ETV Bharat / bharat

Kulgam Encounter: আবারও রক্তাক্ত উপত্যকা! কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ 3 জওয়ান - কুলগাম এলাকায় এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর জওয়ানদের গুলির লড়াই শুরু হয় শুক্রবার সন্ধ্যায় ৷ এই ঘটনায় তিন জওয়ান গুরুতর জখম হয়েছিলেন ৷ পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat
কুলগাম এনকাউন্টারে মৃত 3 জওয়ান
author img

By

Published : Aug 5, 2023, 8:02 AM IST

কুলগাম, 5 অগস্ট: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন জওয়ান ৷ শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুলগামে হালান এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধ শুরু হয় ৷ ঘটনায় জখম হয়েছিলেন 3 জওয়ান ৷ সেনা সূত্রে খবর, গভীর রাতে তাঁদের মৃত্যু হয়েছে ৷ এদিন সন্ধ্যায় গুরুতর জখম তিন জওয়ানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ তবে শনিবার সকাল পর্যন্ত এনকাউন্টার চলছে বলে খবর ৷

এদিকে অন্য একটি ঘটনায় কাশ্মীরে তিন লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, শ্রীনগরের নাতিপোরা এলাকা থেকে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে ৷ পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, এই তিনজন জঙ্গি শ্রীনগর শহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করার ছক কষছিল ৷ তার আগেই তাদের গ্রেফতার করে নাশকতার ছক বানচাল করল পুলিশ। লস্কর-ই-তইবা জঙ্গিদের কাছ থেকে 3টি হ্যান্ড গ্রেনেড, 10 রাউন্ড গুলি, 25টি একে-47 উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: ভূস্বর্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের সাহায্য ! বরখাস্ত 3 সরকারি আধিকারিক

ওই তিন জঙ্গির পরিচয়ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এরা হল, বারামুল্লার বাসিন্দা আহমদ নাজার, শ্রীনগরের ওয়াসিম আহমদ মাত্তা এবং পাজালপোরের ওয়াকিল অহমদ ভাট ৷ পুলিশ জানায়, শ্রীনগর পুলিশের একটি ছোট দল তিনজন জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে ৷ এটি লস্কর-ই-তইবার শাখা সংগঠন হিসেবে কাজ করে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন ৷ গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর পুলিশের দলটি নাতিপোরায় তল্লাশি শুরু করে ৷ তারপরই এই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারীরা। তাদের সঙ্গে কারা কারা জড়িত তাও জানার চেষ্টা চলছে।

কুলগাম, 5 অগস্ট: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন জওয়ান ৷ শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুলগামে হালান এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধ শুরু হয় ৷ ঘটনায় জখম হয়েছিলেন 3 জওয়ান ৷ সেনা সূত্রে খবর, গভীর রাতে তাঁদের মৃত্যু হয়েছে ৷ এদিন সন্ধ্যায় গুরুতর জখম তিন জওয়ানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ তবে শনিবার সকাল পর্যন্ত এনকাউন্টার চলছে বলে খবর ৷

এদিকে অন্য একটি ঘটনায় কাশ্মীরে তিন লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, শ্রীনগরের নাতিপোরা এলাকা থেকে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে ৷ পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, এই তিনজন জঙ্গি শ্রীনগর শহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করার ছক কষছিল ৷ তার আগেই তাদের গ্রেফতার করে নাশকতার ছক বানচাল করল পুলিশ। লস্কর-ই-তইবা জঙ্গিদের কাছ থেকে 3টি হ্যান্ড গ্রেনেড, 10 রাউন্ড গুলি, 25টি একে-47 উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: ভূস্বর্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের সাহায্য ! বরখাস্ত 3 সরকারি আধিকারিক

ওই তিন জঙ্গির পরিচয়ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এরা হল, বারামুল্লার বাসিন্দা আহমদ নাজার, শ্রীনগরের ওয়াসিম আহমদ মাত্তা এবং পাজালপোরের ওয়াকিল অহমদ ভাট ৷ পুলিশ জানায়, শ্রীনগর পুলিশের একটি ছোট দল তিনজন জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে ৷ এটি লস্কর-ই-তইবার শাখা সংগঠন হিসেবে কাজ করে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন ৷ গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর পুলিশের দলটি নাতিপোরায় তল্লাশি শুরু করে ৷ তারপরই এই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারীরা। তাদের সঙ্গে কারা কারা জড়িত তাও জানার চেষ্টা চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.