ETV Bharat / bharat

Pilgrims Died in Road Accident: অসমে কুয়াশার কারণে ট্রাকে ধাক্কা বাসের, মৃত 3 তীর্থযাত্রী - দুর্ঘটনায় মৃত তীর্থযাত্রী

অসমে (Assam Accident) কুয়াশার কারণে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত্যু হল 3 জন তীর্থযাত্রীর (Pilgrims Died in Road Accident)৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ রবিবার রাতে মরিগাঁওতে এই ঘটনা ঘটে ৷

Assam Accident ETV Bharat
অসমে পথ দুর্ঘটনা
author img

By

Published : Jan 16, 2023, 2:04 PM IST

মরিগাঁও (অসম), ১৬ জানুয়ারি: অসমে পথ দুর্ঘটনায় (Assam Accident) প্রাণ গেল তিনজন তীর্থযাত্রীর (Pilgrims Died in Road Accident)৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে মরিগাঁও জেলার ধরমতুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

ট্রাকে ধাক্কা বাসের

রবিবার রাতে 22 জন তীর্থযাত্রীকে নিয়ে একটি বাস পরশুরাম কুণ্ড থেকে বক্সায় ফিরছিল । কিন্তু ধরমতুল থানার কাছে যাত্রী বোঝাই বাসটির সঙ্গে 37 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সংঘর্ষ হয় (Road Accident)৷ তীব্র গতিতে ছুটে আসা বাসটি প্রচণ্ড জোরে ট্রাকের গায়ে ধাক্কা মারে । দুর্ঘটনার খবর পেয়ে ধরমতুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে । পুলিশ আহত সবাইকে মরিগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করেছে । তবে তাঁদের মধ্যে থেকে তিনজনের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: নাসিকে জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 10

কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা

পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে । অসম সরকার সড়ক দুর্ঘটনা এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ করতে সাম্প্রতিক কালে বিভিন্ন পদক্ষেপ করেছে । অসম পরিবহণ বিভাগ এবং অসম পুলিশের ট্রাফিক বিভাগ রাজ্যের জনগণকে রক্ষা করতে রাজ্যে সড়ক নিরাপত্তা সপ্তাহের আয়োজন করেছে । রাজ্যজুড়ে মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযানও চালানো হয়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী এবং পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকরা মানুষকে মদ খেয়ে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেছেন ৷

তবে এতকিছুর পরও দুর্ঘটনা হয়েই চলেছে ৷ দিনকয়েক আগে অসমের লখিমপুর জেলায় দুটি ভিন্ন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুই জন যুবক । দুদিন আগে দারাংয়ে বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয় ।

আরও পড়ুন: দুর্ঘটনার মুহূর্তে ফেসবুকে লাইভ 4 যুুবকের, দেখুন ভিডিয়ো

মরিগাঁও (অসম), ১৬ জানুয়ারি: অসমে পথ দুর্ঘটনায় (Assam Accident) প্রাণ গেল তিনজন তীর্থযাত্রীর (Pilgrims Died in Road Accident)৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে মরিগাঁও জেলার ধরমতুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

ট্রাকে ধাক্কা বাসের

রবিবার রাতে 22 জন তীর্থযাত্রীকে নিয়ে একটি বাস পরশুরাম কুণ্ড থেকে বক্সায় ফিরছিল । কিন্তু ধরমতুল থানার কাছে যাত্রী বোঝাই বাসটির সঙ্গে 37 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সংঘর্ষ হয় (Road Accident)৷ তীব্র গতিতে ছুটে আসা বাসটি প্রচণ্ড জোরে ট্রাকের গায়ে ধাক্কা মারে । দুর্ঘটনার খবর পেয়ে ধরমতুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে । পুলিশ আহত সবাইকে মরিগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করেছে । তবে তাঁদের মধ্যে থেকে তিনজনের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: নাসিকে জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 10

কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা

পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে । অসম সরকার সড়ক দুর্ঘটনা এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ করতে সাম্প্রতিক কালে বিভিন্ন পদক্ষেপ করেছে । অসম পরিবহণ বিভাগ এবং অসম পুলিশের ট্রাফিক বিভাগ রাজ্যের জনগণকে রক্ষা করতে রাজ্যে সড়ক নিরাপত্তা সপ্তাহের আয়োজন করেছে । রাজ্যজুড়ে মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযানও চালানো হয়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী এবং পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকরা মানুষকে মদ খেয়ে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেছেন ৷

তবে এতকিছুর পরও দুর্ঘটনা হয়েই চলেছে ৷ দিনকয়েক আগে অসমের লখিমপুর জেলায় দুটি ভিন্ন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুই জন যুবক । দুদিন আগে দারাংয়ে বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয় ।

আরও পড়ুন: দুর্ঘটনার মুহূর্তে ফেসবুকে লাইভ 4 যুুবকের, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.