ETV Bharat / bharat

Sidhu Moosewala murder case : মুসওয়ালা খুনে দুই শুটার-সহ তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ - মুসওয়ালা খুনে ধৃত তিন

গত 29 মে পঞ্জাবের মনসা জেলায় গুলি করে খুন করা হয় সিধু মুসওয়ালাকে (Sidhu Moosewala murder case ) ৷ কানাডা-স্থিত গ্যাংস্টার গোল্ডি ব্রারের সরাসরি যোগ ছিল এই খুনের ঘটনায় বলে দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেলের ৷

Sidhu Moosewala murder case update
মুসওয়ালা খুনে দুই শুটার সহ তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ
author img

By

Published : Jun 20, 2022, 6:25 PM IST

নয়াদিল্লি, 20 জুন : পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসওয়ালা খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল (three arrested by Delhi police in Sidhu Moosewala murder case) ৷ ধৃতদের মধ্যে দুই শুটার রয়েছে, যারা মুসওয়ালাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে দাবি পুলিশের ৷ ধৃত ওই দুই শুটারের নাম প্রিয়ব্রত (26) ও কাশিস (24) ৷ ধৃত অপর দুষ্কৃতীর নাম কেশব কুমার (29) ৷ গত 29 মে পঞ্জাবের মনসা জেলায় গুলি করে খুন করা হয় সিধু মুসওয়ালাকে ৷

দিল্লি পুলিশের দাবি, ধৃত প্রিয়ব্রতই ওই দুষ্কৃতী দলের নেতৃত্ব দিয়েছিল ৷ সে হরিয়ানার সোনপথের বাসিন্দা ৷ তার সঙ্গে কানাডা-স্থিত গ্যাংস্টার গোল্ডি ব্রারের সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেলের ৷ সিসিটিভি ফুটেজ দেখে এই দুষ্কৃতীকে সনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

  • Sidhu Moose Wala murder case | Two main shooters including a module head of shooters arrested, a large number of arms & explosives recovered: Delhi Police Special Cell

    — ANI (@ANI) June 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হিমাচলে রোপওয়েতে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করল এনডিআরএফ

সিধু মুসওয়ালা খুনের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে গোল্ডি ব্রার ৷ দিল্লির জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলেই পরিচিত এই গোল্ডি ব্রার ৷ দিল্লি পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে দুটি বন্দুক, 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত ৷

নয়াদিল্লি, 20 জুন : পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসওয়ালা খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল (three arrested by Delhi police in Sidhu Moosewala murder case) ৷ ধৃতদের মধ্যে দুই শুটার রয়েছে, যারা মুসওয়ালাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে দাবি পুলিশের ৷ ধৃত ওই দুই শুটারের নাম প্রিয়ব্রত (26) ও কাশিস (24) ৷ ধৃত অপর দুষ্কৃতীর নাম কেশব কুমার (29) ৷ গত 29 মে পঞ্জাবের মনসা জেলায় গুলি করে খুন করা হয় সিধু মুসওয়ালাকে ৷

দিল্লি পুলিশের দাবি, ধৃত প্রিয়ব্রতই ওই দুষ্কৃতী দলের নেতৃত্ব দিয়েছিল ৷ সে হরিয়ানার সোনপথের বাসিন্দা ৷ তার সঙ্গে কানাডা-স্থিত গ্যাংস্টার গোল্ডি ব্রারের সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেলের ৷ সিসিটিভি ফুটেজ দেখে এই দুষ্কৃতীকে সনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

  • Sidhu Moose Wala murder case | Two main shooters including a module head of shooters arrested, a large number of arms & explosives recovered: Delhi Police Special Cell

    — ANI (@ANI) June 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হিমাচলে রোপওয়েতে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করল এনডিআরএফ

সিধু মুসওয়ালা খুনের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে গোল্ডি ব্রার ৷ দিল্লির জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলেই পরিচিত এই গোল্ডি ব্রার ৷ দিল্লি পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে দুটি বন্দুক, 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.