ETV Bharat / bharat

Fire Kills Three of Same Family: বাড়ির নীচের দোকানে আগুন; ঝলসে মৃত একই পরিবারের 3, আশঙ্কাজনক আরও 3

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 8:20 AM IST

Updated : Nov 14, 2023, 9:15 AM IST

বাড়ির নীচে মেকআপের দোকানে ভয়াবহ আগুন ৷ আর তার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল উপরে থাকা একই পরিবারের তিনজনের ৷ আশঙ্কাজনক আরও তিন ৷

Etv Bharat
বাড়ির নীচের তলার মেকআপ স্টোরে আগুন, মৃত একই পরিবারের 3

ধানবাদ, 14 নভেম্বর: ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আগুনে ঝলসে গেলেন একই পরিবারের তিনজন ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধানবাদের কেন্দুয়াদিহি থানা এলাকার জেওয়ার পট্টিতে ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা ও এক চার বছরের মেয়ের ৷ এছাড়াও গুরুতর দগ্ধ হয়েছেন পরিবারের আরও তিন সদস্য ৷ তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৷

সোমবার রাতে কেন্দুয়াদিহি থানা এলাকার কেন্দুয়া বাজারে অবস্থিত জেওয়ার পট্টির এসকে জেনারেল মেকআপ স্টোরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনের লেলিহান শিখা দেখতে পেতেই স্থানীয়দের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় । কিছুক্ষণের মধ্যেই স্থানীয় কয়েকহাজার মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

যে মেকআপের দোকানে আগুন লেগেছিল তার ঠিক উপরের বাড়িতে একই পরিবারের 6 সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে । আগুন নেভানোর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের প্রাণ বাঁচানোরও চেষ্টা করেন । খবর দেওয়া হয় দমকলে ৷ এরপর ঘটনাস্থলে যায় দমকলের দুটি বড় ইঞ্জিন ও একটি ছোট গাড়ি । আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যেই আগুন মেকআপ স্টোর সংলগ্ন একটি ইলেকট্রনিক দোকানকেও গ্রাস করে । শেষমেশ তিনজনকে বাঁচানো যায়নি । বাকি তিনজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।

ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয় লোকজন দোকানের ওপরের বাড়িতে থাকা লোকজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করে । কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের অবস্থা খারাপ হতে শুরু করে ৷ তাতেও স্থানীয় লোকজন রাস্তার ওপরের বারান্দায় মই লাগিয়ে অনেক কষ্টে ঘরে ঢোকে । এতে তারা তিনজনকে বের করতে আনতে সক্ষম হয় ৷ এরপর ফায়ার ব্রিগেডের দল আরও তিনজনকে উদ্ধার করে ।

দোকানদার সুভাষের 30 বছর বয়সি বোন প্রিয়াঙ্কা গুপ্তা, ভাই সুমিত গুপ্তা এবং দেড় বছরের ছেলে শিবংশকে গুরুতর অবস্থায় লোকজন বাড়ি থেকে উদ্ধার করে । এরপর ফায়ার ব্রিগেড দল দোকানের মালিক সুভাষ গুপ্তের 65 বছর বয়সি মা উমা দেবী, তার স্ত্রী সুমন গুপ্তা এবং চার বছরের মেয়ে মৌলিকে উদ্ধার করে । সকলের অবস্থাই খুব গুরুতর ছিল ৷ এদের সকলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াঙ্কা, সুভাষের মা উমা দেবী ও চার বছরের মেয়ে মৌলির মৃত্যু হয় । এদিকে স্ত্রী সুমন গুপ্ত, ভাই সুমিত গুপ্ত ও দেড় বছরের শিবংশের চিকিৎসা চলছে । দুর্ঘটনার সময় সুভাষ গুপ্ত এবং তার বাবা অশোক গুপ্ত বাড়ির বাইরে ছিলেন, যার কারণে তাদের দুজনের প্রাণ রক্ষা পায় ।

আরও পড়ুন :

1 হায়দরাবাদে রাসায়নিক গোডাউনে আগুন লেগে অন্তত 9 জনের মৃত্যু

2 চাঁদনি চকের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন

3 শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি হাউজবোট

ধানবাদ, 14 নভেম্বর: ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আগুনে ঝলসে গেলেন একই পরিবারের তিনজন ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধানবাদের কেন্দুয়াদিহি থানা এলাকার জেওয়ার পট্টিতে ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা ও এক চার বছরের মেয়ের ৷ এছাড়াও গুরুতর দগ্ধ হয়েছেন পরিবারের আরও তিন সদস্য ৷ তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৷

সোমবার রাতে কেন্দুয়াদিহি থানা এলাকার কেন্দুয়া বাজারে অবস্থিত জেওয়ার পট্টির এসকে জেনারেল মেকআপ স্টোরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনের লেলিহান শিখা দেখতে পেতেই স্থানীয়দের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় । কিছুক্ষণের মধ্যেই স্থানীয় কয়েকহাজার মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

যে মেকআপের দোকানে আগুন লেগেছিল তার ঠিক উপরের বাড়িতে একই পরিবারের 6 সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে । আগুন নেভানোর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের প্রাণ বাঁচানোরও চেষ্টা করেন । খবর দেওয়া হয় দমকলে ৷ এরপর ঘটনাস্থলে যায় দমকলের দুটি বড় ইঞ্জিন ও একটি ছোট গাড়ি । আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যেই আগুন মেকআপ স্টোর সংলগ্ন একটি ইলেকট্রনিক দোকানকেও গ্রাস করে । শেষমেশ তিনজনকে বাঁচানো যায়নি । বাকি তিনজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।

ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয় লোকজন দোকানের ওপরের বাড়িতে থাকা লোকজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করে । কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের অবস্থা খারাপ হতে শুরু করে ৷ তাতেও স্থানীয় লোকজন রাস্তার ওপরের বারান্দায় মই লাগিয়ে অনেক কষ্টে ঘরে ঢোকে । এতে তারা তিনজনকে বের করতে আনতে সক্ষম হয় ৷ এরপর ফায়ার ব্রিগেডের দল আরও তিনজনকে উদ্ধার করে ।

দোকানদার সুভাষের 30 বছর বয়সি বোন প্রিয়াঙ্কা গুপ্তা, ভাই সুমিত গুপ্তা এবং দেড় বছরের ছেলে শিবংশকে গুরুতর অবস্থায় লোকজন বাড়ি থেকে উদ্ধার করে । এরপর ফায়ার ব্রিগেড দল দোকানের মালিক সুভাষ গুপ্তের 65 বছর বয়সি মা উমা দেবী, তার স্ত্রী সুমন গুপ্তা এবং চার বছরের মেয়ে মৌলিকে উদ্ধার করে । সকলের অবস্থাই খুব গুরুতর ছিল ৷ এদের সকলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াঙ্কা, সুভাষের মা উমা দেবী ও চার বছরের মেয়ে মৌলির মৃত্যু হয় । এদিকে স্ত্রী সুমন গুপ্ত, ভাই সুমিত গুপ্ত ও দেড় বছরের শিবংশের চিকিৎসা চলছে । দুর্ঘটনার সময় সুভাষ গুপ্ত এবং তার বাবা অশোক গুপ্ত বাড়ির বাইরে ছিলেন, যার কারণে তাদের দুজনের প্রাণ রক্ষা পায় ।

আরও পড়ুন :

1 হায়দরাবাদে রাসায়নিক গোডাউনে আগুন লেগে অন্তত 9 জনের মৃত্যু

2 চাঁদনি চকের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন

3 শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি হাউজবোট

Last Updated : Nov 14, 2023, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.