের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয়েছিল, সেই নম্বরের সূত্র ধরেই অপহরণকারীদের খোঁজ শুরু হয় ৷ তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, অভিযুক্তরা অপরাধ জগতের সঙ্গে সুপরিচিত ৷ পুলিশের হাত থেকে বাঁচতে ঘন ঘন নিজেদের অবস্থান বদল করেন তাঁরা ৷

শেষমেশ স্থানীয় শহিদনগরের একটি হোটেলে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করা হয় ৷ তারপর সেই হোটেল ঘিরে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মধ্যে সুরেশ একজন সাব-ইন্সপেক্টর এবং নীরজ ও পারুল কনস্টেবল ! তাঁদের কাছ থেকে নগদ 12 হাজার টাকা, একটি মোবাইল ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় ৷ ধৃত তিনজনই আগরার আরপিএফ ক্যান্টনমেন্ট থানায় কর্মরত ৷ রক্ষকের এমন আচরণ স্তম্ভিত করে দিয়েছে পুলিশ প্রশাসনকেও ৷

মালিপুরার ডিসিপি (পশ্চিম) জানিয়েছেন, অভিযুক্তরা দুই পণবন্দিকে আগরার রাজা মান্ডি-সহ বেশ কয়েকটি জায়গায় আটক করে রেখেছিলেন ৷ অপহরণকারীরা নিজেরা যেমন জায়গা বদল করছিলেন, তেমনই অপহৃতদেরও বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে, পুলিশের তৎপরতায় শেষমেশ অপহরণকারীদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় ৷

আগরা, 14 ডিসেম্বর: দুই ব্যক্তিকে অপহরণ (Abduction) করে 4 লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিন পুলিশকর্মীকে গ্রেফতার করা হল ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মালপুরা থানা এলাকায় ৷ ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে (Three Police Personnel Arrested) গ্রেফতার করা হয়েছে ৷

ঠিক কী ঘটেছিল ? অপহৃত দুই ব্যক্তির নাম কাজিম ও ইকরার ৷ এঁরা সম্পর্কে পরস্পরের যথাক্রমে ভগ্নিপতি ও শ্যালক ৷ তাঁরা দু'জনই কাপড়ের ব্যবসা করেন ৷ হঠাৎই তাঁদের পরিবারের সদস্যদের কাছে একটি হোয়াট্সঅ্যাপ কল আসে ৷ তাতে দাবি করা হয়, ওই দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে ৷ তাঁদের ফেরত পেতে হলে অবিলম্বে যেন 4 লক্ষ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ওড়িশা জেলা আদালত চত্বরে ভাঙচুর, গ্রেফতার 17 আইনজীবী

এরপরই স্থানীয় মালপুরা থানার দ্বারস্থ হন আক্রান্তদের পরিবারের সদস্যরা ৷ অপহৃত এবং অভিযুক্তদের খোঁজ পেতে তদন্তে নামে পুলিশ ৷ সেই প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন মালপুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তেজবীর সিং ৷ যে হোয়াটসঅ্য়াপ কলের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয়েছিল, সেই নম্বরের সূত্র ধরেই অপহরণকারীদের খোঁজ শুরু হয় ৷ তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, অভিযুক্তরা অপরাধ জগতের সঙ্গে সুপরিচিত ৷ পুলিশের হাত থেকে বাঁচতে ঘন ঘন নিজেদের অবস্থান বদল করেন তাঁরা ৷

শেষমেশ স্থানীয় শহিদনগরের একটি হোটেলে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করা হয় ৷ তারপর সেই হোটেল ঘিরে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মধ্যে সুরেশ একজন সাব-ইন্সপেক্টর এবং নীরজ ও পারুল কনস্টেবল ! তাঁদের কাছ থেকে নগদ 12 হাজার টাকা, একটি মোবাইল ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় ৷ ধৃত তিনজনই আগরার আরপিএফ ক্যান্টনমেন্ট থানায় কর্মরত ৷ রক্ষকের এমন আচরণ স্তম্ভিত করে দিয়েছে পুলিশ প্রশাসনকেও ৷

মালিপুরার ডিসিপি (পশ্চিম) জানিয়েছেন, অভিযুক্তরা দুই পণবন্দিকে আগরার রাজা মান্ডি-সহ বেশ কয়েকটি জায়গায় আটক করে রেখেছিলেন ৷ অপহরণকারীরা নিজেরা যেমন জায়গা বদল করছিলেন, তেমনই অপহৃতদেরও বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে, পুলিশের তৎপরতায় শেষমেশ অপহরণকারীদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.