ETV Bharat / bharat

Ind vs Pak : পাকিস্তানের সমর্থনে স্লোগান ! তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার - India

আগ্রার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তিনজন কাশ্মীরি ছাত্র নাকি 'পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছেন' এবং 'এই সম্পর্কিত পোস্ট শেয়ার করেছেন' ৷ এই অভিযোগেই তাদের নামে মামলা দায়ের করেছেন ভারতীয় জনতা পার্টির যুবনেতা গৌরব রাজাওয়াত ৷

Anti-national
'দেশদ্রোহী', বিজেপি নেতার অভিযোগে গ্রেফতার তিন ছাত্র
author img

By

Published : Oct 27, 2021, 11:10 AM IST

আগ্রা, 27 অক্টোবর : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের রেশ এবার পৌঁছল থানায় । ধুমধাম করে পাকিস্তানের জয় পালন করার অভিযোগে আগ্রায় তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে মামলা করলেন এক বিজেপি নেতা ৷ তাঁদের বিরুদ্ধে হোয়্যাটসঅ্যাপে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগও উঠেছে ৷

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ঢের আগেই কূটনীতি এবং রাজনীতির অলিন্দে ঢুকে পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ । রবিবার দুবাইয়ে ভারতের হারের পর থেকে তা নিয়ে তরজা চরমে উঠেছে নেটমাধ্যমে । সেখানেই আগ্রার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তিনজন কাশ্মীরি ছাত্র "পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছেন" এবং "এই সম্পর্কিত পোস্ট শেয়ার করেছেন" ৷ এই অভিযোগেই তাদের নামে মামলা দায়ের করেছিলেন ভারতীয় জনতা পার্টির যুবনেতা গৌরব রাজাওয়াত ৷

আগ্রার এসপি (শহর) বিকাশ কুমার বলেছেন, "বিজেপি যুব শাখার নেতা গৌরব রাজাওয়াতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জগদীশপুরা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ এমন তথ্যও পেয়েছে যে কিছু লোক হোয়াটসঅ্যাপে 'দেশবিরোধী বার্তা লিখেছে' ৷ কলেজ প্রশাসনও হোস্টেলের পাশাপাশি ইনস্টিটিউট থেকে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থীকে বরখাস্ত করেছে ।"

হোস্টেলের ডিন ডঃ দুষ্যন্ত সিং-এর জারি করা নোটিশ অনুসারে, 24 অক্টোবর ম্যাচের পরে ছাত্ররা 'পাকিস্তানের পক্ষে স্ট্যাটাস পোস্ট করে' 'শৃঙ্খলাভঙ্গ'-এর পর্যায়ে জড়িয়ে পড়ায় হোস্টেল শৃঙ্খলারক্ষা কমিটি অবিলম্বে তাদের তিনজনকেই বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন: Ind vs Pak: পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস! কাশ্মীরে একঝাঁক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর

ইনস্টিটিউটের প্রধান প্রক্টর ডাঃ আশিস শুক্লা বলেছেন যে তিন কাশ্মীরি ছাত্র তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে । এই ছাত্ররা প্রধানমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্পের (PMSSS) অধীনে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল ৷ যা জম্মু-কাশ্মীর এবং লাদাখের শিক্ষার্থীদের দেওয়া হয় ।

আগ্রা, 27 অক্টোবর : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের রেশ এবার পৌঁছল থানায় । ধুমধাম করে পাকিস্তানের জয় পালন করার অভিযোগে আগ্রায় তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে মামলা করলেন এক বিজেপি নেতা ৷ তাঁদের বিরুদ্ধে হোয়্যাটসঅ্যাপে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগও উঠেছে ৷

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ঢের আগেই কূটনীতি এবং রাজনীতির অলিন্দে ঢুকে পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ । রবিবার দুবাইয়ে ভারতের হারের পর থেকে তা নিয়ে তরজা চরমে উঠেছে নেটমাধ্যমে । সেখানেই আগ্রার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তিনজন কাশ্মীরি ছাত্র "পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছেন" এবং "এই সম্পর্কিত পোস্ট শেয়ার করেছেন" ৷ এই অভিযোগেই তাদের নামে মামলা দায়ের করেছিলেন ভারতীয় জনতা পার্টির যুবনেতা গৌরব রাজাওয়াত ৷

আগ্রার এসপি (শহর) বিকাশ কুমার বলেছেন, "বিজেপি যুব শাখার নেতা গৌরব রাজাওয়াতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জগদীশপুরা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ এমন তথ্যও পেয়েছে যে কিছু লোক হোয়াটসঅ্যাপে 'দেশবিরোধী বার্তা লিখেছে' ৷ কলেজ প্রশাসনও হোস্টেলের পাশাপাশি ইনস্টিটিউট থেকে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থীকে বরখাস্ত করেছে ।"

হোস্টেলের ডিন ডঃ দুষ্যন্ত সিং-এর জারি করা নোটিশ অনুসারে, 24 অক্টোবর ম্যাচের পরে ছাত্ররা 'পাকিস্তানের পক্ষে স্ট্যাটাস পোস্ট করে' 'শৃঙ্খলাভঙ্গ'-এর পর্যায়ে জড়িয়ে পড়ায় হোস্টেল শৃঙ্খলারক্ষা কমিটি অবিলম্বে তাদের তিনজনকেই বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন: Ind vs Pak: পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস! কাশ্মীরে একঝাঁক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর

ইনস্টিটিউটের প্রধান প্রক্টর ডাঃ আশিস শুক্লা বলেছেন যে তিন কাশ্মীরি ছাত্র তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে । এই ছাত্ররা প্রধানমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্পের (PMSSS) অধীনে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল ৷ যা জম্মু-কাশ্মীর এবং লাদাখের শিক্ষার্থীদের দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.